ETV Bharat / bharat

প্রয়াত অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত - RAM MANDIR HEAD PRIEST PASSES AWAY

বুধবার সকালে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত ৷

Acharya Satyendra Das passes away
অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Feb 12, 2025, 10:09 AM IST

Updated : Feb 12, 2025, 11:49 AM IST

লখনউ, 12 ফেব্রুয়ারি: প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস ৷ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ বুধবার সকালে উত্তরপ্রদেশের লখনউতে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 85 বছরের মহন্ত ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "পরম রামভক্ত, শ্রীরাম জন্মভূমি মন্দির, শ্রীঅযোধ্যা ধামের পুরোহিত শ্রী সত্যেন্দ্র কুমার দাসজি মহারাজের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখের ৷ এটা আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি ৷ তাঁকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই ৷"

এ মাসের গোড়ার দিকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা দেখা দেয় ৷ তখনই মহন্ত সত্যেন্দ্র দাসকে এসজিপিজিআই-তে ভর্তি করানো হয় ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, "অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ 3 ফেব্রুয়ারি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ৷ সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয় ৷ নিউরোলজি ওয়ার্ড-এর হাই-ডিপেনডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছিল ৷"

রাম মন্দির ট্রাস্টের সভাপতি চম্পত রাই বলেন, "সত্যেন্দ্র দাস মহারাজের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ৷ তিনি লখনউতে পিজিআই হাসপাতালে ছিলেন ৷ 48 ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ৷ তিনি হনুমানঘড়ির একজন সাধু ছিলেন ৷ তিনি একজন 'বিরাক্ত' ছিলেন, যিনি শিশুদের সংস্কৃত, ব্যাকরণ পড়াতেন ৷"

রাম মন্দিরের সঙ্গে প্রয়াত মহন্তের সম্পর্ক প্রসঙ্গে সভাপতি বলেন, "তিনি রাম মন্দিরের সেবার করেছেন ৷ 'সাকেতবাসী' হয়েছিলেন ৷ আমি তাঁকে আমার শ্রদ্ধা জানাই ৷ 1992 সালে স্থাপত্য ধ্বংসের ঘটনার পর পুরো জায়গাটা কেন্দ্রীয় সরকারের আওতায় চলে যায় ৷ পরে সেখানে একটি অস্থায়ী শিবির করে পুজো করা হত ৷ কমিশনার সত্যেন্দ্র দাসকে প্রধান পুরোহিত হিসাবে দায়িত্ব দেন ৷ তখন তিনি মাত্র 100 টাকা বেতন নিতেন ৷"

মাত্র কুড়ি বছর বয়সে প্রধান পুরোহিত হন মহন্ত সত্যেন্দ্র দাস ৷ সেই থেকে আমৃত্যু এই পদেই ছিলেন তিনি ৷ এমনকী 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময়েও ৷ মহন্ত সত্যেন্দ্র দাস নির্বাণী আখারার সদস্য ছিলেন ৷ অযোধ্যায় অন্যান্য সাধুদের তুলনায় তিনি সাধারণ মানুষের কাছের ছিলেন ৷ অযোধ্যা ও রাম মন্দিরের বিষয়ে জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা মহন্ত সত্যেন্দ্র দাসের সঙ্গে দেখা করতেন ৷

1992 সালের 6 ডিসেম্বর সকালে বাবরি মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটে ৷ তখন মাত্র ন'মাস হয়েছে প্রধান পুরোহিত হিসাবে কাজে যোগ দিয়েছেন মহন্ত সত্যেন্দ্র দাস ৷ বাবরি কাণ্ডের পরেও তিনি অস্থায়ী শিবিরে রাম লালার মূর্তিকে পুজোর কাজ চালিয়ে যান ৷

অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা মহন্ত সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "তাঁকে সবাই শ্রদ্ধা করতেন ৷ অযোধ্যার আন্দোলন বিষয়ে খুব কম লোকের জ্ঞান আছে ৷ তিনি সেই স্বল্প সংখ্যকদের মধ্যে একজন ৷ আমরা তাঁর মৃত্যুতে শোকতপ্ত ৷"

