আলিপুরদুয়ার, 10 জানুয়ারি: এবার থেকে দ্রুত গতিতে বাস চালালেই বিপদে পড়বেন চালকরা । কারণ তাঁরা অনিয়ন্ত্রিত গতিতে বাস চালাচ্ছেন কিনা তা ধরিয়ে দেবে অ্যাপ । এর মাধ্যমেই চালকদের উপর নজরদারি চালাবে পরিবহণ দফতর । কলকাতার বুকে প্রথমে অ্যাপটি চালু করা হবে ।তারপর সারা রাজ্যজুড়েই এই অ্যাপ কাজ করবে । আলিপুরদুয়ারে পাঁচ জেলার বৈঠকে এসে শুক্রবার এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।
দুর্ঘটনা এড়াতে একটি বিশেষ অ্যাপ আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর । ওই অ্যাপের মাধ্যমে গাড়ি চালকদের উপর সরাসরি নজরদারি করবে সংশ্লিষ্ট দফতর । শুক্রবার আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের পাঁচ জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের পরিবহণ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে যোগ দিতে এসে ওই কথা ঘোষণা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।
এই বিষয়ে স্নেহাশিস চক্রবর্তী বলেন, "2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্প চালু করার পর থেকে রাজ্যে পথ দুর্ঘটনা অনেকটাই কমেছে । গোটা দেশে আমাদের রাজ্য 11তম স্থানে রয়েছে । তবে পথ দুর্ঘটনাকে প্রায় শূন্যে নামিয়ে আনার জন্য সরকারি ও বেসরকারি পরিবহণের সঙ্গে জড়িত চালকদের উপর সরাসরি নজরদারি ও নিয়ন্ত্রণ রাখতে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে । ওই অ্যাপ তৈরির কাজ শেষ হয়ে গেলেই তা লাগু করবে পরিবহণ দফতর ।"
মন্ত্রী আরও বলেন, "আমরা স্পিড ম্যানেজমেন্ট পলিসি আমরা লাগু করেছি । রাজ্য সরকার গতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনায় মৃত্যুর
সংখ্যা কমাবে । এদিন পাঁচ জেলার পরিবহণ দফতরের আধিকারিক অতিরিক্ত জেলাশাসক ও পুলিশ প্রশাসনের কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন ।"