ছাপ্পা রুখে নির্দল এজেন্টের কলার ধরে বিকাশ বললেন, "গুন্ডামি বরদাস্ত নয়" - loksabha
🎬 Watch Now: Feature Video
বুথে ঢুকে নির্দল প্রার্থীর এজেন্টের ছাপ্পা রুখলেন যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি ফোনে অভিযোগ পেয়ে কৃষ্ণমাটি মাদ্রাসা স্কুলের 139 নম্বর বুথে যান । বুথে ঢুকে বিকাশ দেখেন নির্দল পোলিং এজেন্ট হাসিবুল রহমান ছাপ্পা দেওয়ার চেষ্টা করছেন । তিনি অন্যকে দেখিয়ে দিচ্ছেন, কাকে ভোট দিতে হবে । ক্ষুব্ধ বিকাশ হাসিবুলকে বুথকক্ষ থেকে বের করেন ।