ETV Bharat / state

একদিন এগিয়ে এল সবেবরাত, পরপর চারদিন রাজ্য সরকারি ছুটি ! - SHAB E BARAT 2025

পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে 14 ফেব্রুয়ারি রাজ্য সরকারি ছুটি ৷ পরের শনি ও রবিবারেও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের পড়ুয়ারা ৷

SHAB E BARAT 2025
রাজ্য সরকারের সংশোধনীতে একদিন এগিয়ে এল সবেবরাতের ছুটি ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 9:15 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: আগামী 13 ফেব্রুয়ারি থেকে পরপর চারদিন ছুটি রাজ্যে ! সরকারের তরফে সবেবরাতের ছুটির দিন সংশোধনের পর এমনই সম্ভাবনা তৈরি হয়েছে ৷ সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, 13 ফেব্রুয়ারি সবেবরাত ৷ আর তার পরেরদিন পঞ্চানন বর্মার জন্মদিনেও রাজ্য সরকারি ছুটি রয়েছে ৷

উল্লেখ্য, এ-বছর গত 22 নভেম্বর রাজ্য সরকার যে ছুটির তালিকা ঘোষণা করেছিল, সেখানে 14 ফেব্রুয়ারি সবেবরাত ছিল ৷ কিন্তু, চাঁদ দেখার উপর নির্ভর করে একদিন অর্থাৎ, 13 ফেব্রুয়ারি সবেবরাত এগিয়ে এসেছে ৷ ফলে পরপর দু’দিন বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্য সরকারি ছুটি ৷ আবার 15 ফেব্রুয়ারি শনিবার ৷ রাজ্যের অনেক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শনিবারেও ছুটি থাকে ৷ আর তার পরেরদিন রবিবার সাপ্তাহিক ছুটি ৷ স্বাভাবিকভাবেই 13-16 ফেব্রুয়ারি টানা চারদিনের ছুটি পেতে চলেছে কিছু-কিছু শিক্ষা প্রতিষ্ঠান ৷

কিন্তু, সবেবরাতের ছুটি এগিয়ে আসায় বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের আলোচনা পিছিয়ে গেল ৷ কারণ, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, 13 ফেব্রুয়ারি কোনও ছুটি ছিল না ৷ তাই ওইদিন বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল ৷ কিন্তু সংশোধিত তালিকা অনুযায়ী, 13 ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা হওয়ায়, সেই কর্মসূচি পিছিয়ে যাচ্ছে ৷ ওইদিন বিধানসভায় কোনও কাজই হবে না ৷

জানা গিয়েছে, বুধবার বাজেটের দিন দুপুর আড়াইটেয় রাজ্যে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে ৷ ওই বৈঠকে পরিবর্তিত কর্মসূচির রূপরেখা জানিয়ে দেওয়া হবে বিধানসভার তরফ থেকে ৷ সেক্ষেত্রে রাজ্যপালের ভাষণের উপরের দু’দিনের আলোচনা পিছিয়ে যাচ্ছে ৷ একইভাবে পিছিয়ে যাবে বাজেট বিবৃতির উপর দু’দিনের আলোচনাও ৷ পাওয়া খবর অনুযায়ী, এক্ষেত্রে প্রথম দফায় বাজেট অধিবেশন এক থেকে দু’দিন বাড়তে পারে ৷

কলকাতা, 11 ফেব্রুয়ারি: আগামী 13 ফেব্রুয়ারি থেকে পরপর চারদিন ছুটি রাজ্যে ! সরকারের তরফে সবেবরাতের ছুটির দিন সংশোধনের পর এমনই সম্ভাবনা তৈরি হয়েছে ৷ সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, 13 ফেব্রুয়ারি সবেবরাত ৷ আর তার পরেরদিন পঞ্চানন বর্মার জন্মদিনেও রাজ্য সরকারি ছুটি রয়েছে ৷

উল্লেখ্য, এ-বছর গত 22 নভেম্বর রাজ্য সরকার যে ছুটির তালিকা ঘোষণা করেছিল, সেখানে 14 ফেব্রুয়ারি সবেবরাত ছিল ৷ কিন্তু, চাঁদ দেখার উপর নির্ভর করে একদিন অর্থাৎ, 13 ফেব্রুয়ারি সবেবরাত এগিয়ে এসেছে ৷ ফলে পরপর দু’দিন বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্য সরকারি ছুটি ৷ আবার 15 ফেব্রুয়ারি শনিবার ৷ রাজ্যের অনেক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শনিবারেও ছুটি থাকে ৷ আর তার পরেরদিন রবিবার সাপ্তাহিক ছুটি ৷ স্বাভাবিকভাবেই 13-16 ফেব্রুয়ারি টানা চারদিনের ছুটি পেতে চলেছে কিছু-কিছু শিক্ষা প্রতিষ্ঠান ৷

কিন্তু, সবেবরাতের ছুটি এগিয়ে আসায় বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের আলোচনা পিছিয়ে গেল ৷ কারণ, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, 13 ফেব্রুয়ারি কোনও ছুটি ছিল না ৷ তাই ওইদিন বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল ৷ কিন্তু সংশোধিত তালিকা অনুযায়ী, 13 ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা হওয়ায়, সেই কর্মসূচি পিছিয়ে যাচ্ছে ৷ ওইদিন বিধানসভায় কোনও কাজই হবে না ৷

জানা গিয়েছে, বুধবার বাজেটের দিন দুপুর আড়াইটেয় রাজ্যে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে ৷ ওই বৈঠকে পরিবর্তিত কর্মসূচির রূপরেখা জানিয়ে দেওয়া হবে বিধানসভার তরফ থেকে ৷ সেক্ষেত্রে রাজ্যপালের ভাষণের উপরের দু’দিনের আলোচনা পিছিয়ে যাচ্ছে ৷ একইভাবে পিছিয়ে যাবে বাজেট বিবৃতির উপর দু’দিনের আলোচনাও ৷ পাওয়া খবর অনুযায়ী, এক্ষেত্রে প্রথম দফায় বাজেট অধিবেশন এক থেকে দু’দিন বাড়তে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.