ETV Bharat / technology

iQOO 12 -এ থাকবে Android OS, 5 বছরের নিরাপত্তা আপডেট - IQOO 12 NEW UPGRADE

iQOO 12 মডেলের জন্য বড় ঘোষণা সংস্থার ৷ নতুন iQOO 12 তে 4 বছরের OS আপডেট এবং 5 বছরের নিরাপত্তা আপডেট থাকবে।

iQOO 12
iQOO 12 (ছবি iQOO)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 7, 2025, 3:58 PM IST

হায়দরাবাদ: চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ব্র্যান্ড iQOO তাদের iQOO 12 মডেলের জন্য সফ্টওয়্যার আপডেট সম্পর্কিত ঘোষণা করেছে ৷ এই মডেলে 4 বছরের FunTouch OS আপডেট এবং 5 বছরের নিরাপত্তার সঙ্গে OS আপডেট আনতে চলেছে । এই আপডেটের ফলে, iQOO 12 ব্যবহারকারীরা এবার 2027 সাল পর্যন্ত সর্বশেষ OS বৈশিষ্ট্য এবং উন্নতির আপডেট পাবেন।

হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি

কোম্পানির তরফে আরও জানিয়েছে, যে তারা 2028 সাল পর্যন্ত বর্ধিত নিরাপত্তার সুবিধা থাকবে নতুন আপডেটে । iQOO 2023 সালের ডিসেম্বরে ভারতে iQOO 12 স্মার্টফোনটি লঞ্চ করেছে । এই ফোনটি Funtouch OS 14-সহ Android 14 অপারেটিং সিস্টমে চলে । চিনা কোম্পানিটি এই ফোনের জন্য 3 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছরের নিরাপত্তা আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। সেটি আজ ঘোষণা করা হয়েছে ৷

ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক বৈশিষ্ট্য প্রদানের চেষ্টা করে iQO । আমরা ব্যবহারকারীদের একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবহারকারীর ফোনকে সুরক্ষিত এবং আপ টু ডেট রাখতে সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। - আইকিউও

নিরাপত্তা ও সফটওয়্যার আপডেট
চিনা কোম্পানি iQOO অ্যান্ড্রয়েড এবং নিরাপত্তা আপডেটের মেয়াদ এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে । আগামিদিনে অ্যান্ড্রয়েড এবং নিরাপত্তা আপডেটের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে । অতএব, ফোনটি এখন 2027 সাল পর্যন্ত 4টি সংস্করণের OS আপারেশন আপডেট এবং 2028 সাল পর্যন্ত 5 বছরের নিরাপত্তা আপডেটের সুবিধা পাবে । কোম্পানিটি কয়েক মাস আগে লঞ্চ হওয়া iQOO 13-এর মতো সুবিধা দিচ্ছে iQOO 12 স্মার্টফোনটিতে । তবে, iQOO 13 মডেলটি অ্যান্ড্রয়েড 15 এবং ফানটাচ ওএস 15 তে চলে, তাই এটি iQOO 12 এর তুলনায় আরও এক বছর অ্যান্ড্রয়েড এবং সুরক্ষা আপডেট পাবে ।

চলতি মাসে লঞ্চ হবে হুয়াওয়ের ট্রাই-ফোল্ড ফোন

হায়দরাবাদ: চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ব্র্যান্ড iQOO তাদের iQOO 12 মডেলের জন্য সফ্টওয়্যার আপডেট সম্পর্কিত ঘোষণা করেছে ৷ এই মডেলে 4 বছরের FunTouch OS আপডেট এবং 5 বছরের নিরাপত্তার সঙ্গে OS আপডেট আনতে চলেছে । এই আপডেটের ফলে, iQOO 12 ব্যবহারকারীরা এবার 2027 সাল পর্যন্ত সর্বশেষ OS বৈশিষ্ট্য এবং উন্নতির আপডেট পাবেন।

হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি

কোম্পানির তরফে আরও জানিয়েছে, যে তারা 2028 সাল পর্যন্ত বর্ধিত নিরাপত্তার সুবিধা থাকবে নতুন আপডেটে । iQOO 2023 সালের ডিসেম্বরে ভারতে iQOO 12 স্মার্টফোনটি লঞ্চ করেছে । এই ফোনটি Funtouch OS 14-সহ Android 14 অপারেটিং সিস্টমে চলে । চিনা কোম্পানিটি এই ফোনের জন্য 3 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছরের নিরাপত্তা আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। সেটি আজ ঘোষণা করা হয়েছে ৷

ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক বৈশিষ্ট্য প্রদানের চেষ্টা করে iQO । আমরা ব্যবহারকারীদের একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবহারকারীর ফোনকে সুরক্ষিত এবং আপ টু ডেট রাখতে সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। - আইকিউও

নিরাপত্তা ও সফটওয়্যার আপডেট
চিনা কোম্পানি iQOO অ্যান্ড্রয়েড এবং নিরাপত্তা আপডেটের মেয়াদ এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে । আগামিদিনে অ্যান্ড্রয়েড এবং নিরাপত্তা আপডেটের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে । অতএব, ফোনটি এখন 2027 সাল পর্যন্ত 4টি সংস্করণের OS আপারেশন আপডেট এবং 2028 সাল পর্যন্ত 5 বছরের নিরাপত্তা আপডেটের সুবিধা পাবে । কোম্পানিটি কয়েক মাস আগে লঞ্চ হওয়া iQOO 13-এর মতো সুবিধা দিচ্ছে iQOO 12 স্মার্টফোনটিতে । তবে, iQOO 13 মডেলটি অ্যান্ড্রয়েড 15 এবং ফানটাচ ওএস 15 তে চলে, তাই এটি iQOO 12 এর তুলনায় আরও এক বছর অ্যান্ড্রয়েড এবং সুরক্ষা আপডেট পাবে ।

চলতি মাসে লঞ্চ হবে হুয়াওয়ের ট্রাই-ফোল্ড ফোন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.