ETV Bharat / state

যুবকের চোখে স্প্রে করে ধারালো অস্ত্রের কোপ, খাস কলকাতায় লুট 1 কোটি - GOONS LOOT ONE CRORE IN KOLKATA

সন্ধ্যায় রাস্তাঘাটে লোকজন চলাচল করছে ৷ তারই মধ্যে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরল দু'জনকে ৷ ধারালো অস্ত্রের কোপে লুট হল এক কোটি ৷

Goons loot one crore in Kolkata
ভর সন্ধ্যায় লুট এক কোটি (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2025, 10:41 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: ভর সন্ধ্যায় এক ব্যক্তির চোখে রাসায়নিক স্প্রে করে তাঁর কাছ থেকে নগদ এক কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল ৷ শনিবার ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানায় এলাকায় ৷

এই ঘটনায় পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "আজ ক্যানেল ইস্ট রোডে এই ঘটনাটি ঘটেছে ৷" জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা ইফতিকার আহমেদ তাঁর বন্ধুর সঙ্গে এক কোটি টাকা নিয়ে ব্যবসার কাজে যাচ্ছিলেন ৷

অভিযোগ, সেই সময় আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁদের সামনে হাজির হয় ছয় থেকে সাত জন দুষ্কৃতী ৷ এরপর তাঁদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায় দুষ্কৃতীরা ৷ তবে ইফতিকার সেই ব্যাগটি দিতে না-চাইলে তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারতে থাকে অভিযুক্তরা ৷ পরে এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হলে অভিযুক্তরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ৷

সূত্রের খবর, ওই ব্যাগে নগদ এক কোটি টাকা ছিল ৷ ঠিক কী ঘটনা ঘটেছে, তা জানার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ পাশাপাশি গোটা ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ৷ এলাকার বাসিন্দারা আতঙ্কিত, এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে ৷ এর আগে স্থানীয়রা পুলিশে একাধিকবার অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ যদিও এই ঘটনায় তদন্তে নেমে তদন্তকারীরা বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে ৷

কলকাতা, 18 জানুয়ারি: ভর সন্ধ্যায় এক ব্যক্তির চোখে রাসায়নিক স্প্রে করে তাঁর কাছ থেকে নগদ এক কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল ৷ শনিবার ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানায় এলাকায় ৷

এই ঘটনায় পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "আজ ক্যানেল ইস্ট রোডে এই ঘটনাটি ঘটেছে ৷" জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা ইফতিকার আহমেদ তাঁর বন্ধুর সঙ্গে এক কোটি টাকা নিয়ে ব্যবসার কাজে যাচ্ছিলেন ৷

অভিযোগ, সেই সময় আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁদের সামনে হাজির হয় ছয় থেকে সাত জন দুষ্কৃতী ৷ এরপর তাঁদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায় দুষ্কৃতীরা ৷ তবে ইফতিকার সেই ব্যাগটি দিতে না-চাইলে তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারতে থাকে অভিযুক্তরা ৷ পরে এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হলে অভিযুক্তরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ৷

সূত্রের খবর, ওই ব্যাগে নগদ এক কোটি টাকা ছিল ৷ ঠিক কী ঘটনা ঘটেছে, তা জানার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ পাশাপাশি গোটা ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ৷ এলাকার বাসিন্দারা আতঙ্কিত, এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে ৷ এর আগে স্থানীয়রা পুলিশে একাধিকবার অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ যদিও এই ঘটনায় তদন্তে নেমে তদন্তকারীরা বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.