ঢাকা, 6 ফেব্রুয়ারি: বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ৷ সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা সামনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ধানমন্ডির 32 নম্বর বাড়ি ৷ মহম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার তলব করে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে । তারপরেই বৃহস্পতিবার ভারতের ভারপ্রাপ্ত উপরাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানায় বাংলাদেশ ৷
ঢাকার বক্তব্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মিথ্যা মন্তব্য’ ঢাকার বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ কাজ’ । ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বুধবার ভার্চুয়ালি ভাষণ দেন ৷ একটি সরকারি বিবৃতিতে বাংলাদেশ জানিয়েছে, বিদেশ দফতর ভারতকে ‘এদেশে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে এই ধরনের মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে অনুরোধ করেছে ৷ পাশাপাশি দু’দেশের পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জিও জানিয়েছে ৷
হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ। ভাষণে শেখ হাসিনা বর্তমান শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। যা নিয়ে হাসিনা-বিরোধীরা ক্ষোভে ফুঁসতে থাকে ৷ রোষ গিয়ে পড়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ৷ মুজিবের বাড়িতে প্রথমে তাণ্ডব চালানো হয় ৷ পরে নিয়ে আসা হয় বুলডোজার ৷ উল্লেখ্য, এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ-সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল। পরে এই বাড়িটিকে তাঁর স্মৃতিতে জাদুঘর হিসেবে গড়ে তুলেছিলেন মুজিবকন্যা ।
হাসিনা যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন বিক্ষোভকারীদের একটি বিশাল দল ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুর চালায় । আওয়ামী লীগ নেতাদের বসতবাড়ি-সহ বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে । বিবৃতিতে বাংলাদেশে বিদেশ দফতর বলেছে, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যম-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমাগত মিথ্যা মন্তব্য বাংলাদেশে অস্থির পরিবেশ সৃষ্টি করেছে ।’’
বাংলাদেশ ছাড়ার পর হাসিনা গত বছরের 5 অগস্ট থেকে ভারতে রয়েছেন ৷ বুধবার রাতে যখন বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব চলছে, তখন হাসিনা বক্তৃতায় বলেন, “তারা একটি ভবন ভেঙে ফেলতে পারে, কিন্তু ইতিহাস নয় ৷ এটাও মনে রাখতে হবে যে ইতিহাস প্রতিশোধ নেয় ৷ তাদের এখনও জাতীয় পতাকা, সংবিধান এবং লক্ষ লক্ষ শহিদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বুলডোজার দিয়ে ধ্বংস করার শক্তি নেই ৷”