ভেলোর, 7 ফেব্রুয়ারি: চার মাসের অন্তঃসত্ত্বা যৌন নির্যাতনে বাধা দিতেই তাকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ৷ তামিলনাড়ুর ওই গর্ভবতী মহিলা ইন্টারসিটি এক্সপ্রেসে কোয়েম্বাটুর থেকে তিরুপতি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাত 9টার দিকে তিনি টয়লেটের জন্য সিট ছেড়ে উঠতেই তাঁকে উত্যক্ত করতে শুরু করে কিছু দুষ্কৃতী ৷ তিনি বাঁচতে চিৎকার করেন ৷ তারপরই তাঁর সঙ্গে ঘটে যায় মর্মান্তিক সেই ঘটনা ৷
স্থানীরা তাঁকে উদ্ধার করে কেভি কুপ্পম হাসপাতালে নিয়ে যান ৷ তাঁর শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় ভেলোরের সরকারি মেডিক্যাল কলেজে তাঁকে রেফার করা হয় ৷ পড়ে গিয়ে ওই গর্ভবতী মহিলার হাত ও পা ভেঙেছে। চোট লেগেছে মাথাতেও। গর্ভবতী হওয়ার কারণে তাঁকে অত্যন্ত গুরুতরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে, বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ পাশারাশি কেভি কুপ্পম পুলিশকে খবর দেওয়া হয় ৷
পুলিশ জানিয়েছে, জোলারপেত্তাই স্টেশন থেকে অভিযুক্তরা মহিলাদের বগিতে ওঠে ৷ মহিলা বাধা দিলে পরিস্থিতি আরও খারাপ হয়। রাগে মহিলাকে লাথি মেরে যুবক চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ ৷ কেভি কুপ্পম পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে এই ঘটনায় তদন্ত শুরু করেছে, জানিয়েছেন, কর্মকর্তারা ৷ আরও প্রমাণ সংগ্রহের জন্য ট্রেন এবং রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি ওই মহিলাকে জিজ্ঞাসা করে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যার নাম হেমরাজ ৷
কাটপাডি রেলওয়ে স্টেশনের পুলিশ তাকে জেরা করছে ৷ তার বিরুদ্ধে এর আগে মোবাইল ফোন চুরি, ট্রেন যাত্রীদের যৌন হয়রানির মতো একাধিক অভিযোগ রয়েছে ৷ এদিকে, ঘটনার তদন্তে নেমে আরপিএফ জানতে পেরেছে, ওই মহিলা বাপের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।