কটক, 12 ফেব্রুয়ারি: একই নামে দু'জন ৷ আর তার জেরেই একজনের পুরস্কার চলে গিয়েছে অন্যজনের কাছে ৷ পদ্মশ্রী পুরস্কার 2023-এর ক্ষেত্রে মঙ্গলবার ওড়িশা হাইকোর্ট একই নামে দুই ব্যক্তিকে নোটিশ জারি করেছে ৷ তাঁদের দাবির সমর্থনে প্রাসঙ্গিক নথিপত্র-সহ আগামী 24 তারিখ আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছে।
মামলাটি অন্তর্যামী মিশ্রের সঙ্গে সম্পর্কিত ৷ যিনি একজন ওড়িয়া ভাষার সাহিত্যিক এবং একজন ডাক্তার ৷ তিনি একটি রিট পিটিশন দায়ের করে হাইকোর্টে অভিযোগ করেন, একই নামের অন্য একজন ব্যক্তি, তিনি একজন সাংবাদিক তাঁর কোনও প্রকাশিত রচনাও নেই ৷ তিনি জালিয়াতি করে ছদ্মবেশে পুরস্কার নিয়েছেন। 2023 সালের পদ্ম পুরস্কার 25 জানুয়ারি ঘোষণা করা হয়েছিল ৷ ওই বছরের 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে সম্মান তুলে দিয়েছিলেন। সেই বছরের 106 জন পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রের তালিকায় অন্তর্যামী মিশ্রের নাম পাওয়া ছিল ৷
আবেদনকারী দাবি করেছেন, তিনি ওড়িয়া এবং অন্যান্য ভারতীয় ভাষায় মোট 29টি বই লিখেছেন ৷ যার জেরে 2023 সালের পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে, তিনি অভিযোগ করেন, সাংবাদিককে ভুল করে এই পুরস্কার দেওয়া হয়েছে ৷ যার কোনও সাহিত্যিক অবদান নেই বলেও তিনি দাবি করেন। শুনানির দিন বিচারপতি এসকে পানিগ্রাহীর সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণে জানান, রাজ্য সরকারের যাচাই প্রক্রিয়া সত্ত্বেও, অভিন্ন নামের কারণে একটি বিভ্রান্তি দেখা দিয়েছে, যা পুরস্কার নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর উদ্বেগের।
আদালত উভয় দাবিদারকেই তাঁদের দাবির প্রমাণের জন্য সমস্ত প্রাসঙ্গিক প্রকাশনা এবং নথি-সহ শারীরিকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। ভারত সরকার-সহ সব পার্টিকেই নোটিশ জারি করা হয়েছে ৷