ETV Bharat / lifestyle

চাণক্য মতে পুরুষদের এইসব গুণ থাকলেই আকৃষ্ট হন মহিলারা - CHANAKYA NITI

চাণক্য নিজের নীতিশাস্ত্রের মাধ্যমে আমাদের বিভিন্ন মতামত দিয়েছেন । চাণক্য় নীতি শাস্ত্রে পুরুষদের এমন কিছু গুণের কথা জানিয়েছেন, যার প্রতি মহিলারা সহজেই আকৃষ্ট হন ।

CHANAKYA NITI News
চাণক্য় নীতি (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 6, 2025, 3:23 PM IST

আচার্য চাণক্যের জ্ঞান গোটা বিশ্বে সমাদৃত ৷ প্রাচীন ভারতের এই পণ্ডিত ছিলেন একাধারে দার্শনিক ও কূটনীতিক ৷ চাণক্যের বাণী আজও অনেকের কাছে তাৎপর্যপূর্ণ ৷ আবার অনেকেই মনে করেন আচার্য চাণক্যের নীতি মানলে জীবন সহজেই এগিয়ে যায় ৷

নিজের নীতিশাস্ত্রে যে শুধু ব্যবসা-বাণিজ্য, রাজ্য পরিচালনার কথা উপদেশ দিয়েছেন এমনটা নয়, দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত কিছু জিনিসের উপরও মতবাদ প্রকাশ করেছেন ৷ যা মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য় করে ৷ এইসব উপদেশ বাদেও পুরুষের কোন গুণের প্রতি মহিলারা আকৃষ্ট হন ও কোন গুণ থাকলে মহিলাদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকে, এই সমস্ত ক্ষেত্রেও চাণক্য নিজের মত জানিয়েছেন । আচার্য চাণক্যের মতে জেনে নিন, কোন গুণের পুরুষের প্রতি মহিলারা আকৃষ্ট হন ?

সৎ পুরুষদের প্রতি আকৃষ্ট হন মহিলারা: চাণক্য মতে, যে পুরুষরা সৎ হন তাঁদের প্রতিই মহিলারা বেশি আকৃষ্ট হন ৷ কীভাবে বোঝেন যে এই পুরুষরা সৎ ৷ সরল মনের পুরুষরা স্বভাবতই শান্ত প্রকৃতির হয়ে থাকেন ৷ তাঁরা তাঁদের কাছের মানুষের কাছে কিছু কথা বা কোনও বিষয় লুকায় না ৷ এই ধরনের পুরুষদের জন্যই সম্পর্ক টিকিয়ে রাখতে পছন্দ করেন ৷ তাই চাণক্য বলে গিয়েছেন এই ধরনের পুরুষরা বেশি আকর্ষনীয় হয়ে থাকেন ফলে মহিলারা এই পুরুষদের সঙ্গেই থাকতে পছন্দ করেন ৷

স্বাধীনতা দিয়ে থাকেন যে পুরুষ: চাণক্য মতে, মহিলারা এমন পুরুষ পছন্দ করেন যাঁরা সঙ্গীকে স্বাধীনতা দেন ও কখনওই সন্দেহ করেন না ৷ চণক্য মতে, এই ধরনের পুরুষই মহিলারা চান ৷

মহিলাদের সন্মান দেওয়া: চাণক্য বলে গিয়েছেন, যে পুরুষরা মহিলাদের সম্মান দেন ও মহিলাদের যত্ন নিতে পছন্দ করেন সেইসব ছেলেদের প্রতিই মেয়েরা বেশি আকৃষ্ট হয় ৷ এই ধরনের জীবনসঙ্গী পেলে তাঁরা নিজেদের ভাগ্যবতী মনে করেন ৷ এছাড়াও কাজে সাহায্য় করা ও শরীর খারাপে যত্ন নেওয়া পুরুষদের সঙ্গেই মহিলারা থাকতে চান ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য প্রচলিত ও চাণক্যের দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

আচার্য চাণক্যের জ্ঞান গোটা বিশ্বে সমাদৃত ৷ প্রাচীন ভারতের এই পণ্ডিত ছিলেন একাধারে দার্শনিক ও কূটনীতিক ৷ চাণক্যের বাণী আজও অনেকের কাছে তাৎপর্যপূর্ণ ৷ আবার অনেকেই মনে করেন আচার্য চাণক্যের নীতি মানলে জীবন সহজেই এগিয়ে যায় ৷

নিজের নীতিশাস্ত্রে যে শুধু ব্যবসা-বাণিজ্য, রাজ্য পরিচালনার কথা উপদেশ দিয়েছেন এমনটা নয়, দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত কিছু জিনিসের উপরও মতবাদ প্রকাশ করেছেন ৷ যা মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য় করে ৷ এইসব উপদেশ বাদেও পুরুষের কোন গুণের প্রতি মহিলারা আকৃষ্ট হন ও কোন গুণ থাকলে মহিলাদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকে, এই সমস্ত ক্ষেত্রেও চাণক্য নিজের মত জানিয়েছেন । আচার্য চাণক্যের মতে জেনে নিন, কোন গুণের পুরুষের প্রতি মহিলারা আকৃষ্ট হন ?

সৎ পুরুষদের প্রতি আকৃষ্ট হন মহিলারা: চাণক্য মতে, যে পুরুষরা সৎ হন তাঁদের প্রতিই মহিলারা বেশি আকৃষ্ট হন ৷ কীভাবে বোঝেন যে এই পুরুষরা সৎ ৷ সরল মনের পুরুষরা স্বভাবতই শান্ত প্রকৃতির হয়ে থাকেন ৷ তাঁরা তাঁদের কাছের মানুষের কাছে কিছু কথা বা কোনও বিষয় লুকায় না ৷ এই ধরনের পুরুষদের জন্যই সম্পর্ক টিকিয়ে রাখতে পছন্দ করেন ৷ তাই চাণক্য বলে গিয়েছেন এই ধরনের পুরুষরা বেশি আকর্ষনীয় হয়ে থাকেন ফলে মহিলারা এই পুরুষদের সