ETV Bharat / state

চিন্ময়কৃষ্ণের মুক্তির জন্য কেন্দ্র কী করছে, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ - KUNAL GHOSH

বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় সুকান্ত মজুমদারেরও সমালোচনা করেছেন কুণাল ঘোষ ৷

KUNAL GHOSH
চিন্ময়কৃষ্ণের মুক্তির জন্য কেন্দ্র কী করছে, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2024, 9:20 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে বিজেপি ভোটের রাজনীতি করছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ ৷ তাঁর বক্তব্য, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর সঙ্গে ভিডিয়ো কল না-করে কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে দরবার করা উচিত বঙ্গ-বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ৷

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই কথা বলেন৷ কুণাল ঘোষের কথায়, ‘‘আসলে ওঁর (চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ) পাশে দাঁড়িয়ে ছবি তুলে কেউ কেউ ভোটের রাজনীতি করছেন ৷ ব্যক্তিগত প্রচারের রাজনীতি করছেন কেউ কেউ ৷’’

তিনি আরও বলেন, ‘‘উনি (রবীন্দ্র ঘোষ) লড়ছেন চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য ৷ এটায় তো কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করতে হবে ৷ কার্তিক মহারাজ পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন ৷ কিন্তু বাংলাদেশে গিয়ে সাহায্য করতে পারবেন না ৷ সুকান্ত মজুমদারকে বাংলাদেশে ছেড়ে দিয়ে এলে একা বাড়ি ফিরতে পারবেন না ৷’’

কুণালের অভিযোগ, ছবি তুলে-পাশে দাঁড়িয়ে আসলে ভোটের রাজনীতি করা হচ্ছে ৷ এটা করা উচিত নয় বলে তিনি মনে করেন ৷ চিন্ময়কৃষ্ণ দাসকে সাহায্য করতে সঠিক কী পদক্ষেপ করা উচিত, সেটাও বলে দিয়েছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘ওঁর দল (বিজেপি), সুকান্তবাবু (মজুমদার)-র দল, উনি কেন্দ্রীয় মন্ত্রী, তারা আঙুল চুষছে কেন ? ওঁকে (রবীন্দ্র ঘোষ) ভিডিয়ো কল করে কী হবে ?’’

পাশাপাশি কুণাল ঘোষ চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসীর দ্রুত মুক্তির দাবিও করেছেন ৷ একই সঙ্গে উল্লেখ করেছেন যে এই নিয়ে ইতিমধ্যে পথে নেমে প্রতিবাদও করেছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু কেন্দ্রের মোদি সরকার কী করছে, সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷

কলকাতা, 19 ডিসেম্বর: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে বিজেপি ভোটের রাজনীতি করছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ ৷ তাঁর বক্তব্য, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর সঙ্গে ভিডিয়ো কল না-করে কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে দরবার করা উচিত বঙ্গ-বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ৷

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই কথা বলেন৷ কুণাল ঘোষের কথায়, ‘‘আসলে ওঁর (চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ) পাশে দাঁড়িয়ে ছবি তুলে কেউ কেউ ভোটের রাজনীতি করছেন ৷ ব্যক্তিগত প্রচারের রাজনীতি করছেন কেউ কেউ ৷’’

তিনি আরও বলেন, ‘‘উনি (রবীন্দ্র ঘোষ) লড়ছেন চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য ৷ এটায় তো কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করতে হবে ৷ কার্তিক মহারাজ পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন ৷ কিন্তু বাংলাদেশে গিয়ে সাহায্য করতে পারবেন না ৷ সুকান্ত মজুমদারকে বাংলাদেশে ছেড়ে দিয়ে এলে একা বাড়ি ফিরতে পারবেন না ৷’’

কুণালের অভিযোগ, ছবি তুলে-পাশে দাঁড়িয়ে আসলে ভোটের রাজনীতি করা হচ্ছে ৷ এটা করা উচিত নয় বলে তিনি মনে করেন ৷ চিন্ময়কৃষ্ণ দাসকে সাহায্য করতে সঠিক কী পদক্ষেপ করা উচিত, সেটাও বলে দিয়েছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘ওঁর দল (বিজেপি), সুকান্তবাবু (মজুমদার)-র দল, উনি কেন্দ্রীয় মন্ত্রী, তারা আঙুল চুষছে কেন ? ওঁকে (রবীন্দ্র ঘোষ) ভিডিয়ো কল করে কী হবে ?’’

পাশাপাশি কুণাল ঘোষ চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসীর দ্রুত মুক্তির দাবিও করেছেন ৷ একই সঙ্গে উল্লেখ করেছেন যে এই নিয়ে ইতিমধ্যে পথে নেমে প্রতিবাদও করেছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু কেন্দ্রের মোদি সরকার কী করছে, সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.