ETV Bharat / state

মেডিক্যাল কাউন্সিল থেকে অবস্থান উঠল ডাক্তারদের, বুধে শিয়ালদা আদালতে জমায়েত

মঙ্গলবার স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধি দল

DOCTORS CALL OFF AGITATION
মেডিক্যাল কাউন্সিল থেকে অবস্থান উঠল ডাক্তারদের, বুধে শিয়ালদা আদালতে জমায়েত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 16 hours ago

কলকাতা, 3 ডিসেম্বর: প্রায় 30 ঘণ্টা পর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে অবস্থান উঠল চিকিৎসকদের । তবে অবস্থান উঠলেও আন্দোলন থামেনি । বুধবার দুপুর 3টের সময় শিয়ালদা আদালত চত্বরে মহা-জমায়েতের ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ।

সেখানে তারা সমাজের সবস্তরের মানুষকে আসার অনুরোধ জানিয়েছেন । কারণ, শিয়ালদা কোর্টেই চলছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার বিচার ।

মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে প্রতিনিধি দল যান স্বাস্থ্যভবনে । সেখানে গিয়ে তাঁরা স্বাস্থ্যসচিবের দেখা পাননি । তবে অন্য এক আধিকারিকের সঙ্গে তাঁরা কথা বলেন । জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্বাস্থ্যসচিবের দেখা না পেলেও আমরা অন্য আধিকারিকের সঙ্গে দেখা করেছি, অভিযোগ জানিয়েছি । তিনি সবকিছু শুনেছেন, নোট করে নিয়েছেন, বলেছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে । তবে আমরা এই আশ্বাসে থেমে যাচ্ছি না । আমরা যেমন রাজপথে ছিলাম, তেমনই রাজপথে থাকব । তবে আমাদের অবস্থান আজ আমরা তুলে নিচ্ছি ।’’

তবে এই অবস্থান ওঠার আগে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্যরা অভয়া মঞ্চের বক্তব্য জানতে চান । সেখানে অভয়া মঞ্চ এই অবস্থান তুলে নেওয়ার পক্ষেই মত প্রকাশ করে । তারপরেই মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে তাদের অবস্থান উঠে যায় । যেখানে তাঁরা অবস্থান করছিলেন, সেই জায়গাও পরিষ্কার করে দেন চিকিৎসকরা ।

প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল সোমবার ও মঙ্গলবার বৈঠক করে । সোমবার বৈঠকের সময় দুপুরে থাকলেও তা হয় সকাল 10টায় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভীক দে । তবে মঙ্গলবারের বৈঠকে তিনি ছিলেন না । সেখানেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারী চিকিৎসকরা । তাঁদের প্রশ্ন, যেখানে স্বাস্থ্যভবন অভীক দে’র সাসপেনশন ফিরিয়ে দেয়নি । ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কীভাবে তাঁকে নির্দোষ বলছেন ?

উল্লেখ্য, অভীক দে এসএসকেএম এর পড়ুয়া চিকিৎসক ৷ তার পরও আরজি কর ধর্ষণ-খুনের ঘটনার পরদিন সেখানে তাঁকে দেখা গিয়েছিল ৷ পরে ঘটনাস্থলের যে ছবি প্রকাশ করা হয়, সেখানে অভীক দে’র উপস্থিতি দেখা যায় ৷ কেন তিনি সেখানে গিয়েছিলেন, সেই প্রশ্ন ওঠে ৷ তাছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে ৷ তাঁকে স্বাস্থ্যভবন ও আইএমএ সাসপেন্ড করা হয় ৷ এসএসকেএম-এও তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷

তার পরও কীভাবে মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে তাঁকে ডাকা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সরকারি চিকিৎসকদের একাংশ ৷ যদিও সোমবার এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি চিকিৎসক সুদীপ্ত রায় বলেন, "অভীক দে-কে আমরা বারণ করেছিলাম কাউন্সিলের কাজে নিযুক্ত থাকতে । কারণ, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল । তবে এই অভীক দে নির্বাচিত একজন সদস্য । এমনকি তিনি আমাদের জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই । সিবিআই-এর চার্জশিটেও তাঁর নাম নেই । তাই তিনি আজ বৈঠকে যোগ দিয়েছেন ।"

