নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের বহিষ্কারের বিষয় নিয়ে উত্তাল লোকসভা ৷ বিরোধী সাংসদদের তীব্র প্রতিবাদের মধ্যে বৃহস্পতিবার দফায় দফায় মুলতুবি হয় লোকসভার বাজেট অধিবেশন ৷ বিরোধীদের হট্টগোলে প্রথমে দুপুর 12টা, তারপর দুপুর দু'টো এবং পরে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন লোকসভায় অধ্যক্ষ।
এর মধ্যেই রাজ্যসভায় অবৈধ অভিবাসী ফেরত ইস্যুতে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাসির হুসেনের মন্তব্যের পরিপেক্ষিতে তিনি স্পষ্টতই জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্রে কারও পক্ষেই কোনও প্রচার করেননি ৷ নাসির হুসেনের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী বলেন, "সদস্যের স্পষ্টতই দলীয় মনোভাব রয়েছে ৷ তিনি হাউসে মিথ্যা কথা বলছেন। প্রধানমন্ত্রী কারও পক্ষে কোনও প্রচার করেননি। আমি তাঁকে (নাসির হুসেন) মন্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।"
প্রসঙ্গত, হুসেন দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশে প্রচার চালিয়েছিলেন ৷ তিনি আরও বলেন, "মোদিজী'র বন্ধু প্রেসিডেন্ট হওয়ার পরপরই ভারতীয়দের উপর আক্রমণ করেছেন ৷" এরই জবাব দেন বিদেশমন্ত্রী ৷ কিন্তু কংগ্রেস সাংসদরা জয়শঙ্করের মন্তব্যের তীব্র আপত্তি জানান ৷ কংগ্রেস সাংসদ নাসির হুসেনর কথায়, "বিদেশমন্ত্রী অসংসদীয় ভাষা ব্যবহার করতে পারেন না ৷"
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জানান, হুসেনের মন্তব্য রেকর্ডে থাকবে না ৷ তিনি বলেন, "(বিধি 238 অনুযায়ী) সাংবিধানিক পদে অধিষ্ঠিত কারও বিরুদ্ধে অভিযোগ করার আগে একজন সদস্যকে চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিতে হবে। সুতরাং নাসির হুসেনের বক্তব্য কিছুই রেকর্ডে থাকবে না ৷"
বৃহস্পতিবার লোকসভার কার্যক্রম শুরু হতেই অবৈধ অভিবাসী ফেরত ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি করে দেন স্পিকার ৷ এরপর ফের দুপুর 12টায় সংসদে অধিবেশন শুরু হওয়ার পরও একইভাবে বিরোধী সাংসদরা ভারতীয়দের আমেরিকা থেকে ফেরৎ পাঠানোর বিষয়টি তোলার চেষ্টা করেন।
কংগ্রেস সাংসদরা মুলতবি প্রস্তাব আনার জন্য নোটিশও জমা দেন বলে জানা গিয়েছে। সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিরোধী সদস্যরা ওয়েলে নেমেও বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর ফের দিলীপ সাইকিয়া দুপুর দু'টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। পরে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷ তারপর সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিরোধীরা ৷