ETV Bharat / bharat

ভাগ্নিকে শসা খাওয়ানো নিয়ে বিতর্ক, বোনকে ছুরি দিয়ে খুন - STABBED TO DEATH SISTER

শসা খাওয়ানোর জেরে বচসা ৷ হঠাৎ ছুরি নিয়ে বোনের উপর চড়াও দাদা ৷ ঘটনাস্থলেই মৃত্যু বোনের ৷ মেয়েকে বাঁচাতে আহত হন বাবা ৷

Stabbed to Death in Karnataka
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 4:14 PM IST

চামারাজানগর (কর্ণাটক), 2 জানুয়ারি: অসুস্থ ভাগ্নিকে শসা খাওয়ানো নিয়ে বচসা ৷ বোনকে ছুরি দিয়ে খুন করল দাদা ৷ বাধা দিতে গিয়ে ঘটনায় আহত বাবা ও ভগ্নিপতি ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বুধবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামারাজানগর জেলার কোল্লেগলের ইদগা মহল্লায় ৷

দাদার ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বোন আয়মান বানুর (26) ৷ বাধা দিতে গিয়ে হাতের হাড় ভেঙে গুরুতর আহত হন তাঁদের বাবা বছর ষাটেকের সৈয়দ ৷ আহত হন বছর পঁচিশের তাসলিমা ৷ দু'জনেই বর্তমানে সিমস হাসপাতালে চিকিৎসাধীন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোল্লেগল টাউন থানার পুলিশ ৷ আহতদের হাসপাতালে পাঠিয়ে অভিযুক্ত ফরমানকে গ্রেফতার করা হয় ৷

জানা গিয়েছে, অভিযুক্ত ফরমান ভাগ্নিকে শসা খাওয়াচ্ছিলেন ৷ সেই সময় বোন আয়মান তাঁকে বাধা দেন ৷ ফরমানকে জিজ্ঞাসা করেন জ্বরে আক্রান্ত ভাগ্নিকে কেন শসা খাওয়াচ্ছেন তিনি ৷ জ্বর হলে শসা খাওয়ানো উচিত নয় ৷ এই নিয়ে ভাইবোনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় ৷ এতে জড়িয়ে পড়েন পরিবারের অন্যান্য সদস্যরাও ৷ ফলে হট্টগোল বেঁধে যায় ৷ তার মধ্যেই ফরমান ছুরি নিয়ে বোনের উপর হামলা চালায় ৷ তাতে বাধা দিতে গিয়ে আহত হয় অন্যান্যরা ৷

এই বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, ছুরির আঘাতে অভিযুক্তের বোন ঘটনাস্থলেই মারা যায় এবং অন্য দু'জন আহত হয়েছে । তদন্ত শুরু হয়েছে ৷ মামলাটি সব দিক থেকে খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে ।

চামারাজানগর (কর্ণাটক), 2 জানুয়ারি: অসুস্থ ভাগ্নিকে শসা খাওয়ানো নিয়ে বচসা ৷ বোনকে ছুরি দিয়ে খুন করল দাদা ৷ বাধা দিতে গিয়ে ঘটনায় আহত বাবা ও ভগ্নিপতি ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বুধবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামারাজানগর জেলার কোল্লেগলের ইদগা মহল্লায় ৷

দাদার ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বোন আয়মান বানুর (26) ৷ বাধা দিতে গিয়ে হাতের হাড় ভেঙে গুরুতর আহত হন তাঁদের বাবা বছর ষাটেকের সৈয়দ ৷ আহত হন বছর পঁচিশের তাসলিমা ৷ দু'জনেই বর্তমানে সিমস হাসপাতালে চিকিৎসাধীন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোল্লেগল টাউন থানার পুলিশ ৷ আহতদের হাসপাতালে পাঠিয়ে অভিযুক্ত ফরমানকে গ্রেফতার করা হয় ৷

জানা গিয়েছে, অভিযুক্ত ফরমান ভাগ্নিকে শসা খাওয়াচ্ছিলেন ৷ সেই সময় বোন আয়মান তাঁকে বাধা দেন ৷ ফরমানকে জিজ্ঞাসা করেন জ্বরে আক্রান্ত ভাগ্নিকে কেন শসা খাওয়াচ্ছেন তিনি ৷ জ্বর হলে শসা খাওয়ানো উচিত নয় ৷ এই নিয়ে ভাইবোনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় ৷ এতে জড়িয়ে পড়েন পরিবারের অন্যান্য সদস্যরাও ৷ ফলে হট্টগোল বেঁধে যায় ৷ তার মধ্যেই ফরমান ছুরি নিয়ে বোনের উপর হামলা চালায় ৷ তাতে বাধা দিতে গিয়ে আহত হয় অন্যান্যরা ৷

এই বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, ছুরির আঘাতে অভিযুক্তের বোন ঘটনাস্থলেই মারা যায় এবং অন্য দু'জন আহত হয়েছে । তদন্ত শুরু হয়েছে ৷ মামলাটি সব দিক থেকে খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.