লখনউ, 12 ফেব্রুয়ারি: প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস ৷ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ বুধবার সকালে উত্তরপ্রদেশের লখনউতে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 85 বছরের মহন্ত ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "পরম রামভক্ত, শ্রীরাম জন্মভূমি মন্দির, শ্রীঅযোধ্যা ধামের পুরোহিত শ্রী সত্যেন্দ্র কুমার দাসজি মহারাজের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখের ৷ এটা আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি ৷ তাঁকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই ৷"

এ মাসের গোড়ার দিকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা দেখা দেয় ৷ তখনই মহন্ত সত্যেন্দ্র দাসকে এসজিপিজিআই-তে ভর্তি করানো হয় ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, "অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ 3 ফেব্রুয়ারি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ৷ সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয় ৷ নিউরোলজি ওয়ার্ড-এর হাই-ডিপেনডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছিল ৷"

রাম মন্দির ট্রাস্টের সভাপতি চম্পত রাই বলেন, "সত্যেন্দ্র দাস মহারাজের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ৷ তিনি লখনউতে পিজিআই হাসপাতালে ছিলেন ৷ 48 ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ৷ তিনি হনুমানঘড়ির একজন সাধু ছিলেন ৷ তিনি একজন 'বিরাক্ত' ছিলেন, যিনি শিশুদের সংস্কৃত, ব্যাকরণ পড়াতেন ৷"

রাম মন্দিরের সঙ্গে প্রয়াত মহন্তের সম্পর্ক প্রসঙ্গে সভাপতি বলেন, "তিনি রাম মন্দিরের সেবার করেছেন ৷ 'সাকেতবাসী' হয়েছিলেন ৷ আমি তাঁকে আমার শ্রদ্ধা জানাই ৷ 1992 সালে স্থাপত্য ধ্বংসের ঘটনার পর পুরো জায়গাটা কেন্দ্রীয় সরকারের আওতায় চলে যায় ৷ পরে সেখানে একটি অস্থায়ী শিবির করে পুজো করা হত ৷ কমিশনার সত্যেন্দ্র দাসকে প্রধান পুরোহিত হিসাবে দায়িত্ব দেন ৷ তখন তিনি মাত্র 100 টাকা বেতন নিতেন ৷"

মাত্র কুড়ি বছর বয়সে প্রধান পুরোহিত হন মহন্ত সত্যেন্দ্র দাস ৷ সেই থেকে আমৃত্যু এই পদেই ছিলেন তিনি ৷ এমনকী 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময়েও ৷ মহন্ত সত্যেন্দ্র দাস নির্বাণী আখারার সদস্য ছিলেন ৷ অযোধ্যায় অন্যান্য সাধুদের তুলনায় তিনি সাধারণ মানুষের কাছের ছিলেন ৷ অযোধ্যা ও রাম মন্দিরের বিষয়ে জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা মহন্ত সত্যেন্দ্র দাসের সঙ্গে দেখা করতেন ৷

1992 সালের 6 ডিসেম্বর সকালে বাবরি মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটে ৷ তখন মাত্র ন'মাস হয়েছে প্রধান পুরোহিত হিসাবে কাজে যোগ দিয়েছেন মহন্ত সত্যেন্দ্র দাস ৷ বাবরি কাণ্ডের পরেও তিনি অস্থায়ী শিবিরে রাম লালার মূর্তিকে পুজোর কাজ চালিয়ে যান ৷

অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা মহন্ত সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "তাঁকে সবাই শ্রদ্ধা করতেন ৷ অযোধ্যার আন্দোলন বিষয়ে খুব কম লোকের জ্ঞান আছে ৷ তিনি সেই স্বল্প সংখ্যকদের মধ্যে একজন ৷ আমরা তাঁর মৃত্যুতে শোকতপ্ত ৷"

Last Updated : Feb 12, 2025, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.