ETV Bharat / state

গরুমারায় পর্যটকদের নববর্ষের উপহার, বাড়ছে জিপসি সাফারির পরিধি - GARUMARA NATIONAL PARK

পর্যটকদের সঙ্গে তাঁদের স্বাচ্ছন্দ্য ও সমস্যা নিয়ে কথা ডিএফও-র ৷ সাফারির পরিধি বাড়লেও, এক থাকছে খরচ ৷

Garumara National Park
গরুমারায় পর্যটকদের নববর্ষের উপহার, বাড়ছে জিপসি সাফারির পরিধি ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 6 minutes ago

জলপাইগুড়ি, 19 ডিসেম্বর: ডিসেম্বর মাসের অর্ধেক সময় পেরিয়ে গিয়েছে ৷ গরুমারার জঙ্গলে এখন পর্যটনের পিক সিজন ৷ জিপসি সাফারিতে হাতি, গণ্ডার, হরিণ ও ময়ূর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন ৷ গরুমারা জাতীয় উদ্যানের সেই মজা আরও বাড়িয়ে তুলতে উদ্যোগী কর্তৃপক্ষ ৷ তারই প্রস্তুতি শুরু করে দিলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বীজপ্রতিম সেন ৷

ডিএফও জানালেন, নতুন বছরের শুরুতে অর্থাৎ, জানুয়ারি মাস থেকেই বাড়ছে গরুমারা জাতীয় উদ্যানের জিপসি সাফারির পরিধি ৷ বর্তমানের 17 কিলোমিটারের সাফারির সঙ্গে আরও 3-4 কিলোমিটারের সাফারি বাড়ানো হচ্ছে ৷ আর তার রুট কী হবে, তাও মোটামুটি ঠিক করে ফেলেছেন তাঁরা ৷

বাড়ছে জিপসি সাফারির পরিধি (ইটিভি ভারত)

ডিএফও দ্বীজপ্রতিম সেন বলেন, "গরুমারা জাতীয় উদ্যানের নতুন রুট খোলার পরিকল্পনা আছে ৷ 3-4 কিলোমিটার জঙ্গলের রাস্তায় অতিরিক্ত জিপসি সাফারি করতে পারবেন পর্যটকরা ৷ এখন গরুমারায় বেড়াতে আসা পর্যটকরা লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে গরুমারা যাত্রাপ্রসাদ ওয়াচ-টাওয়ার পর্যন্ত যেতে পারতেন ৷ এবার যাত্রাপ্রসাদ থেকে আরও 3-4 কিলোমিটার জঙ্গলে জিপসি সাফারি চালু করব ৷ এর জন্য বাড়তি কোনও খরচ করতে হবে না ৷ অন্যদিকে, মূর্তি থেকে চাপড়ামারি যাওয়ার রাস্তা কম থাকায়, আমরা ওই রুটটা আরও বাড়াব ৷"

Garumara National Park
গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের সঙ্গে কথা বললেন ডিএফও ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, বর্তমানে লাটাগুড়ি থেকে গরুমারা জাতীয় উদ্যানের গেট পর্যন্ত 10 কিলোমিটার পথ ৷ আর তারপরে জঙ্গলের ভিতরে আরও 7 কিলোমিটার, সবমিলিয়ে মোট 17 কিলোমিটার জিপসি সাফারি করতে পারেন পর্যটকরা ৷ এবার যাত্রাপ্রসাদ ওয়াচ-টাওয়ার থেকে আরও 3-4 কিলোমিটার ভিতরে পর্যটকরা ঢুকতে পারবেন ৷

তবে, শুধু সাফারির পরিধি বৃদ্ধি করলেই তো হবে না ৷ সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত করা প্রয়োজন ৷ আর তাই ডিএফও দ্বীজপ্রতিম সেন নিজে পর্যটকদের সঙ্গে গরুমারা জাতীয় উদ্যানের জিপসি সাফারি করলেন ৷ পর্যটকদের সুবিধা-অসুবিধা, এমনকি তাঁদের কোনও মতামত থাকলে, তাও জানতে চাইলেন ডিএফও ৷

Garumara National Park
গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের সঙ্গে জিপসি সাফারিতে ডিএফও দ্বীজপ্রতিম সেন ৷ (নিজস্ব ছবি)

