উপনির্বাচনে 6 আসনে উড়ল সবুজ আবির, জয় নিয়ে কী বার্তা তৃণমূলের জাতীয় মুখপাত্রের
🎬 Watch Now: Feature Video
Published : Nov 23, 2024, 8:33 PM IST
উপনির্বাচনে 6টি আসনে বিরোধীদের ধরাশায়ী করে সবুজ ঝড় বঙ্গে ৷ এই বিপুল জয় থেকে নির্বাচনের ফলে আরজি করের প্রভাব, খোলাখুলি তা নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তৌসিফ রহমান । এ দিন ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যায় তাঁকে ।
তাঁর অভিযোগ, আরজি কর নিয়ে আন্দোলনের সামনের সারিতে থাকা এক মুখ এই প্রচারকে কাজে লাগিয়ে অন্য রাজ্যে বিজ্ঞাপনের মুখ হয়ে উঠেছেন । তিনি বলেন, "আরজি করের ঘটনায় আমরা সবাই লজ্জিত । শুধু আমরা কেন, যেকোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষই লজ্জিত হবেন । তবে সেই ঘটনাটি সামনে রেখে আপনি যদি নির্বাচন জিততে চান সেটা হবে না । এখানেও তাই হয়েছে ।"
তাঁর দাবি, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং সরকারকে টার্গেট করা হয়েছে । একবারও ভেবে দেখেছেন কারা টার্গেট করেছেন ! বাংলার মানুষ ! তা কিন্তু নয় । তাহলে অন্তত এই ফল হতো না । আসলে সরকার এবং পুলিশকে টার্গেট করছিল সিপিএম এবং বিজেপি । পরবর্তীতে দেখা গেল কে বেশি টিআরপি আদায় করতে পারবে তার লড়াই । এরপর যা হওয়ার তাই হয়েছে ।