ETV Bharat / bharat

ভারতে ঘুরতে এসে অপহৃত শ্রীলঙ্কার পর্যটকরা, নাটকীয় উদ্ধার অভিযানের পর ধৃত 2 - SRI LANKAN TOURISTS KIDNAPPED

অভিযোগ, শ্রীলঙ্কার নাগরিকদের অপহরণ করে অন্য হোটেলে নিয়ে গিয়ে তোলা হয় ৷ পাশাপাশি তাদের বন্ধুদের কাছ থেকে 8000 মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয় ৷

Sri Lankan Tourists Kidnapped
শ্রীলঙ্কান পর্যটকদের উদ্ধার করে 2 অপহরণকারীকে পাকড়াও করেছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 6:18 PM IST

অমৃতসর, 2 জানুয়ারি: ভারতে ঘুরতে এসে অপহৃত দুই শ্রীলঙ্কার নাগরিক ৷ তাঁদেরকে অপহরণ করার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে ৷ ধৃতদের বিরুদ্ধে 8000 মার্কিন ডলার মুক্তিপণ চাওয়ার অভিযোগ রয়েছে ৷ অমৃতসর পুলিশ নাটকীয় অভিযানের পরে অপহৃত মহিলা ও পুরুষকে উদ্ধার করে ৷

এই ঘটনা প্রসঙ্গে অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুলার বলেন, "শ্রীলঙ্কার ছয়জন নাগরিক জেহান, কার্বিকা, ললিত পিয়ান্থা, কনিষ্ক, সুমর্ধন এবং নীলুজতিন ভারতে ঘুরতে এসেছিলেন । দিল্লিতে থাকা শ্রীলঙ্কার আরেকজন বাসিন্দা অসিথার সঙ্গে তাদের পরিচয় হয় ৷ সে ওই ছয়জনকে আলবেনিয়ায় কাজের সুযোগ করে দেবে বলে প্রলোভন দেখায় ৷ এমনকি কাজের ভিসা করে দেবে বলেও মিথ্যা প্রতিশ্রুতি দেয় ৷ সেই প্রলোভনে পা দিয়ে শ্রীলঙ্কার নাগরিকের দলটি অমৃতসরে আসে ৷"

পুলিশ জানিয়েছে, অসিথার ফাঁদা জালে পা দেন শ্রীলঙ্কার পর্যটকরা ৷ তাঁরা অমৃতসরের একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন ৷ সেখানে দুই অপহরণকারী অঙ্কিত এবং ইন্দ্রজিৎ সিং ওই পর্যটক দলের আস্থা অর্জন করে ও তারপর হোটেল থেকে দুইজনকে অপহরণ করে বলে অভিযোগ ।

পুলিশ কমিশনার বলেন, "অভিযুক্ত দুজন শ্রীলঙ্কার নাগরিকদের অপহরণ করে অন্য একটি বেসরকারি হোটেলে রাখা হয় এবং তাদের বন্ধুদের কাছ থেকে 8000 মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয় । বিষয়টি জানাজানি হতেই অমৃতসর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে । হোশিয়ারপুর পুলিশের সহায়তায় অমৃতসর পুলিশ ফোন ট্রেসিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের ট্র্যাক করে ও অবশেষে তাদের গ্রেফতার করা হয় ।"

পুলিশ সূত্রে খবর, তৃতীয় অভিযুক্ত অসিথাকে গ্রেফতার করতে তদন্ত চলছে । এদিকে, শ্রীলঙ্কার পর্যটকের দলকে ভারতে থাকাকালীন সময়ে সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে । ধৃত অঙ্কিতকে আগে ভারত থেকে নির্বাসিত করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ পুলিশ কমিনশনাার জানিয়েছেন, সমস্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

অমৃতসর, 2 জানুয়ারি: ভারতে ঘুরতে এসে অপহৃত দুই শ্রীলঙ্কার নাগরিক ৷ তাঁদেরকে অপহরণ করার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে ৷ ধৃতদের বিরুদ্ধে 8000 মার্কিন ডলার মুক্তিপণ চাওয়ার অভিযোগ রয়েছে ৷ অমৃতসর পুলিশ নাটকীয় অভিযানের পরে অপহৃত মহিলা ও পুরুষকে উদ্ধার করে ৷

এই ঘটনা প্রসঙ্গে অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুলার বলেন, "শ্রীলঙ্কার ছয়জন নাগরিক জেহান, কার্বিকা, ললিত পিয়ান্থা, কনিষ্ক, সুমর্ধন এবং নীলুজতিন ভারতে ঘুরতে এসেছিলেন । দিল্লিতে থাকা শ্রীলঙ্কার আরেকজন বাসিন্দা অসিথার সঙ্গে তাদের পরিচয় হয় ৷ সে ওই ছয়জনকে আলবেনিয়ায় কাজের সুযোগ করে দেবে বলে প্রলোভন দেখায় ৷ এমনকি কাজের ভিসা করে দেবে বলেও মিথ্যা প্রতিশ্রুতি দেয় ৷ সেই প্রলোভনে পা দিয়ে শ্রীলঙ্কার নাগরিকের দলটি অমৃতসরে আসে ৷"

পুলিশ জানিয়েছে, অসিথার ফাঁদা জালে পা দেন শ্রীলঙ্কার পর্যটকরা ৷ তাঁরা অমৃতসরের একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন ৷ সেখানে দুই অপহরণকারী অঙ্কিত এবং ইন্দ্রজিৎ সিং ওই পর্যটক দলের আস্থা অর্জন করে ও তারপর হোটেল থেকে দুইজনকে অপহরণ করে বলে অভিযোগ ।

পুলিশ কমিশনার বলেন, "অভিযুক্ত দুজন শ্রীলঙ্কার নাগরিকদের অপহরণ করে অন্য একটি বেসরকারি হোটেলে রাখা হয় এবং তাদের বন্ধুদের কাছ থেকে 8000 মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয় । বিষয়টি জানাজানি হতেই অমৃতসর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে । হোশিয়ারপুর পুলিশের সহায়তায় অমৃতসর পুলিশ ফোন ট্রেসিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের ট্র্যাক করে ও অবশেষে তাদের গ্রেফতার করা হয় ।"

পুলিশ সূত্রে খবর, তৃতীয় অভিযুক্ত অসিথাকে গ্রেফতার করতে তদন্ত চলছে । এদিকে, শ্রীলঙ্কার পর্যটকের দলকে ভারতে থাকাকালীন সময়ে সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে । ধৃত অঙ্কিতকে আগে ভারত থেকে নির্বাসিত করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ পুলিশ কমিনশনাার জানিয়েছেন, সমস্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.