তিনি বলেন, "বেড়াতে আসা পর্যটকরা কোনও সমস্যায় পড়েন কি না ৷ তাঁদের আর কী কী সুবিধা প্রয়োজন, তা জানতেই আজ পর্যটকদের সঙ্গে কথা বললাম ৷ গাইডদের আরও ভালো প্রশিক্ষণ দেওয়া হবে ৷ তার জন্য ফান্ড এসে গিয়েছে ৷ পাশাপাশি, পর্যটকরা টাকা খরচ করে ঘুরছেন ৷ তাঁরা সেই খরচে ঘুরে সন্তুষ্ট হচ্ছেন কি না, সেটাও জানার চেষ্টা করলাম ৷"

আর গরুমারায় ঘুরতে আসা পর্যটক ত্রিয়া সাহা বলেন, "স্যর (ডিএফও) বিষয়টা আরও ভালো বলতে পারবেন ৷ আমি শুধু বলব, পুরোটা শুনে বুঝলাম সাফারি অনেক বেশি নিরাপদ ৷ এর পাশাপাশি, স্টাফ ওয়েলফেয়ার এবং ঘোরার খরচটাও অনেকটা কম লাগছে ৷"

আরেক পর্যটক শিবম দাস বলেন, "ছোটবেলায় এসেছিলাম ৷ আবার বহুবছর পর গরুমারা জাতীয় উদ্যানে এলাম ৷ ডিএফও স্যর আমাদের সঙ্গে কথা বললেন ৷ কীভাবে তাঁরা কাজ করেন, তা জানলাম পাশাপাশি পর্যটকদের থেকে যে টাকা বন বিভাগ নেয়, তা কীভাবে খরচ হয় সেটাও জানতে পারলাম ৷ এমনকি অন্যান্য সাফারিতে কোনও ইনস্যুরেন্স থাকে না ৷ গরুমারায় পশুর হামলায় ইনস্যুরেন্সের ব্যবস্থা আছে ৷"

গরুমারা জাতীয় উদ্যান কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, 2025 সালের জানুুয়ারি মাসের শুরু থেকেই জিপসি সাফারির পরিধি বেড়ে যাবে ৷ অর্থাৎ, ইংরেজি নববর্ষে সাফারিতে যাওয়া পর্যটকদের জন্য এটি বাড়তি পাওনা ৷

জলপাইগুড়ি, 19 ডিসেম্বর: ডিসেম্বর মাসের অর্ধেক সময় পেরিয়ে গিয়েছে ৷ গরুমারার জঙ্গলে এখন পর্যটনের পিক সিজন ৷ জিপসি সাফারিতে হাতি, গণ্ডার, হরিণ ও ময়ূর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন ৷ গরুমারা জাতীয় উদ্যানের সেই মজা আরও বাড়িয়ে তুলতে উদ্যোগী কর্তৃপক্ষ ৷ তারই প্রস্তুতি শুরু করে দিলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বীজপ্রতিম সেন ৷

ডিএফও জানালেন, নতুন বছরের শুরুতে অর্থাৎ, জানুয়ারি মাস থেকেই বাড়ছে গরুমারা জাতীয় উদ্যানের জিপসি সাফারির পরিধি ৷ বর্তমানের 17 কিলোমিটারের সাফারির সঙ্গে আরও 3-4 কিলোমিটারের সাফারি বাড়ানো হচ্ছে ৷ আর তার রুট কী হবে, তাও মোটামুটি ঠিক করে ফেলেছেন তাঁরা ৷

বাড়ছে জিপসি সাফারির পরিধি (ইটিভি ভারত)

ডিএফও দ্বীজপ্রতিম সেন বলেন, "গরুমারা জাতীয় উদ্যানের নতুন রুট খোলার পরিকল্পনা আছে ৷ 3-4 কিলোমিটার জঙ্গলের রাস্তায় অতিরিক্ত জিপসি সাফারি করতে পারবেন পর্যটকরা ৷ এখন গরুমারায় বেড়াতে আসা পর্যটকরা লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে গরুমারা যাত্রাপ্রসাদ ওয়াচ-টাওয়ার পর্যন্ত যেতে পারতেন ৷ এবার যাত্রাপ্রসাদ থেকে আরও 3-4 কিলোমিটার জঙ্গলে জিপসি সাফারি চালু করব ৷ এর জন্য বাড়তি কোনও খরচ করতে হবে না ৷ অন্যদিকে, মূর্তি থেকে চাপড়ামারি যাওয়ার রাস্তা কম থাকায়, আমরা ওই রুটটা আরও বাড়াব ৷"

