ঢাকা, 7 ফেব্রুয়ারি: বাংলাদেশের অস্থিরতার মধ্যেই এবার পরপর আটক করা হল সে দেশের দুই নামী অভিনেত্রীকে ৷ জনপ্রিয় লেখক ও পরিচালক প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কিছু সময়ের মধ্যেই, ঢাকা থেকে আরেক অভিনেত্রী সোহানা সাবাকে আটক করল বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা ৷
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক 'দ্য ডেইলি স্টার'কে জানিয়েছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ৷ তবে সংবাসংস্থা এএনআইকে টেলিফোনে তিনি শুধু বলেন, "কিছু তথ্য পাওয়ার পরে, আমরা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি ৷" শাওনকে গ্রেফতার করা হবে কি না তা জানতে চাইলে তিনি জানান, "এখনও কোনও সিদ্ধান্ত নিইনি ।"
প্রখ্যাত অভিনেত্রী, পরিচালক, নৃত্যশিল্পী এবং প্লেব্যাক গায়িকা শাওন বেশকিছুদিন ধরেই ফেসবুকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে আসছেন । ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা-সহ একাধিক বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই তাঁকে আটক করা হয় । 2016 সালের 'কৃষ্ণপক্ষ' ছবিতে সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের গণমাধ্যম শাখার বিবৃতিতে বলা হয়েছে যে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শাওনকে ধানমাণ্ডি থেকে তুলে মিন্টো রোডে ডিবির সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় । জামালপুরে তাঁর গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার কয়েক ঘণ্টা পরই তাঁকে আটক করা হয় । জামালপুর সদর উপজেলার নারুন্দি রেলওয়ে স্টেশনের কাছে সন্ধ্যা 6টা নাগাদ একদল বিক্ষোভকারী শাওনের বাবা মহম্মদ আলির বাড়িতে আগুন ধরিয়ে দেন ।
মহম্মদ আলি গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামালপুর-4 (সদর) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন । শাওনের মা বেগম তহুরা আলি 1996-2001 এবং আবার 2009-2014 সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনে সাংসদ ছিলেন ।
শাওনকে আটকের কিছু সময় পরে রাতেই আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান । তাঁকে উদ্ধৃত করে একথা জানিয়েছে 'দ্য ডেইলি স্টার' ও 'প্রথম আলো' ৷ রাত প্রায় একটা নাগাদ ডিএমপি মিডিয়া সেলের পাঠানো হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে এবিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য দেওয়া ছিল না ৷ তাই কেন বা কোথা থেকে তাঁকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় ।