কলকাতা, 2 জানুয়ারি: বছরের প্রথমেই পাতে পড়ল ডিম । নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই কলকাতার সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে দেখা গেল সুস্বাদু সব খাবার । নতুন বছর উপলক্ষে কলকাতার জেলা ডিআই অফিসের থেকে আসা মেনু পাতে পড়ল সকল পড়ুয়াদের । সেই মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, ডিম কষা এবং মিষ্টি ।
তবে শুধু মিড-ডে মিল নয়, জানুয়ারি মাসের 2 থেকে 8 তারিখ পর্যন্ত সমস্ত স্কুলে পালিত হবে স্টুডেন্ট উইক । সপ্তাহজুড়ে থাকবে বিভিন্ন সব কর্মসূচি । প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সকল ছাত্রছাত্রী এই স্টুডেন্ট উইক পালন করবে।
এই বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, "আমরা পঞ্চম শ্রেণির সকল ছাত্রছাত্রীদেরকে গোলাপ ফুল, কেক, বিস্কুট দিয়েছি । তার পাশাপাশি সকল শ্রেণির ছাত্রছাত্রীদের বই খাতা এবং শংসাপত্র দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বছরের শুভেচ্ছা পত্রও দেওয়া হয়েছে সকল শ্রেণির পড়ুয়াদের । তার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে মিটিং করা হয়েছে।"
নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, "আমরা আজকে শুধুমাত্র সকল পড়ুয়াদের বই দিয়েছি । তার সঙ্গে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাপত্র দিয়েছি । মিড-ডে মিলের স্পেশাল মেনু পাতে পড়েছে সকলের । আগামিকাল এবং তার পরেরদিন আমরা অভিভাবকদেরকে নিয়ে একটি মিটিং করব । 6 জানুয়ারি আমরা স্কুলের মধ্যে এটি সাংস্কৃতিক প্রতিযোগিতা করব । মূল অনুষ্ঠান হবে 7 এবং 8 জানুয়ারি । ওইদিন আমরা স্কুলের মধ্যে একটি খাদ্যমেলার আয়োজন করেছি । সেখানে পড়ুয়া-অভিভাবক শিক্ষক-শিক্ষিকারা সকলে নিজেদের হাতের তৈরি খাওয়ার বিক্রি করবেন ।"
অন্যদিকে, আজকে 100 বছরে পা রাখল উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী স্কুল পার্ক ইনস্টিটিউশন । সকাল থেকেই সেখানে একাধিক কর্মসূচি নেওয়া হয় । এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, "আজকে আমাদের স্কুল শততম বর্ষে পা রাখল । তাই আমাদের বেশ কিছু পরিকল্পনা ছিল । সমাজের বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা আজ আমাদের স্কুলে আসেন । আদিবাসী নৃত্যের পাশাপাশি আমাদের ছাত্র-ছাত্রীরা বেশ কিছু অনুষ্ঠান করেছে । 100তম বছর উপলক্ষে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে । এর পাশাপাশি বুক ডে উপলক্ষে বই বিতরণ । তার সঙ্গে মিড-ডে মিল স্পেশাল মেনু সকল পড়ুয়াদের দেওয়া হয়েছে । তার সঙ্গে মুখ্যমন্ত্রীর দেওয়া নতুন বছরের শুভেচ্ছাপত্র দেওয়া হয়েছে ।"