হায়দরাবাদ, 3 ডিসেম্বর: হিন্দি সিনেমার অসাধারণ অভিনেতা দেব আনন্দ প্রয়াত হয়েছিলেন আজকের দিনে অর্থাৎ 3 ডিসেমম্বর ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে 13টা বছর ৷ 2011 সালে 88 বছর বয়সে আজকের দিনে লন্ডনের একটি হাসপাতালে মারা যান অভিনেতা।
দেব আনন্দ হিন্দি সিনেমার সেই রত্ন, যিনি সিনেমাপ্রেমীদের কাছে অমর হয়ে আছেন। দেব আনন্দ তাঁর সিনেমার পাশাপাশি সুদর্শন হিরো হিসাবে জনপ্রিয় ছিলেন ৷ অভিনেতাকে বিয়ে করার অপেক্ষায় নাকি মেয়েদের লম্বা সারি ছিল ৷ কিন্তু দেব আনন্দের মন পড়ে গিয়েছিল বলিউডের দুই অভিনেত্রীর ওপর। একই সময়ে, দেব আনন্দও তাঁর অন-স্ক্রিন বোনেরও প্রেমে পড়েছিলেন এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন ৷ কিন্তু হিন্দি সিনেমার শোম্যান রাজ কাপুরের কারণে দেব আনন্দের স্বপ্ন অপূর্ণ থেকে যায়।
দেব আনন্দের ড্রিম গার্ল
অনেকেই হয়তো জানেন দেব আনন্দ প্রথমে ভালোবেসেছিলেন অভিনেত্রী সুরাইয়াকে ৷ কিন্তু সেই প্রেম থেকে যায় অসফল ৷ ফলে প্রেম গড়ায়নি বিয়ে পর্যন্ত ৷ এর পর হিন্দি সিনেমার প্রথম মডেল অভিনেত্রী জিনাত আমানের জন্য দেব আনন্দের হৃদয় কেঁপে ওঠে ৷ 70-এর দশকের অভিনেত্রী জিনাত আমানের প্রতি অনেক তারকারই ক্রাশ ছিল ৷ যাঁদের মধ্যে একজন ছিলেন দেব আনন্দ নিজেই।
দেব আনন্দ যখন তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন তখন জিনাতের বয়স ছিল মাত্র 20 বছর। উল্লেখ্য, 1971 সালে 'হরে রামা হরে কৃষ্ণা' ছবিটি পরিচালনা করেছিলেন দেব আনন্দ। ছবিতে দেব আনন্দের বোনের ভূমিকায় অভিনয় করেন জিনাত। এই চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল মুমতাজের কাছে ৷ কিন্তু তিনি অভিনয়ে অস্বীকার করলে জিনাতের ভাগ্যে সেই শিঁকে ছেড়ে ৷
রাজ কাপুরের জন্য স্বপ্নভঙ্গ দেব আনন্দের
দেব আনন্দ তার আত্মজীবনী 'রোমান্সিং উইথ লাইফ'-এ প্রকাশ করেছিলেন কেন তিনি জিনাত আমানকে বিয়ে করতে পারেননি। দেব আনন্দ তার আত্মজীবনী 'রোমান্সিং উইথ লাইফ'-এ লিখেছেন, "একদিন হঠাৎ করেই আমার মনে হতে লাগল যে আমি জিনাত আমানের প্রেমে পড়ে গিয়েছি ৷ অনেক কিছু বলার ছিল ৷ সেই সময় আমি তাঁর সঙ্গে একটি বিলাসবহুল হোটেলে ডিনার করেছিলাম। মেট্রো সিনেমায় ইশক-বিশক ছবির প্রিমিয়ার হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন অভিনেতাে রাজ কাপুর ৷ সেখানে সকলের সামনে জিনাতকে কিস করে রাজ ৷ সিনেমার জন্য শুভেচ্ছা জানায় ৷ আমি জিনাতকে আমার লিডিং লেডি হিসাবে বিবেচনা করেছিলাম ৷ কিন্তু রাজ কাপুর জিনাতকে কিস করে সকলের সামনে ৷ এই ঘটনায় আমার মনে মনে হিংসে হয়েছিল ৷ এরপর থেকেই জিনাতকে আমি যে চোখে দেখছিলাম সেই অনুভূতি হারিয়ে যায়৷ আমার মন ভেঙে গিয়েছিল ৷ আমি সেখান থেকে চুপচাপ চলে আসি ৷"
কি বলেছিলেন জিনত আমান?
জিনাত আমান বিষয়টি জানতে পেরে এক অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খোলেন ৷ অভিনেত্রী বলেছিলেন, "আমিও সেই মানুষদের মধ্যে একজন যারা দেব সাহেবকে সম্মান করেন ৷ তার কারণেই আমি তারকা হয়েছি ৷ কিন্তু আমি জানতাম না যে তাঁর মনে আমাকে নিয়ে কোনও অনুভূতি রয়েছে ৷ তিনি আমাকে ভালোবাসতেন, আমাকে বিয়ে করতে চয়েছিলেন আমি জানতাম না ৷"
প্রসঙ্গত, দেব আনন্দ 1954 সালে কল্পনা কার্তিককে বিয়ে করেছিলেন। বিবাহিত হওয়ার পরও দেব আনন্দ অভিনেত্রী জিনাত আমানকে বিয়ে করতে চেয়েছিলেন।