কৃষক বনধের মিশ্র প্রভাব হাওড়ায় - ভারত বনধ
🎬 Watch Now: Feature Video
কৃষকদের ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পড়ল হাওড়ায় । প্রথমে সব কিছু স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক জায়গায় রাস্তা অবরোধ শুরু হয় । দাশনগর শানপুর মোড় অবরোধ করা হয় । রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ । ছয় নম্বর জাতীয় সড়কের সলপ মোড়ে রাস্তা আটকে দেওয়া হয় । লিলুয়া ও বালিঘাট এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা । সকাল থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাজার খোলা ছিল । তবে ডোমজুর বাজারের কাছে দোকান খুলতে গেলে জোর করে বন্ধ করে দেয় আন্দোলনকারীরা । পরে পুলিশ এসে দোকান খুলে দেয় । হাওড়ার শানপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বনধ সমর্থনকারীরা ।