কলকাতা, 6 ফেব্রুয়ারি: আদালতে সাময়িক স্বস্তি পেলেন সন্দীপ ঘোষ । হাইকোর্ট নির্দেশ না-দেওয়া পর্যন্ত আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় আপাতত চার্জ গঠন হচ্ছে না । তবে এই মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর নজরদারি করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । বিচারপতি জয়মাল্য বাগচী ও শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চের মন্তব্য, নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় যাতে বিলম্ব না-ঘটে, সেই কারণেই আদালতের এই সিদ্ধান্ত । আগামিকাল সকালে ফের মামলার শুনানি ।
বিচারপতি জয়মাল্য বাগচী এদিন বলেন, "ভারতীয় ন্যায় সংহিতায় পরিষ্কার উল্লেখ রয়েছে যে, চার্জশিটের প্রতিলিপি পাওয়ার পর অভিযুক্তকে চার্জ গঠনের আগে 60 দিন সময় দিতে হবে । সেটা কখনওই তিনদিন হতে পারে না ।"
আদালতের নির্দেশ, আবেদনকারী, সিবিআই ও ইডির আইনজীবীরা একসঙ্গে বসে সময় নির্ধারণ করবেন । নির্ধারিত তারিখ আগামিকাল আদালতকে জানাতে হবে । এ ক্ষেত্রে মাথায় রাখতে হবে, চার্জ গঠনের আগে মামলা থেকে অব্যাহতির জন্য নিম্ন আদালতে আবেদন করার সুযোগ পাবেন অভিযুক্তরা । সেই আবেদনের শুনানি ও সামগ্রিক প্রক্রিয়া 14 দিনের মধ্যে শেষ করতে হবে । 15 দিনের মাথায় নিম্ন আদালতে যাতে চার্জ গঠন হয়, সে বিষয়ে আইনজীবীদের অবগত থাকতে হবে ।
ডিভিশন বেঞ্চে বিচারাধীন মামলার বিষয়টি নিম্ন আদালতে জানাতে পারাবেন আবেদনকারীরা । আগামিকাল ফের সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি । ফলে আরজি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় আপাতত নিম্ন আদালতে চার্জ গঠন হচ্ছে না ।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট তড়িঘড়ি চার্জ গঠনের যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের বিরুদ্ধে গতকাল দিনভর হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চের পর প্রধান বিচারপতির কাছে গিয়েও সুরাহা মেলেনি সন্দীপ ঘোষ-সহ অন্যান্যদের । কিন্তু আজ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামিকাল সকালে ফের এই মামলা ডিভিশন বেঞ্চ শুনবে । ফলে আজ নিম্ন আদালতে যে চার্জ গঠন হওয়ার কথা ছিল তা হচ্ছে না । চার্জ গঠন হতে আরও বেশকিছু দিন সময় লাগবে বলে জানা যাচ্ছে আদালত সূত্রে ৷