হায়দরাবাদ, 2 জানুয়ারি: বছর শুরুত দ্বিতীয় দিনে সিনেপ্রেমীদের জন্য বড় ঘোষণা ম্যাডক ফিল্মসের ৷ হরর-কমেডি ইউনিভার্সে কবে আসছে 'স্ত্রী 3' ও 'ভেড়িয়া 2' তারিখ এল প্রকাশ্যে ৷ এই ইউনিভার্সে যুক্ত হয়েছে আরও কিছু নতুন সিনেমাও ৷
2018 সালে প্রযোজক দীনেশ ভিজন দর্শকদের উপহার দেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ এরপর একে একে এই প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছে সুপারহিট সিনেমা 'ভেড়িয়া', 'মুঞ্জিয়া' ও 'স্ত্রী 2'- এর মতো সিনেমা ৷ বিনোদন জগতে ম্যাডক ফিল্মস তৈরি করে ফেলেছে হরর-কমেডি ইউনিভার্স ৷ সেই বিশ্বে এবার যোগ হয়েছে আরও কিছু নতুন চমক ৷ বৃহস্পতিবার প্রযোজনা সংস্থার তরফে 2025 সাল থেকে 2028 সাল পর্যন্ত হরর-কমেডি কোন কোন সিনেমা মুক্তি পাবে, প্রকাশ্যে এল সেই তারিখ ৷ তালিকায় রয়েছে 8টি সিনেমা ৷
2025 সালে অর্থাৎ চলতি বছর দুটি নতুন সিনেমা সামনে আনছে প্রযোজনা সংস্থা ৷ দিওয়ালিতে মুক্তি পাবে 'থামা' ও 31 ডিসেম্বর মুক্তি পাবে 'শক্তি শালিনী' ৷ এই দুটি ছবির সঙ্গে লিঙ্ক থাকবে ভেড়িয়া 2 ও চামুন্ডা ছবির ৷
2026 সালে হরর-কমেডি 'ভেড়িয়া 2' মুক্তি পাবে ৷ বরুণ ধাওয়ান অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে আসবে 14 অগস্ট ৷ এখন দেখার এই ছবিতে কৃতি শ্যানন ফেরেন নাকি অন্য কোনও অভিনেত্রী জায়গা করে নেয় ৷ 2022 সালে নভেম্বরে মুক্তি পায় ছবির প্রথম ভাগ ৷ 2026 সালে 'চামুন্ডা' মুক্তি পাবে 4 ডিসেম্বর ৷ তবে নতুন এই ছবির পরিচালক কে, অভিনেতা-অভিনেত্রী কে তা ক্রমশ প্রকাশ্য ৷
2027 সালে ম্যাডক ফিল্মসের তরফে আসছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের 'স্ত্রী 3' ৷ চলতি বছর 'স্ত্রী 2' বক্সঅফিসে ব্যাপক সাফল্য এনেছে ৷ নারীকেন্দ্রিক ছবি হিসাবে দর্শক মনে ছাপ ফেলেছে এই ছবি ৷ এরপরের কাহিনী কোন দিকে এগিয়েছে তা জানা যাবে 2027 সালের 15 অগস্ট ৷ অন্যদিকে 'মহা মুঞ্জিয়া' ছবির দ্বিতীয় ভাগও মুক্তি পাবে এই বছর ৷ কম বাজেটে তৈরি এই ছবি 100 কোটির ক্লাব অনায়াসে অতিক্রম করে ফেলে ৷ দ্বিতীয় পার্ট অর্থাৎ অভয় ভর্মা ও শর্বরী ওয়াঘ অভিনীত ছবি মুক্তি পাবে 24 ডিসেম্বর, ক্রিসমাসের আবহে ৷
2028 সালেও হরর-কমেডি জোনের দুটি ছবি সামনে আনছে ম্যাডক ৷ সিনেমার নাম 'মহাযুদ্ধ' ৷ ছবির প্রথম ভাগ মুক্তি পাবে 11 অগস্ট ও দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ওই বছরই 18 অক্টোবর ৷ ম্যাডক ফিল্মস বিনোদন জগতে একের পর এক মন কাড়া ছবি উপহার দিয়েছেন ৷ এবার এই 8টি সিনেমার কথা ঘোষণা করে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে ৷