প্যারিস, 12 ফেব্রুয়ারি: এটাই ভারতে বিনিয়োগের আদর্শ সময়! ফরাসি কোম্পানিগুলিকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্যারিসে 14তম ভারত-ফ্রান্স সিইও ফোরামে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, "আপনাদের সবাইকে বলি, এটাই ভারতে আসার একেবারে সঠিক সময় ৷ প্রত্যেকের উন্নতি জড়িয়ে আছে ভারতের উন্নতিতে ৷"
এর উদাহরণ হিসাবে তিনি ভারতে বিমান যোগাযোগ ক্ষেত্রের কথা উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "বিমান যোগাযোগ ক্ষেত্রে এর উদাহরণ দেখতে পাওয়া যাবে ৷ ভারতীয় কোম্পানিগুলি বিমানের জন্য অনেক অর্ডার দিচ্ছে ৷ আর এখন আমরা 120টি নতুন বিমানবন্দর তৈরি করতে চলেছি ৷ তাই আপনারা আপনাদের ভবিষ্যতের সম্ভাবনার বিষয়টি আন্দাজ করতে পারেন ৷"
Highlights from the programmes in Paris yesterday, including the AI Action Summit, India-France CEO Forum and various meetings… pic.twitter.com/O4qcGWL15z
— Narendra Modi (@narendramodi) February 12, 2025
তিনি উল্লেখ করেন, "ভারত ও ফ্রান্স শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারাই যুক্ত নয় ৷ আমাদের বন্ধুত্বের ভিত্তি একে অপরের প্রতি গভীর বিশ্বাস, উদ্ভাবন এবং জনকল্যাণ ৷ আমাদের অংশীদারিত্ব শুধুমাত্র দু'টি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় ৷ বিশ্বের নানা সমস্যা, চ্যালেঞ্জগুলির মোকাবিলায় আমরা একে অপরের সহযোগিতা করছি ৷ আমি শেষ বার যখন এখানে এসেছিলাম, তখনই আমাদের অংশীদারিত্ব বিষয়ে 2047 সালের রোডম্যাপের কথা উল্লেখ করেছিলাম ৷"
এরোস্পেস, বন্দর, প্রতিরক্ষা, ইলেক্ট্রনিক্স, ডেয়ারি, রাসায়নিক এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রগুলিতে ভারত-ফ্রান্স সহযোগিতায় কাজ হচ্ছে, জানান প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, "আপনারা সবাই জানেন, গত দশকে ভারতে অনেক কিছু পরিবর্তন হয়েছে ৷ আমরা একটা স্থিতিশীল নীতি প্রণয়ন করেছি ৷ সংস্কার, পারফর্ম এবং রূপান্তরের পথ ধরে আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উঠে এসেছে ৷ বিশ্বে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনৈতিক দেশগুলির মধ্যে ভারত অন্যতম ৷"
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠবে, বক্তৃতায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি ভারতের দক্ষ এবং উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তরুণদের কথাও বলেন বিশ্বের দরবারে ৷