Garumara National Park
গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের সঙ্গে কথা বললেন ডিএফও ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, বর্তমানে লাটাগুড়ি থেকে গরুমারা জাতীয় উদ্যানের গেট পর্যন্ত 10 কিলোমিটার পথ ৷ আর তারপরে জঙ্গলের ভিতরে আরও 7 কিলোমিটার, সবমিলিয়ে মোট 17 কিলোমিটার জিপসি সাফারি করতে পারেন পর্যটকরা ৷ এবার যাত্রাপ্রসাদ ওয়াচ-টাওয়ার থেকে আরও 3-4 কিলোমিটার ভিতরে পর্যটকরা ঢুকতে পারবেন ৷

তবে, শুধু সাফারির পরিধি বৃদ্ধি করলেই তো হবে না ৷ সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত করা প্রয়োজন ৷ আর তাই ডিএফও দ্বীজপ্রতিম সেন নিজে পর্যটকদের সঙ্গে গরুমারা জাতীয় উদ্যানের জিপসি সাফারি করলেন ৷ পর্যটকদের সুবিধা-অসুবিধা, এমনকি তাঁদের কোনও মতামত থাকলে, তাও জানতে চাইলেন ডিএফও ৷

Garumara National Park
গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের সঙ্গে জিপসি সাফারিতে ডিএফও দ্বীজপ্রতিম সেন ৷ (নিজস্ব ছবি)

তিনি বলেন, "বেড়াতে আসা পর্যটকরা কোনও সমস্যায় পড়েন কি না ৷ তাঁদের আর কী কী সুবিধা প্রয়োজন, তা জানতেই আজ পর্যটকদের সঙ্গে কথা বললাম ৷ গাইডদের আরও ভালো প্রশিক্ষণ দেওয়া হবে ৷ তার জন্য ফান্ড এসে গিয়েছে ৷ পাশাপাশি, পর্যটকরা টাকা খরচ করে ঘুরছেন ৷ তাঁরা সেই খরচে ঘুরে সন্তুষ্ট হচ্ছেন কি না, সেটাও জানার চেষ্টা করলাম ৷"

আর গরুমারায় ঘুরতে আসা পর্যটক ত্রিয়া সাহা বলেন, "স্যর (ডিএফও) বিষয়টা আরও ভালো বলতে পারবেন ৷ আমি শুধু বলব, পুরোটা শুনে বুঝলাম সাফারি অনেক বেশি নিরাপদ ৷ এর পাশাপাশি, স্টাফ ওয়েলফেয়ার এবং ঘোরার খরচটাও অনেকটা কম লাগছে ৷"

আরেক পর্যটক শিবম দাস বলেন, "ছোটবেলায় এসেছিলাম ৷ আবার বহুবছর পর গরুমারা জাতীয় উদ্যানে এলাম ৷ ডিএফও স্যর আমাদের সঙ্গে কথা বললেন ৷ কীভাবে তাঁরা কাজ করেন, তা জানলাম পাশাপাশি পর্যটকদের থেকে যে টাকা বন বিভাগ নেয়, তা কীভাবে খরচ হয় সেটাও জানতে পারলাম ৷ এমনকি অন্যান্য সাফারিতে কোনও ইনস্যুরেন্স থাকে না ৷ গরুমারায় পশুর হামলায় ইনস্যুরেন্সের ব্যবস্থা আছে ৷"

গরুমারা জাতীয় উদ্যান কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, 2025 সালের জানুুয়ারি মাসের শুরু থেকেই জিপসি সাফারির পরিধি বেড়ে যাবে ৷ অর্থাৎ, ইংরেজি নববর্ষে সাফারিতে যাওয়া পর্যটকদের জন্য এটি বাড়তি পাওনা ৷

Last Updated : 6 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.