লখনউ, 12 ফেব্রুয়ারি: প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস ৷ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ বুধবার সকালে উত্তরপ্রদেশের লখনউতে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 85 বছরের মহন্ত ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "পরম রামভক্ত, শ্রীরাম জন্মভূমি মন্দির, শ্রীঅযোধ্যা ধামের পুরোহিত শ্রী সত্যেন্দ্র কুমার দাসজি মহারাজের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখের ৷ এটা আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি ৷ তাঁকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই ৷"
परम रामभक्त, श्री राम जन्मभूमि मंदिर, श्री अयोध्या धाम के मुख्य पुजारी आचार्य श्री सत्येन्द्र कुमार दास जी महाराज का निधन अत्यंत दुःखद एवं आध्यात्मिक जगत की अपूरणीय क्षति है। विनम्र श्रद्धांजलि!
— Yogi Adityanath (@myogiadityanath) February 12, 2025
प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत पुण्यात्मा को अपने श्री चरणों में स्थान दे…
এ মাসের গোড়ার দিকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা দেখা দেয় ৷ তখনই মহন্ত সত্যেন্দ্র দাসকে এসজিপিজিআই-তে ভর্তি করানো হয় ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, "অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ 3 ফেব্রুয়ারি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ৷ সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয় ৷ নিউরোলজি ওয়ার্ড-এর হাই-ডিপেনডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছিল ৷"
VIDEO | As the chief priest of Ram Temple in Ayodhya Acharya Mahant Satendra Das has left for heavenly abode, Ram Temple Trust President Champat Rai says, " the body of satendra das maharaj became silent. he got a brain stroke, he was at pgi hospital in lucknow. his health… pic.twitter.com/b2ntb3MqHh
— Press Trust of India (@PTI_News) February 12, 2025
রাম মন্দির ট্রাস্টের সভাপতি চম্পত রাই বলেন, "সত্যেন্দ্র দাস মহারাজের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ৷ তিনি লখনউতে পিজিআই হাসপাতালে ছিলেন ৷ 48 ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ৷ তিনি হনুমানঘড়ির একজন সাধু ছিলেন ৷ তিনি একজন 'বিরাক্ত' ছিলেন, যিনি শিশুদের সংস্কৃত, ব্যাকরণ পড়াতেন ৷"
রাম মন্দিরের সঙ্গে প্রয়াত মহন্তের সম্পর্ক প্রসঙ্গে সভাপতি বলেন, "তিনি রাম মন্দিরের সেবার করেছেন ৷ 'সাকেতবাসী' হয়েছিলেন ৷ আমি তাঁকে আমার শ্রদ্ধা জানাই ৷ 1992 সালে স্থাপত্য ধ্বংসের ঘটনার পর পুরো জায়গাটা কেন্দ্রীয় সরকারের আওতায় চলে যায় ৷ পরে সেখানে একটি অস্থায়ী শিবির করে পুজো করা হত ৷ কমিশনার সত্যেন্দ্র দাসকে প্রধান পুরোহিত হিসাবে দায়িত্ব দেন ৷ তখন তিনি মাত্র 100 টাকা বেতন নিতেন ৷"
মাত্র কুড়ি বছর বয়সে প্রধান পুরোহিত হন মহন্ত সত্যেন্দ্র দাস ৷ সেই থেকে আমৃত্যু এই পদেই ছিলেন তিনি ৷ এমনকী 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময়েও ৷ মহন্ত সত্যেন্দ্র দাস নির্বাণী আখারার সদস্য ছিলেন ৷ অযোধ্যায় অন্যান্য সাধুদের তুলনায় তিনি সাধারণ মানুষের কাছের ছিলেন ৷ অযোধ্যা ও রাম মন্দিরের বিষয়ে জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা মহন্ত সত্যেন্দ্র দাসের সঙ্গে দেখা করতেন ৷
1992 সালের 6 ডিসেম্বর সকালে বাবরি মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটে ৷ তখন মাত্র ন'মাস হয়েছে প্রধান পুরোহিত হিসাবে কাজে যোগ দিয়েছেন মহন্ত সত্যেন্দ্র দাস ৷ বাবরি কাণ্ডের পরেও তিনি অস্থায়ী শিবিরে রাম লালার মূর্তিকে পুজোর কাজ চালিয়ে যান ৷
অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা মহন্ত সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "তাঁকে সবাই শ্রদ্ধা করতেন ৷ অযোধ্যার আন্দোলন বিষয়ে খুব কম লোকের জ্ঞান আছে ৷ তিনি সেই স্বল্প সংখ্যকদের মধ্যে একজন ৷ আমরা তাঁর মৃত্যুতে শোকতপ্ত ৷"