MCI-এর CBME সিলেবাস প্রসারে এগিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ
🎬 Watch Now: Feature Video
MCI গত বছরের অগাস্টে CBME সিলেবাস চালু করে । বলা হয়, মেডিকেল কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের এই সিলেবাসে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । আর তাতেই এগিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল । দেখা যায়, বাঁকুড়া মেডিকেল কলেজেই CBME সিলেবাসে প্রশিক্ষণপ্রাপ্ত অধ্যাপক-অধ্যাপিকার সংখ্যা সব থেকে বেশি । আর তাই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই সিলেবাসের প্রসারে দায়িত্ব দেওয়া হল বাঁকুড়া মেডিকেল কলেজকে ।