চেন্নাই, 19 ডিসেম্বর: গাব্বা টেস্ট শেষ হতেই বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তবে সিরিজের মাঝপথে ফিঙ্গার স্পিনারের অবসর গ্রহণের বিষয়ে চর্চা চলছেই ৷ বৃহস্পতিবার দেশে ফিরে যদিও অশ্বিন জানিয়েছেন, তিনি কোনওরকম আক্ষেপ না-নিয়েই আন্তর্জাতিক স্তরে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ কিন্তু এক প্রথমসারির সংবাদমাধ্যমে ক্রিকেটারের বাবা রবিচন্দ্রন জানান, দিনের পর দিন অপমান না-সইতে পেরে অশ্বিন ক্রিকেটকে বিদায় জানিয়েছে ৷
অশ্বিনের বাবার এই মন্তব্যে শোরগোল পড়ে যায় ক্রিকেটদুনিয়ায় ৷ শেষমেশ বাবার মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিলেন 537টি টেস্ট উইকেটের মালিক ৷ তাঁর বাবার মন্তব্য় নিয়ে পোস্ট হওয়া একটি টুইটের পাল্টা টুইটে অশ্বিন লেখেন, "আমার বাবা সংবাদমাধ্যমের সামনে সাবলীল নয় ৷ আমি কখনও ভাবিনি বাবার মন্তব্যের ব্যাপারে আপনারা এত ভাবিত হবেন ৷ সকলকে অনুরোধ করছি উনাকে ক্ষমা করে দিন এবং একা থাকতে দিন ৷"
My dad isn’t media trained, dey father enna da ithelaam 😂😂.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 19, 2024
I never thought you would follow this rich tradition of “dad statements” .🤣
Request you all to forgive him and leave him alone 🙏 https://t.co/Y1GFEwJsVc
এদিন অশ্বিন দেশে ফেরার পর তাঁর বাবা রবিচন্দ্রন নিউজ 18'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "14-15 বছর বাইশ গজে কাটানোর পর অশ্বিনের আচমকা অবসর আমাদের স্তম্ভিত করেছে ৷ তবে এমনটা হতে পারে সেটাও আশঙ্কা করেছিলাম আমরা ৷ কারণ দিনের পর দিন অপমান সয়ে যাচ্ছিল ও (অশ্বিন) ৷ কতদিন আর সহ্য করা যায় ৷ সম্ভবত সেই কারণে নিজেই কেরিয়ারে ইতি টানল ৷"
এদিকে অশ্বিন এদিন দেশে ফিরে যা বলেন, তা সম্পূর্ণ বিপরীত ৷ চেন্নাই পৌঁছে এদিন সাংবাদিক সম্মেলনে কিংবদন্তি স্পিনার বলেন, "অনেকে আমার অবসরের সিদ্ধান্তে আবেগী হয়ে পড়েছেন ৷ কিন্তু আমি এই সিদ্ধান্তে সন্তুষ্ট এবং আমার হাল্কা লাগছে ৷ বিষয়টা আমার মাথায় ঘুরছিল বেশ কিছুটা সময় ধরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা খুবই তাৎক্ষণিক ৷ চতুর্থদিন আমার মনে হয়েছিল আর পঞ্চমদিন আমি ঘোষণা করেছি ৷"