দিনহাটা, 18 জানুয়ারি: প্রকাশ্যে ঘাসফুলের গোষ্ঠীদ্বন্দ্ব ! তৃণমূলের সভা থেকে নাম না-করে পার্থপ্রতীম রায় ও রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষ করলেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ এই দু'জনকে 'দলছুট হাতি' বলে কটাক্ষ করলেন জগদীশ বসুনিয়া ৷
শনিবার বিকেলে কোচবিহারের দিনহাটার আটিয়াবাড়িতে তৃণমূলের একটি সভা হয় ৷ সেখান থেকে সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "আপনারা যাঁরা নিজেদের সবুজ তৃণমুল বলে দাবি করেন, তাঁরা 2021 সালে বিধানসভা নির্বাচনে ও 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেননি ৷" এদিন নাম না-করে একাংশ নেতাকে কটাক্ষ করে তিনি বলেন, "আপনারা কি দলের ভালো চান না ? নাকি লোকসভা নির্বাচনের মতো আলিপুরদুয়ারের রিসর্টে বসে 50 লক্ষ টাকা ডিল করেছেন, যে কোনও মূল্যে জগদীশ বর্মা বসুনিয়াকে হারাতে হবে ৷"
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "দলছুট হাতি যদি এলাকায় ঢোকে তাহলে এলাকায় সবকিছু ভেঙে দেয়। তাই এরা দলছুট হাতি ৷ এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে ৷" এরপরই বক্তৃতা দিতে গিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ করেন উদয়ন গুহ ৷ সোশাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঘোষের করা পোস্ট 'চোরের মায়ের বড় গলা' নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না ৷ চোরের মায়ের গলাটা শুধু বড় নয়, লম্বাও ৷ কে কী করেছে, সবাই সবটা জানে ৷"
যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের দুই নেতা পার্থপ্রতীম রায় ও রবীন্দ্রনাথ ঘোষের কেউই কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে সোশাল মিডিয়ায় পার্থপ্রতীম রায় পোস্ট করেন, "তোমায় যখন কেউ গালমন্দ করবে, তোমায় তীব্র ভাষায় আক্রমণ করবে তখন তুমি জানবে তোমার চলার পথ সঠিক এবং তুমি ভীষণ প্রাসঙ্গিক ৷ হয় তোমায় তারা ঈর্ষা করছে, না-হয় ভয় পেয়েছে ৷"