আগ্রা, 18 জানুয়ারি: রাস্তায় নাবালিকাকে দেখে পিৎজা খাওয়ানোর কথা বলে ক্যাব চালক ৷ সেই মতো বছর চোদ্দোর নাবালিকা গাড়িতে উঠে পড়ে ৷ ক্যাব চালক সোজা তাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ তারপর আটকে রাখে 3 ঘণ্টা ৷ কাউকে বললে প্রাণে মারারও হুমকি দেয় অভিযুক্ত ক্যাব চালক ৷ পরে নাবালিকাকে বাড়ির কাছে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় ৷
বুধবার ঘটনাটি ঘটেছে আগ্রায় ৷ নাবালিকা বাড়ি ফিরে এসে কাঁদতে শুরু করে ৷ বাড়ির সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন সে 3 ঘণ্টা কোথায় ছিল? প্রথমে ভয় পেয়ে কিছুতেই বলতে না-চাওয়ায় পরে সমস্ত কথা সে বাড়ির লোকেদের জানায় ৷ দেরি না-করে মেয়েটির বাবা-মা তাড়াতাড়ি পুলিশের কাছে যান ৷ স্থানীয় তাজগঞ্জ থানায় পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ৷ নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ অন্যদিকে, পুলিশের আরেক দল ওই হোটেলে পৌঁছয় ৷ জিজ্ঞাসাবাদে বেশকিছু তথ্য পেয়ে অভিযুক্ত সৌরভ সিংয়ের খোঁজ শুরু করে ৷ গতকাল, শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ ৷ হোটেলটিও সিল করে দেওয়া হয় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল 4টে নাগাদ তাজগঞ্জ থানা এলাকার ওই কিশোরী নিখোঁজ হয়। সন্ধের দিকে প্রায় 3 ঘণ্টা পর বাড়িতে পৌঁছয় সে তিনি। বাড়িতে আসার পর তাকে অবস্থা দেখে অবাক হয়ে যান নাবালিকার পরিবাবের সদস্যরা ৷ বারবার জিজ্ঞাসার পর সে সব কথা বাড়িতে খুলে বলে ৷ ওই নাবালিকা পুলিশকে জানায় পিৎজা খাওয়াবে বলে তাকে হোটেলে নিয়ে যায় সৌরভ সিং। সেখানে তাকে 3 ঘণ্টা আটকে রাখে ৷
পুলিশ এও জানিয়েছে, ক্যাব চালক ও তার বোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ সৌরভকে গ্রেফতার করা হয়েছে ৷ তাজগঞ্জ থানার ইনচার্জ ইন্সপেক্টর জসবীর সিং জানান, হোটেলের সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তকে দেখা গিয়েছে। হোটেলে একটি রুম নিয়েছিল ৷ 4টের দিকে রুমে আসে ও সন্ধ্যা 7টার দিকে চেক আউট করে। ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছয় ও নমুনা সংগ্র করে ৷