ETV Bharat / bharat

রামোজি ফিল্ম সিটিতে উইন্টার ফেস্ট নিয়ে উন্মাদনা তুঙ্গে, বিশেষ প্যাকেজ পর্যটকদের জন্য - রামোজি ফিল্ম সিটি

Ramoji Winter Fest: রামোজি ফিল্ম সিটিতে উইন্টার ফেস্ট শুরু হওয়ার পর থেকেই তা নিয়ে উন্মাদনা তুঙ্গে ৷ পর্যটকদের জন্য রাখা হয়েছে বিশেষ প্যাকেজ ৷

Ramoji Winter Fest
রামোজি ফিল্ম সিটিতে উইন্টার ফেস্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 10:33 AM IST

হায়দরাবাদ, 17 ডিসেম্বর: রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়ে গিয়েছে শীতকালীন উৎসব উদযাপন ৷ ইতিমধ্যেই প্রচুর পর্যটকরা সেখানে ভিড় জমাতে শুরু করেছেন ৷ শুক্রবার থেকে শুরু হয়েছে রামোজি উইন্টার ফেস্ট ৷ শনিবার ফিল্মসিটিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় । সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত পর্যটকরা ফিল্মসিটি পরিদর্শন করেন এবং বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করেন ।

কার্নিভাল প্যারেড এবং সান্ধ্যকালীন বৈদ্যুতিক আলোয় ঝলমল করে ওঠে ফিল্ম সিটির সৌন্দর্য । ভারতীয় সিনেমার 110তম বার্ষিকীর থিমে তৈরি বিশেষ নৃত্য পরিবেশনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন পর্যটকরা ৷ সুন্দর বাগান, মুভি সেট, বাচ্চাদের জন্য রাইডস, ইউরেকা শপিং, স্টান্ট শো...এমনই নানা পসরায় ফিল্ম সিটিতে ভ্রমণের সঙ্গে সঙ্গে পর্যটকরা মধুর স্মৃতি তৈরি করতে সক্ষম হয়েছেন ।

Ramoji Winter Fest
উইন্টার ফেস্ট নিয়ে উন্মাদনা

রামোজি উইন্টার ফেস্ট হল একটি মজাদার কার্নিভাল প্যারেড যা পর্যটকদের আনন্দে উদ্বেলিত করে ৷ জমকালো ফিল্মসিটি রুটে একটি কার্নিভাল প্যারেডে প্রবেশ করলে নিজেকে একজন রাজা বলে মনে হবে...আকর্ষণীয় দর্শনস্থান, শিল্পীদের পারফরম্যান্স, স্টিল্ট ওয়াকার, জাগলারদের কেরামতি এবং মোবাইল ডিজে বিট আনন্দের রেশ আরও বাড়িয়ে দেবে ৷ শীতের সন্ধ্যায়, পর্যটকরা বিশেষ উদযাপনের সঙ্গে লাইভ ডিজে পারফরম্যান্সের মধ্যে একটি দুর্দান্ত ভোজ উপভোগ করে।

Ramoji Winter Fest
উইন্টার ফেস্টে বিশেষ অনুষ্ঠান

আপনিও রামোজি উইন্টার ফেস্ট উদযাপনে অংশগ্রহণ করতে পারেন ৷ এই উৎসব সামনের বছর 28 জানুয়ারি পর্যন্ত চলবে এবং এই সময়ের মধ্যে প্রিয় স্মৃতি ফিরিয়ে আনতে পারেন । উদযাপনের সময় যাঁরা ফিল্মসিটি হোটেলে থাকতে এবং উৎসব উপভোগ করতে চান তাঁদের জন্য বিশেষ থাকার প্যাকেজ রয়েছে এবং যাঁরা শীতকালীন উৎসবে অংশগ্রহণ করতে চান, তাঁদের জন্যও রয়েছে বিভিন্ন বিশেষ প্যাকেজ । আপনার জন্য সবচেয়ে উপযুক্ত প্যাকেজটি বেছে নেওয়ার এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে রামোজি উইন্টার ফেস্ট উদযাপনে যোগদান করার এখনই সেরা সময় । তাই আর দেরি করবেন না ৷

আরও পড়ুন:

  1. রামোজি ফিল্ম সিটিতে চলছে 110তম ভারতীয় চলচ্চিত্র উৎসব, রয়েছে নানা চমক
  2. রামোজি ফিল্ম সিটিতে অক্ষয় কুমার, শুরু করবেন ‘সিংঘম এগেইন’ ছবির শুটিং
  3. রামোজি ফিল্ম সিটিতে এল আইসিসি বিশ্বকাপের ট্রফি

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.