কলকাতা, 15 ফেব্রুয়ারি: একধাক্কায় 5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নামলেও কামড় নেই শীতের। বাংলা ক্যালেন্ডারে মাঘ পেরিয়ে ফাল্গুন। বসন্তের শুরুতে পারদের একধাক্কায় পতন নিশ্চিতভাবে শীতবিলাসীদের জন্য আশার খবর। জেনে নিন শনিবারের আবহাওয়া কেমন থাকবে ৷
কিন্তু আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজও পারদ পতন হবে তবে রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। ফলে হালকা শীতের শিরশিরানি থাকলেও তাতে জমিয়ে শীতের আমেজ পাওয়া যাবে না। বদলে গরমের প্রস্তুতি বঙ্গে শুরু হল বলা যায়। কুয়াশার যে দাপট গত কয়েকদিন ধরে দেখা গিয়েছিল। এবার সেটাও কমতে থাকবে। মিলবে পরিষ্কার আকাশ। ইতিমধ্যে বেলায় রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে। এবং এই রোদের তাপের অস্বস্তি বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু'দিনে আবহাওয়ার বিশেষ পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ভোরে কুয়াশা এবং হালকা ঠান্ডার রেশ থাকলেও বেলায় তা মিলবে না। বদলে গরম অনুভূত হবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট থাকতে পারে। বাকি জেলায় মোটের ওপর শুষ্ক আবহাওয়া। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে। আগামী দু'দিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে।
শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 27 শতাংশ। শনিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে।