ETV Bharat / state

দিনহাটায় অনুপ্রবেশের চেষ্টা ! বাধা দেওয়ায় বিএসএফ'র উপর আক্রমণ বাংলাদেশিদের - INDO BANGLADESH BORDER TENSION

দিনহাটার গিতালদহ সীমান্তে সোমবার গভীর রাতে অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশিরা। বিএসএফ জওয়ানরা বাধা দেওয়ায় ঢিল ছোঁড়ে অনুপ্রবেশকারীরা ৷

INDO BANGLADESH BORDER TENSION
দিনহাটায় অনুপ্রবেশের চেষ্টা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 7:21 AM IST

কোচবিহার, 22 জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা প্রশমিত করতে গিয়ে ফের আক্রান্ত বিএসএফ ৷ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে পাচারকারিদের হাতে আক্রান্ত নিরাপত্তারক্ষীর জওয়ানরা ৷ সোমবার গভীর রাতে কোচবিহারর দিনহাটার গিতালদহ এলাকায় ভারত-বাংলাদেশ নারায়ণগঞ্জ সীমান্তে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায় আহত 90 ব্যাটেলিয়ানের কর্তব্যরত এক জওয়ান ৷

কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি ৷ বিষয়টি নজরে আসতেই তাদের বাধা দেন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা ৷ সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য় করে ঢিল ছুঁড়তে শুরু করে অনুপ্রবেশকারীরা ৷ তাতেই আহত হন একজন জাওয়ান ৷ তবে, প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন ৷

সূত্রের খবর, পরে অনুপ্রবেশকারীদের সীমান্ত এলাকা থেকে সরাতে বিএসএফ জওয়ানরা গুলি চালান ৷ বিএসএফ-এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক আধিকারিক জানান, মঙ্গলবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ভারতে প্রবেশের চেষ্টা করে ৷ বাধা দিলে জওয়ানদের উপর হামলা করে তারা ৷ একজন বিএসএফ জওয়ানের মাথায় চোট লেগেছে ৷ তবে দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন তিনি ।

কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত 500 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত । দীর্ঘ এই সীমান্তের অধিকাংশ এলাকাতে কাঁটাতার থাকলেও নদী ও সীমানাগত সমস্যার কারণে কিছু কিছু এলাকায় কাঁটাতার নেই । এই সুযোগে এই সমস্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ ও পাচারের চেষ্টা চালায় দুষ্কৃতীরা ৷

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উত্তেজনা বেড়ে গিয়েছে ৷ ভারত-বাংলাদেশ সীমান্তেও তার যথেষ্ট প্রভাব পড়েছে ৷ উত্তেজনা ক্রমশ বাড়ছে । কিছুদিন আগে মেখলিগঞ্জ সীমান্তে নিজেদের জমিতে বাসিন্দারা কাঁটাতার লাগাতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বাধা দেয় ৷ ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় । এই আবহে সোমবার রাতের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ৷

প্রসঙ্গত, সম্প্রতি মালদায় উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ৷ ভারতীয় চাষীদের ফসল কেটে নেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশিদের বিরুদ্ধে ৷ সেই সঙ্গে, অনুপ্রবেশেরও অভিযোগ ওঠে ৷ বিএসএফ জওয়ান ও স্থানীয়রা অনুপ্রবেশকারীদের বাধা দিতে গেলে আক্রান্ত হন তাঁরা ৷

পড়ুন: ভারতীয় জমি থেকে ফসল কেটে নিচ্ছে বাংলাদেশিরা, অভিযোগ মালদার চাষীদের

কোচবিহার, 22 জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা প্রশমিত করতে গিয়ে ফের আক্রান্ত বিএসএফ ৷ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে পাচারকারিদের হাতে আক্রান্ত নিরাপত্তারক্ষীর জওয়ানরা ৷ সোমবার গভীর রাতে কোচবিহারর দিনহাটার গিতালদহ এলাকায় ভারত-বাংলাদেশ নারায়ণগঞ্জ সীমান্তে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায় আহত 90 ব্যাটেলিয়ানের কর্তব্যরত এক জওয়ান ৷

কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি ৷ বিষয়টি নজরে আসতেই তাদের বাধা দেন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা ৷ সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য় করে ঢিল ছুঁড়তে শুরু করে অনুপ্রবেশকারীরা ৷ তাতেই আহত হন একজন জাওয়ান ৷ তবে, প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন ৷

সূত্রের খবর, পরে অনুপ্রবেশকারীদের সীমান্ত এলাকা থেকে সরাতে বিএসএফ জওয়ানরা গুলি চালান ৷ বিএসএফ-এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক আধিকারিক জানান, মঙ্গলবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ভারতে প্রবেশের চেষ্টা করে ৷ বাধা দিলে জওয়ানদের উপর হামলা করে তারা ৷ একজন বিএসএফ জওয়ানের মাথায় চোট লেগেছে ৷ তবে দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন তিনি ।

কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত 500 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত । দীর্ঘ এই সীমান্তের অধিকাংশ এলাকাতে কাঁটাতার থাকলেও নদী ও সীমানাগত সমস্যার কারণে কিছু কিছু এলাকায় কাঁটাতার নেই । এই সুযোগে এই সমস্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ ও পাচারের চেষ্টা চালায় দুষ্কৃতীরা ৷

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উত্তেজনা বেড়ে গিয়েছে ৷ ভারত-বাংলাদেশ সীমান্তেও তার যথেষ্ট প্রভাব পড়েছে ৷ উত্তেজনা ক্রমশ বাড়ছে । কিছুদিন আগে মেখলিগঞ্জ সীমান্তে নিজেদের জমিতে বাসিন্দারা কাঁটাতার লাগাতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বাধা দেয় ৷ ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় । এই আবহে সোমবার রাতের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ৷

প্রসঙ্গত, সম্প্রতি মালদায় উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ৷ ভারতীয় চাষীদের ফসল কেটে নেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশিদের বিরুদ্ধে ৷ সেই সঙ্গে, অনুপ্রবেশেরও অভিযোগ ওঠে ৷ বিএসএফ জওয়ান ও স্থানীয়রা অনুপ্রবেশকারীদের বাধা দিতে গেলে আক্রান্ত হন তাঁরা ৷

পড়ুন: ভারতীয় জমি থেকে ফসল কেটে নিচ্ছে বাংলাদেশিরা, অভিযোগ মালদার চাষীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.