ETV Bharat / state

অ্যাসিড হামলার ভয় দেখিয়ে কিশোরীকে লাগাতার যৌন হেনস্তা! গ্রেফতার যুবক - SEXUAL HARASSMENT ON MINOR GIRL

দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকার ঘটনা ৷ অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকার আপত্তিকর ছবি-ভিডিয়ো ভাইরালের অভিযোগও উঠেছে ৷

Baruipur PS
অ্যাসিড হামলার ভয় দেখিয়ে কিশোরীকে লাগাতার যৌন হেনস্তা! গ্রেফতার যুবক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2025, 8:23 PM IST

বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 14 ফেব্রুয়ারি: মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকায়৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মেয়েটি নবম শ্রেণির ছাত্রী ৷ বেশ কিছুদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করত অভিযুক্ত যুবক ৷ প্রাণে মারার হুমকি দিত ৷ মেয়েটির মা-বাবাকেও খুনের হুমকি দেওয়া হয় ৷ মেয়েটির উপরও অ্যাসিড হামলা করা হবে বলে হুঁশিয়ারি দেয় ওই যুবক ৷

অভিযোগ, এভাবেই ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ওই যুবক ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিয়ো তুলে রাখে ৷ পরে সেই ভিডিয়ো এবং ছবি দেখিয়ে মেয়েটির উপর একাধিকবার যৌন নির্যাতন চালানো হয় ৷ তার পরও নিস্তার মেলেনি ৷ ওই ছবি এবং ভিডিয়ো ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক ৷

নির্যাতিতা নাবালিকা বলে, ‘‘আমার মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দিত । কাউকে কিছু বললে আমার বাবা-মাকেও মেরে দেবে বলত । ভয়ে এতদিন কিছু বলতে পারিনি ।’’

নির্যাতিতার মা বলেন, ‘‘আমরা স্বামী-স্ত্রী সকাল 7টায় কাজে বেরিয়ে যাই । বাড়িতে তারপর একাই থাকত মেয়ে । তখন ছেলেটি আমাদের বাড়িতে আসত । আমার মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত । ধর্ষণ করত । এতদিন ভয়ে মেয়ে কিছু বলতে পারেনি । ওই ছেলেটি নিজের বন্ধু ও আমাদের আত্মীয়-পরিজনদের মেয়ের নগ্ন ছবিও পাঠায় । তখন মেয়ে সব কথা আমাদের জানায় ।’’

এর পরই বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ আদালত অভিযুক্তকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷

বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 14 ফেব্রুয়ারি: মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকায়৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মেয়েটি নবম শ্রেণির ছাত্রী ৷ বেশ কিছুদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করত অভিযুক্ত যুবক ৷ প্রাণে মারার হুমকি দিত ৷ মেয়েটির মা-বাবাকেও খুনের হুমকি দেওয়া হয় ৷ মেয়েটির উপরও অ্যাসিড হামলা করা হবে বলে হুঁশিয়ারি দেয় ওই যুবক ৷

অভিযোগ, এভাবেই ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ওই যুবক ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিয়ো তুলে রাখে ৷ পরে সেই ভিডিয়ো এবং ছবি দেখিয়ে মেয়েটির উপর একাধিকবার যৌন নির্যাতন চালানো হয় ৷ তার পরও নিস্তার মেলেনি ৷ ওই ছবি এবং ভিডিয়ো ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক ৷

নির্যাতিতা নাবালিকা বলে, ‘‘আমার মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দিত । কাউকে কিছু বললে আমার বাবা-মাকেও মেরে দেবে বলত । ভয়ে এতদিন কিছু বলতে পারিনি ।’’

নির্যাতিতার মা বলেন, ‘‘আমরা স্বামী-স্ত্রী সকাল 7টায় কাজে বেরিয়ে যাই । বাড়িতে তারপর একাই থাকত মেয়ে । তখন ছেলেটি আমাদের বাড়িতে আসত । আমার মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত । ধর্ষণ করত । এতদিন ভয়ে মেয়ে কিছু বলতে পারেনি । ওই ছেলেটি নিজের বন্ধু ও আমাদের আত্মীয়-পরিজনদের মেয়ের নগ্ন ছবিও পাঠায় । তখন মেয়ে সব কথা আমাদের জানায় ।’’

এর পরই বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ আদালত অভিযুক্তকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.