ETV Bharat / state

বিকোচ্ছে চপমুড়ি-রুটি-ঘুগনি-পাঁপড়-ফল ! বইমেলার পর এবার 'বেকার মেলা' - 2022 TET PASSED BEKAR MELA

করুণাময়ীতে 2022 সালের টেট উত্তীর্ণদের 'বেকার মেলা' ৷ চাকরির দাবিতে স্লোগান, সামিল বিভিন্ন স্তরের মানুষ ৷

2022 TET PASSED BEKAR MELA
বিকাশ ভবনের চত্বরে 'বেকার মেলা' 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 8:51 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: বইমেলার পর রাজ্যে এবার 'বেকার মেলা' ৷ যে মেলায় ছিল চপ ভাজা, তার সঙ্গে মুড়ি মাখা, ঘুগনি, ডিম-সহ নানা মুখরোচক খাদ্য সামগ্রীর পসরা ৷ না, বিকল্প উপার্জন নয় ৷ বিকাশ ভবনের সামনে চাকরির দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসাবে এই মেলার আয়োজন করেন 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ৷

কলকাতা হাইকোর্টের অনুমতিতে বিকাশ ভবন থেকে 50 মিটার দূরত্বে এই 'বেকার মেলা'র আয়োজন করা হয় মঙ্গলবার ৷ বিকেল 5টা পর্যন্ত চলে প্রতিবাদের 'বেকার মেলা' ৷ আন্দোলনকারীদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে খাদ্য সামগ্রীর দাম নয়, ছিল চাকরির দাবি-বিচারের দাবি ৷

বিকাশ ভবনের চত্বরে 'বেকার মেলা' 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ৷ (ইটিভি ভারত)

কিছুদিন আগে এই বিকাশ ভবন সংলগ্ন করুণাময়ী সেন্ট্রাল পার্কে চলছিল আন্তর্জাতিক বইমেলা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বইমেলার উদ্বোধন করেছিলেন ৷ সেই বইমেলা চলাকালীন রাজ্যের শতাধিক চাকরিপ্রার্থী শিক্ষকরা রাস্তায় রয়েছেন ৷ একই দশা 2022 সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও ৷ তিন বছর কেটে গেলেও, তাঁদের নিয়োগ এখনও হয়নি ৷

কবে হবে তাঁদের নিয়োগ, যোগ্যতা সত্ত্বেও কতদিন বেকার তকমা নিয়ে ঘুরতে হবে, এই সব প্রশ্নের জবাব চেয়ে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা ৷ তাই এবার প্রতিবাদে 'বেকার মেলা'র ডাক দিলেন চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের হাতে ও গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, 'ওবিসি বাহানা শুনব না, চাকরি না দিলে থামব না'; 'প্রাথমিকে 50000 শূন্যপদ চাই' ৷ এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি দেওয়া প্ল্যাকার্ডে প্রশ্ন করা হয়েছে, 'প্রতিশ্রুতি কবে পূরণ হবে' ৷

2022 TET Passed Bekar Mela
2022 টেট উত্তীর্ণদের 'বেকার মেলা'য় ফল বিক্রি করছেন চাকরিপ্রার্থীরা ৷ (নিজস্ব ছবি)

এ নিয়ে টেট উত্তীর্ণ পার্থজিৎ বণিক বলেন, "মুখ্যমন্ত্রী হাতে 10 লাখ শূন্যপদ নিয়ে বসে আছেন ৷ অথচ নিয়োগ কিংবা চাকরি কোনোটাই দিচ্ছেন না ৷ অন্যদিকে, উনি বলছেন ঘুগনি-চপ-মুড়ি এই সমস্ত বিক্রি করতে ৷ তাই আমরা আজকে সেই সমস্ত জিনিস নিয়ে রাস্তায় নেমেছি ৷ বর্তমানে আমরা বেকার ৷ সেই কারণে এই মেলার নাম দিয়েছে 'বেকার মেলা' ৷"

2022 TET Passed Bekar Mela
'বেকার মেলা'য় 50 হাজার শূন্যপদের দাবি চাকরিপ্রার্থীদের ৷ (নিজস্ব ছবি)

এই বেকার মেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কাম্য বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করে গিয়েছিলেন ৷ গ্রিন করিডর করে তিনি এসেছিলেন ৷ তিনি আমাদের এখানেও আসুক ৷ আমরাও গ্রিন করিডর করে রাখব ৷"

2022 TET Passed Bekar Mela
'বেকার মেলা'য় পাঁপড় বিক্রি টেট উত্তীর্ণের ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, এ দিন যত সময় গড়িয়েছে, চাকরিপ্রার্থীদের এই 'বেকার মেলায়' সমাজের বিভিন্ন স্তরের মানুষজন ৷ এমনকি বিভিন্ন সংগঠনের সদস্যরাও ৷ যেমন, প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক দীপক বিশ্বাস ৷ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ আসফাকুল্লাই নাইয়া ৷

