ETV Bharat / entertainment

ফেডারেশনের 'দাদাগিরি'! আইনি পথে 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া' - TOLLYWOOD DIRECTORS ON FEDERATION

ফেডারেশনের সঙ্গে কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় পরিচালকদের, সাংবাদিক সম্মলনে ফের সরব ডিরেক্টর্স গিল্ড ৷

Etv Bharat
আইনি পথে 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 3, 2024, 7:57 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: ফেডারেশনের একগুচ্ছ অনৈতিক কার্যকলাপ সামনে রেখে এবার আইনি পথে 'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া'। মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই খবর প্রকাশ্যে আনলেন পরিচালকেরা।

পরিচালকদের মতে, ফেডারেশনের পনেরোটি অসাংবিধানিক এবং অনৈতিক কার্যকলাপ সম্বন্ধে বলেন, সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুব্রত সেন, ইন্দ্রনীল রায়চৌধুরী, জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হাজির ছিলেন আরও বহু চলচ্চিত্র পরিচালক।

আইনি পথে 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া' (ইটিভি ভারত)

'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া'-র প্রেসিডেন্ট সুব্রত সেন বলেন, "ফেডারেশনের কিছু সংবিধান বহির্ভূত কার্যকলাপ আমাদের টেকনিশিয়ানদের উপর ফতোয়া হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন ধরে। এগুলো বন্ধ হোক। সরকার ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট পলিসির ব্যাপারে একটা কিছু পলিসির ব্যবস্থা নিক। না হলে দিন দিন সিনেমা এবং সিরিয়ালের সংখ্যা কমবে। আমরা দিল্লির আইনজীবী গোষ্ঠীর সঙ্গে কথা বলে কম্পিটিশন কমিশন্স অফ ইন্ডিয়ার কাছে একটি কেস ফাইল করেছি। সমস্ত কাগজপত্র আজ কলকাতা থেকে দিল্লিতে চলে গেছে। খুব শীঘ্রই কম্পিটিশন কমিশন্স অফ ইন্ডিয়ার কাছে এই কেসটি দায়ের হয়ে যাবে।"

ফেডারেশনের কিছু বক্তব্য ও কার্যকলাপকে অসাংবিধানিক বলে মনে করে 'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া'। যেমন-
1) 'গুপি শুটিং' বলে কিছু হতে পারে না। যে কোনও পরিচালক ও প্রযোজক তাঁর পছন্দমতো লোক নিয়ে কাজ করাতে পারেন। বাধা দিলে তিনিই অনৈতিক কাজ করছেন বলে বিবেচিত হবেন।
2) কেউ গিল্ডের সদস্য না হলে সে নাকি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না।
3) প্র‍য়োজনের বেশি লোক নিয়ে কাজ করতে হবে।
4) বিদেশে গিয়ে শুটিং করলেও এখান থেকে 25 জন টেকনিশিয়ানকে নিয়ে যেতে হবে।
5) ওয়েব সিরিজের ক্ষেত্রেও শুটিংয়ের সময়সীমা 14 ঘণ্টা করে দেওয়া হয়েছে ধারাবাহিকের মতো।

এরকমই আরও বহু সংবিধান বহির্ভূত কার্যকলাপ ফেডারেশন করে চলেছে বলে দাবি 'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া'র। বক্তব্য, টানা তিন মাস সুরাহার অপেক্ষা করা হয়েছে। কিন্তু কোনও কিনারা মেলেনি। তাই অবশেষে আইনি পথেই পরিচালকরা ।

কলকাতা, 3 ডিসেম্বর: ফেডারেশনের একগুচ্ছ অনৈতিক কার্যকলাপ সামনে রেখে এবার আইনি পথে 'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া'। মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই খবর প্রকাশ্যে আনলেন পরিচালকেরা।

পরিচালকদের মতে, ফেডারেশনের পনেরোটি অসাংবিধানিক এবং অনৈতিক কার্যকলাপ সম্বন্ধে বলেন, সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুব্রত সেন, ইন্দ্রনীল রায়চৌধুরী, জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হাজির ছিলেন আরও বহু চলচ্চিত্র পরিচালক।

আইনি পথে 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া' (ইটিভি ভারত)

'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া'-র প্রেসিডেন্ট সুব্রত সেন বলেন, "ফেডারেশনের কিছু সংবিধান বহির্ভূত কার্যকলাপ আমাদের টেকনিশিয়ানদের উপর ফতোয়া হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন ধরে। এগুলো বন্ধ হোক। সরকার ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট পলিসির ব্যাপারে একটা কিছু পলিসির ব্যবস্থা নিক। না হলে দিন দিন সিনেমা এবং সিরিয়ালের সংখ্যা কমবে। আমরা দিল্লির আইনজীবী গোষ্ঠীর সঙ্গে কথা বলে কম্পিটিশন কমিশন্স অফ ইন্ডিয়ার কাছে একটি কেস ফাইল করেছি। সমস্ত কাগজপত্র আজ কলকাতা থেকে দিল্লিতে চলে গেছে। খুব শীঘ্রই কম্পিটিশন কমিশন্স অফ ইন্ডিয়ার কাছে এই কেসটি দায়ের হয়ে যাবে।"

ফেডারেশনের কিছু বক্তব্য ও কার্যকলাপকে অসাংবিধানিক বলে মনে করে 'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া'। যেমন-
1) 'গুপি শুটিং' বলে কিছু হতে পারে না। যে কোনও পরিচালক ও প্রযোজক তাঁর পছন্দমতো লোক নিয়ে কাজ করাতে পারেন। বাধা দিলে তিনিই অনৈতিক কাজ করছেন বলে বিবেচিত হবেন।
2) কেউ গিল্ডের সদস্য না হলে সে নাকি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না।
3) প্র‍য়োজনের বেশি লোক নিয়ে কাজ করতে হবে।
4) বিদেশে গিয়ে শুটিং করলেও এখান থেকে 25 জন টেকনিশিয়ানকে নিয়ে যেতে হবে।
5) ওয়েব সিরিজের ক্ষেত্রেও শুটিংয়ের সময়সীমা 14 ঘণ্টা করে দেওয়া হয়েছে ধারাবাহিকের মতো।

এরকমই আরও বহু সংবিধান বহির্ভূত কার্যকলাপ ফেডারেশন করে চলেছে বলে দাবি 'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া'র। বক্তব্য, টানা তিন মাস সুরাহার অপেক্ষা করা হয়েছে। কিন্তু কোনও কিনারা মেলেনি। তাই অবশেষে আইনি পথেই পরিচালকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.