কলকাতা, 3 ডিসেম্বর: প্রায় 30 ঘণ্টা পর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে অবস্থান উঠল চিকিৎসকদের । তবে অবস্থান উঠলেও আন্দোলন থামেনি । বুধবার দুপুর 3টের সময় শিয়ালদা আদালত চত্বরে মহা-জমায়েতের ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ।

সেখানে তারা সমাজের সবস্তরের মানুষকে আসার অনুরোধ জানিয়েছেন । কারণ, শিয়ালদা কোর্টেই চলছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার বিচার ।

মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে প্রতিনিধি দল যান স্বাস্থ্যভবনে । সেখানে গিয়ে তাঁরা স্বাস্থ্যসচিবের দেখা পাননি । তবে অন্য এক আধিকারিকের সঙ্গে তাঁরা কথা বলেন । জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্বাস্থ্যসচিবের দেখা না পেলেও আমরা অন্য আধিকারিকের সঙ্গে দেখা করেছি, অভিযোগ জানিয়েছি । তিনি সবকিছু শুনেছেন, নোট করে নিয়েছেন, বলেছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে । তবে আমরা এই আশ্বাসে থেমে যাচ্ছি না । আমরা যেমন রাজপথে ছিলাম, তেমনই রাজপথে থাকব । তবে আমাদের অবস্থান আজ আমরা তুলে নিচ্ছি ।’’

তবে এই অবস্থান ওঠার আগে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্যরা অভয়া মঞ্চের বক্তব্য জানতে চান । সেখানে অভয়া মঞ্চ এই অবস্থান তুলে নেওয়ার পক্ষেই মত প্রকাশ করে । তারপরেই মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে তাদের অবস্থান উঠে যায় । যেখানে তাঁরা অবস্থান করছিলেন, সেই জায়গাও পরিষ্কার করে দেন চিকিৎসকরা ।

প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল সোমবার ও মঙ্গলবার বৈঠক করে । সোমবার বৈঠকের সময় দুপুরে থাকলেও তা হয় সকাল 10টায় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভীক দে । তবে মঙ্গলবারের বৈঠকে তিনি ছিলেন না । সেখানেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারী চিকিৎসকরা । তাঁদের প্রশ্ন, যেখানে স্বাস্থ্যভবন অভীক দে’র সাসপেনশন ফিরিয়ে দেয়নি । ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কীভাবে তাঁকে নির্দোষ বলছেন ?

উল্লেখ্য, অভীক দে এসএসকেএম এর পড়ুয়া চিকিৎসক ৷ তার পরও আরজি কর ধর্ষণ-খুনের ঘটনার পরদিন সেখানে তাঁকে দেখা গিয়েছিল ৷ পরে ঘটনাস্থলের যে ছবি প্রকাশ করা হয়, সেখানে অভীক দে’র উপস্থিতি দেখা যায় ৷ কেন তিনি সেখানে গিয়েছিলেন, সেই প্রশ্ন ওঠে ৷ তাছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে ৷ তাঁকে স্বাস্থ্যভবন ও আইএমএ সাসপেন্ড করা হয় ৷ এসএসকেএম-এও তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷

তার পরও কীভাবে মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে তাঁকে ডাকা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সরকারি চিকিৎসকদের একাংশ ৷ যদিও সোমবার এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি চিকিৎসক সুদীপ্ত রায় বলেন, "অভীক দে-কে আমরা বারণ করেছিলাম কাউন্সিলের কাজে নিযুক্ত থাকতে । কারণ, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল । তবে এই অভীক দে নির্বাচিত একজন সদস্য । এমনকি তিনি আমাদের জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই । সিবিআই-এর চার্জশিটেও তাঁর নাম নেই । তাই তিনি আজ বৈঠকে যোগ দিয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.