ETV Bharat / state

বাজেটে রাজ্যকে বঞ্চিত করেছে কেন্দ্র ! অভিযোগ নস্যাৎ বিরোধী দলনেতার - SUVENDU ADHIKARI

বাজেটে রেলের তরফে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে ৷ এই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস ৷ তা অস্বীকার করে খতিয়ান দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Leader of Opposition Suvendu Adhikari
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 3:52 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সংসদে পেশ হয়েছে 2025-26 অর্থবর্ষের বাজেট ৷ এরপর কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রতিটি রাজ্যে রেল ও মেট্রোর খাতে কে কত বরাদ্দ পেল, সেই বিষয়ে আলোচনা করেন ৷ কিন্তু তাঁর বক্তব্যে পরেই বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তোলে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার তাদের অভিযোগকে খারিজ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রেল বাজেটে বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ ৷ এই দাবি নস্যাৎ করে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষনেতা পরিসংখ্যান দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ পশ্চিমবঙ্গে রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ও আধুনিকীকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে তুলে ধরে তিনি বলেন, "2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য রেলের তরফে 13 হাজার 955 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা দ্বিতীয় ইউপিএ আমলের (2009 থেকে 2014) বার্ষিক গড় 4 হাজার 380 কোটির প্রায় তিন গুণ ৷"

রেলের সম্প্রসারণ ও উন্নয়ন:

2014 সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে 1 হাজার 293 কিলোমিটার নতুন রেলপথ তৈরি হয়েছে ৷ 2014 সাল থেকে 1 হাজার 647 কিমি রেলপথের ইলেক্ট্রিফিকেশন হয়েছে ৷ অর্থাৎ পশ্চিমবঙ্গের রেল নেটওয়ার্কের 98.6 শতাংশের বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে ৷ বর্তমানে 45টি নতুন প্রকল্পের কাজ চলছে ৷ এর মাধ্যমে 4 হাজার 660 কিমি নতুন রেলপথ তৈরি করা হবে এবং এতে 63 হাজার 997 কোটি টাকা ব্যয় হবে ৷

101টি অমৃত স্টেশন তৈরি হয়েছে ৷ এই কাজে ব্যয় হচ্ছে 3 হাজার 847.5 কোটি টাকা ৷ 2014 সালের পর থেকে রাজ্যে 450টি রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরি হয়েছে ৷

যাত্রী-পরিষেবার উন্নতি:
165টি নতুন লিফট, 315টি এসকেলেটর এবং 510টি স্টেশনে ওয়াইফাই চালু হয়েছে ৷ পশ্চিমবঙ্গে বর্তমানে 9টি বন্দেভারত এক্সপ্রেস চালু রয়েছে, যা রাজ্যের 9টি জেলাকে যুক্ত করেছে ৷ মালদা টাউন-বেঙ্গালুরু রুটে চালু হয়েছে একটি অমৃত ভারত এক্সপ্রেস, যা রাজ্যের সাতটি জেলার মধ্যে দিয়ে যাবে ৷

এর সঙ্গে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, জমি জটের জন্য রাজ্যে একাধিক রেল প্রকল্প আটকে রয়েছে ৷ তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি চিঠি প্রকাশ করেন ৷ এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে জমি অধিগ্রহণ দ্রুত করার অনুরোধ জানানো হয়েছে ৷

শুভেন্দুর আশা, বঙ্গে বিনিয়োগ সম্মেলনের সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেবেন এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করবেন ৷ পশ্চিমবঙ্গ সরকার রেল প্রকল্পগুলিকে দ্রুত সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতা করবেন ৷ এর ফলে রাজ্যের ব্যবসার পথ আরও সুগম হবে ৷

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সংসদে পেশ হয়েছে 2025-26 অর্থবর্ষের বাজেট ৷ এরপর কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রতিটি রাজ্যে রেল ও মেট্রোর খাতে কে কত বরাদ্দ পেল, সেই বিষয়ে আলোচনা করেন ৷ কিন্তু তাঁর বক্তব্যে পরেই বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তোলে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার তাদের অভিযোগকে খারিজ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রেল বাজেটে বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ ৷ এই দাবি নস্যাৎ করে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষনেতা পরিসংখ্যান দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ পশ্চিমবঙ্গে রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ও আধুনিকীকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে তুলে ধরে তিনি বলেন, "2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য রেলের তরফে 13 হাজার 955 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা দ্বিতীয় ইউপিএ আমলের (2009 থেকে 2014) বার্ষিক গড় 4 হাজার 380 কোটির প্রায় তিন গুণ ৷"

রেলের সম্প্রসারণ ও উন্নয়ন:

2014 সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে 1 হাজার 293 কিলোমিটার নতুন রেলপথ তৈরি হয়েছে ৷ 2014 সাল থেকে 1 হাজার 647 কিমি রেলপথের ইলেক্ট্রিফিকেশন হয়েছে ৷ অর্থাৎ পশ্চিমবঙ্গের রেল নেটওয়ার্কের 98.6 শতাংশের বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে ৷ বর্তমানে 45টি নতুন প্রকল্পের কাজ চলছে ৷ এর মাধ্যমে 4 হাজার 660 কিমি নতুন রেলপথ তৈরি করা হবে এবং এতে 63 হাজার 997 কোটি টাকা ব্যয় হবে ৷

101টি অমৃত স্টেশন তৈরি হয়েছে ৷ এই কাজে ব্যয় হচ্ছে 3 হাজার 847.5 কোটি টাকা ৷ 2014 সালের পর থেকে রাজ্যে 450টি রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরি হয়েছে ৷

যাত্রী-পরিষেবার উন্নতি:
165টি নতুন লিফট, 315টি এসকেলেটর এবং 510টি স্টেশনে ওয়াইফাই চালু হয়েছে ৷ পশ্চিমবঙ্গে বর্তমানে 9টি বন্দেভারত এক্সপ্রেস চালু রয়েছে, যা রাজ্যের 9টি জেলাকে যুক্ত করেছে ৷ মালদা টাউন-বেঙ্গালুরু রুটে চালু হয়েছে একটি অমৃত ভারত এক্সপ্রেস, যা রাজ্যের সাতটি জেলার মধ্যে দিয়ে যাবে ৷

এর সঙ্গে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, জমি জটের জন্য রাজ্যে একাধিক রেল প্রকল্প আটকে রয়েছে ৷ তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি চিঠি প্রকাশ করেন ৷ এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে জমি অধিগ্রহণ দ্রুত করার অনুরোধ জানানো হয়েছে ৷

শুভেন্দুর আশা, বঙ্গে বিনিয়োগ সম্মেলনের সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেবেন এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করবেন ৷ পশ্চিমবঙ্গ সরকার রেল প্রকল্পগুলিকে দ্রুত সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতা করবেন ৷ এর ফলে রাজ্যের ব্যবসার পথ আরও সুগম হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.