কলকাতা, 19 ফেব্রুয়ারি: বৃষ্টিস্নাত বসন্ত ! শীত ও গ্রীষ্মের যোগাযোগ রক্ষাকারী ঋতুতে বৃষ্টির দেখা সেভাবে মেলে না। চলতি মরসুমে বিষয়টি একটু আলাদা। শীত বিদায় নিয়েছে। বসন্ত ধরা দিচ্ছে আবহে। তবে অপ্রত্যাশিত বৃষ্টির কারণে বসন্ত এবার বৃষ্টিস্নাত । আজ, বুধবার দিনের আকাশ পরিষ্কার হলেও বেলায় আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ পাশাপাশি দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ তাই আজ বাইরে বেরোলে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। মাঘ পেরিয়ে ফাল্গুনে কেন বৃষ্টির উপস্থিতি ?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে ৷ যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সে টেনে নিচ্ছে ৷ একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমী বায়ু রয়েছে ৷ যা জলীয় বাষ্পকে টেনে দক্ষিণবঙ্গের বাতাসে প্রবেশ করাচ্ছে ৷ ফলস্বরূপ বৃষ্টি।" হাওয়া অফিসের পূর্বাভাস মত আজ, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দুই চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে।
20 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সব জেলা বেশকিছু অংশে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সোমনাথ দত্ত। উত্তরবঙ্গে মালদা, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
21 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাত হতে পারে।
22 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার ফের বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও মালদার কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাত এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
23 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলা দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব কয়টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং তুষারপাতের সম্ভাবনা। অর্থাৎ দার্জিলিংয়ে প্রতিদিনই তুষারপাতের পূর্বাভাস। 24 ফেব্রুয়ারি, সোমবার দক্ষিণবঙ্গে কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4.9 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 51 শতাংশ।