কলকাতা, 14 ফেব্রুয়ারি: মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হলেও ইন্দ্রনীল সেনের অবদান বাংলা গানের দুনিয়ায় কিছু কম নয় । বাংলা সঙ্গীত জগতে তিনি এক উজ্জ্বল অধ্যায়। দিনভর প্রশাসনিক ব্যস্ততার মাধ্য়েও গায়ক ইন্দ্রনীল তার জায়গা থেকে যে এতটুকু সরেননি সেই প্রমাণ মিলল 14 ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমের দিনে। আজ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি গান প্রকাশ পেল । গানটির নাম,'চুপিচুপি তোমাকে দেখি…' 5 মিনিট 30 সেকেন্ডের এই গানটি গেয়েছেন মন্ত্রী স্বয়ং । লিখেছেন অমিত গুপ্ত । গানে সুর দিয়েছেন সৌমিক ।
সাম্প্রতিক সময়ে বারংবার দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর দেওয়া গানে তিনি গলা মিলিয়েছেন । বহু ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গান তাঁর গলায় বিভিন্ন পুজো প্যান্ডেলে বেজেছে । কিন্তু এরপরেও নিজের যে সঙ্গীত সাধনা রয়েছে সেটাও চালিয়ে যাচ্ছেন তিনি । ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁর লেখা গান যথেষ্ট নজর কেড়েছে শ্রোতাদের। গানটি আপলোড করা হয়েছে 17 ঘণ্টা আগে ৷ ইতিমধ্যেই তা প্রায় এক হাজার শ্রোতার কাছে পৌঁছে গিয়েছে ।
জানা গিয়েছে, গানটির ছত্রে ছত্রে রয়েছে নব প্রজন্মের আবেগ ও ভালোবাসার কথা । 8 থেকে 80 খুব সহজেই তাদের জীবনের সঙ্গে গানটিকে মিলিয়ে নিতে পারছেন । বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পরিচিত সরস্বতী পুজোর দিনও এই ইউটিউব চ্যানেলে একটি গান পোস্ট করেছিলেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন । সেই গানটি ছিল প্রেম রাগের । নিজের কণ্ঠে সেদিন তিনি গিয়েছিলেন 'তোমায় গান শোনাব'। তবে আজ কিন্তু আর রবীন্দ্রনাথ নয় নিজের স্বতন্ত্র গান ইউটিউবে আপলোড করলেন শিল্পী ইন্দ্রনীল ।
মন্ত্রী তথা শিল্পী ইন্দ্রনীল সেনের গানের লিংক: https://youtu.be/wST2kLZodBk?si=VxIIWvMlUljq4oq2