2022 TET Passed Bekar Mela
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পোস্টার হাতে প্রতিবাদে 2022 টেট উত্তীর্ণরা ৷ (নিজস্ব ছবি)

কলকাতা, 11 ফেব্রুয়ারি: বইমেলার পর রাজ্যে এবার 'বেকার মেলা' ৷ যে মেলায় ছিল চপ ভাজা, তার সঙ্গে মুড়ি মাখা, ঘুগনি, ডিম-সহ নানা মুখরোচক খাদ্য সামগ্রীর পসরা ৷ না, বিকল্প উপার্জন নয় ৷ বিকাশ ভবনের সামনে চাকরির দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসাবে এই মেলার আয়োজন করেন 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ৷

কলকাতা হাইকোর্টের অনুমতিতে বিকাশ ভবন থেকে 50 মিটার দূরত্বে এই 'বেকার মেলা'র আয়োজন করা হয় মঙ্গলবার ৷ বিকেল 5টা পর্যন্ত চলে প্রতিবাদের 'বেকার মেলা' ৷ আন্দোলনকারীদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে খাদ্য সামগ্রীর দাম নয়, ছিল চাকরির দাবি-বিচারের দাবি ৷

বিকাশ ভবনের চত্বরে 'বেকার মেলা' 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ৷ (ইটিভি ভারত)

কিছুদিন আগে এই বিকাশ ভবন সংলগ্ন করুণাময়ী সেন্ট্রাল পার্কে চলছিল আন্তর্জাতিক বইমেলা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বইমেলার উদ্বোধন করেছিলেন ৷ সেই বইমেলা চলাকালীন রাজ্যের শতাধিক চাকরিপ্রার্থী শিক্ষকরা রাস্তায় রয়েছেন ৷ একই দশা 2022 সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও ৷ তিন বছর কেটে গেলেও, তাঁদের নিয়োগ এখনও হয়নি ৷

কবে হবে তাঁদের নিয়োগ, যোগ্যতা সত্ত্বেও কতদিন বেকার তকমা নিয়ে ঘুরতে হবে, এই সব প্রশ্নের জবাব চেয়ে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা ৷ তাই এবার প্রতিবাদে 'বেকার মেলা'র ডাক দিলেন চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের হাতে ও গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, 'ওবিসি বাহানা শুনব না, চাকরি না দিলে থামব না'; 'প্রাথমিকে 50000 শূন্যপদ চাই' ৷ এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি দেওয়া প্ল্যাকার্ডে প্রশ্ন করা হয়েছে, 'প্রতিশ্রুতি কবে পূরণ হবে' ৷

2022 TET Passed Bekar Mela
2022 টেট উত্তীর্ণদের 'বেকার মেলা'য় ফল বিক্রি করছেন চাকরিপ্রার্থীরা ৷ (নিজস্ব ছবি)

এ নিয়ে টেট উত্তীর্ণ পার্থজিৎ বণিক বলেন, "মুখ্যমন্ত্রী হাতে 10 লাখ শূন্যপদ নিয়ে বসে আছেন ৷ অথচ নিয়োগ কিংবা চাকরি কোনোটাই দিচ্ছেন না ৷ অন্যদিকে, উনি বলছেন ঘুগনি-চপ-মুড়ি এই সমস্ত বিক্রি করতে ৷ তাই আমরা আজকে সেই সমস্ত জিনিস নিয়ে রাস্তায় নেমেছি ৷ বর্তমানে আমরা বেকার ৷ সেই কারণে এই মেলার নাম দিয়েছে 'বেকার মেলা' ৷"

2022 TET Passed Bekar Mela
'বেকার মেলা'য় 50 হাজার শূন্যপদের দাবি চাকরিপ্রার্থীদের ৷ (নিজস্ব ছবি)

এই বেকার মেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কাম্য বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করে গিয়েছিলেন ৷ গ্রিন করিডর করে তিনি এসেছিলেন ৷ তিনি আমাদের এখানেও আসুক ৷ আমরাও গ্রিন করিডর করে রাখব ৷"

2022 TET Passed Bekar Mela
'বেকার মেলা'য় পাঁপড় বিক্রি টেট উত্তীর্ণের ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, এ দিন যত সময় গড়িয়েছে, চাকরিপ্রার্থীদের এই 'বেকার মেলায়' সমাজের বিভিন্ন স্তরের মানুষজন ৷ এমনকি বিভিন্ন সংগঠনের সদস্যরাও ৷ যেমন, প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক দীপক বিশ্বাস ৷ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ আসফাকুল্লাই নাইয়া ৷

2022 TET Passed Bekar Mela
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পোস্টার হাতে প্রতিবাদে 2022 টেট উত্তীর্ণরা ৷ (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.