ETV Bharat / sports

সাংবিধানিক সংশোধনী মানতে নারাজ, পাকিস্তানকে সাসপেন্ড ফিফার - FIFA SUSPENDS PAKISTAN

সাসপেনশনের অর্থ হল আন্তর্জাতিক কোনও ম্য়াচ বা প্রতিযোগিতায় আপাতত খেলা হবে না পাকিস্তানের ৷ 2017 থেকে এই নিয়ে তৃতীয়বার সাসপেনশনের মুখে তাঁরা ৷

FIFA SUSPENDS PAKISTAN
পাকিস্তানকে সাসপেন্ড ফিফার (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 7, 2025, 2:57 PM IST

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: পাকিস্তানকে আবারও সাসপেন্ড করল বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা ৷ সেদেশে ফুটবলে উন্নতির স্বার্থে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সংবিধানে কিছু সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছিল ফিফা'র তরফে ৷ কিন্তু পাকিস্তান ফেডারেশন সেই সংশোধনী মানতে অস্বীকার করায় তাঁদের সাসপেন্ড করল ফিফা ৷

শুক্রবার ফিফার তরফে এক ঘোষণায় বলা হয়েছে, "পিএফএফ'কে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে স্বচ্ছ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য সংবিধানে সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছিল ফিফার তরফে ৷ কিন্তু সেই সংশোধনী কার্যকর না-হওয়ায় পিএফএফ'কে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল ফিফার তরফে ৷" সংশোধনী কার্যকর না-হওয়া পর্যন্ত এই সাসপেনশন বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে সেই ঘোষণায় ৷

ফেডারেশেনের অন্তর্কলহ রুখতে 2019 থেকে ফিফা নির্বাচিত একটি কমিটির অধীনে রয়েছে পাকিস্তানের ফুটবল ৷ রীতি মেনে নির্বাচন আয়োজন এবং ফেডারেশনের অন্তর্দ্বন্দ্ব দূর করাই সংশ্লিষ্ট কমিটির কাজ ৷ অথচ সেদেশে স্বাধীনভাবে নিজেদের কাজ করতে ব্যর্থ ফিফার নিয়োগ করা সেই কমিটি ৷ সাসপেনশনের অর্থ হল, সমস্য়া সমাধান না-হওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তান ৷ শনিবারই ফিফার নিয়োগ করা কমিটির চেয়ারম্যান হারুন মালিক ফিফা এবং পিএফএফের মধ্যে সংঘাতের কারণে সাসপেনশনের আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ কয়েকঘণ্টার মধ্যেই ফিফার তরফে চলে এল ঘোষণা ৷

তবে এই প্রথম নয় ৷ 2021 সালের এপ্রিলেও ফেডারেশনে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফা সাসপেন্ড করেছিল পাকিস্তানকে ৷ ফিফার নির্বাচিত কমিটি সেই অব্যবস্থা সামলে নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর 2022 সালের জুনে সাসপেনশন প্রত্যাহার হয় ৷ তিনবছর না-যেতেই ফের ডামাডোল পিএফএফে ৷ ফলশ্রুতি হিসেবে সাসপেনশনের পুনরাবৃত্তি ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: পাকিস্তানকে আবারও সাসপেন্ড করল বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা ৷ সেদেশে ফুটবলে উন্নতির স্বার্থে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সংবিধানে কিছু সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছিল ফিফা'র তরফে ৷ কিন্তু পাকিস্তান ফেডারেশন সেই সংশোধনী মানতে অস্বীকার করায় তাঁদের সাসপেন্ড করল ফিফা ৷

শুক্রবার ফিফার তরফে এক ঘোষণায় বলা হয়েছে, "পিএফএফ'কে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে স্বচ্ছ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য সংবিধানে সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছিল ফিফার তরফে ৷ কিন্তু সেই সংশোধনী কার্যকর না-হওয়ায় পিএফএফ'কে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল ফিফার তরফে ৷" সংশোধনী কার্যকর না-হওয়া পর্যন্ত এই সাসপেনশন বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে সেই ঘোষণায় ৷

ফেডারেশেনের অন্তর্কলহ রুখতে 2019 থেকে ফিফা নির্বাচিত একটি কমিটির অধীনে রয়েছে পাকিস্তানের ফুটবল ৷ রীতি মেনে নির্বাচন আয়োজন এবং ফেডারেশনের অন্তর্দ্বন্দ্ব দূর করাই সংশ্লিষ্ট কমিটির কাজ ৷ অথচ সেদেশে স্বাধীনভাবে নিজেদের কাজ করতে ব্যর্থ ফিফার নিয়োগ করা সেই কমিটি ৷ সাসপেনশনের অর্থ হল, সমস্য়া সমাধান না-হওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তান ৷ শনিবারই ফিফার নিয়োগ করা কমিটির চেয়ারম্যান হারুন মালিক ফিফা এবং পিএফএফের মধ্যে সংঘাতের কারণে সাসপেনশনের আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ কয়েকঘণ্টার মধ্যেই ফিফার তরফে চলে এল ঘোষণা ৷

তবে এই প্রথম নয় ৷ 2021 সালের এপ্রিলেও ফেডারেশনে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফা সাসপেন্ড করেছিল পাকিস্তানকে ৷ ফিফার নির্বাচিত কমিটি সেই অব্যবস্থা সামলে নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর 2022 সালের জুনে সাসপেনশন প্রত্যাহার হয় ৷ তিনবছর না-যেতেই ফের ডামাডোল পিএফএফে ৷ ফলশ্রুতি হিসেবে সাসপেনশনের পুনরাবৃত্তি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.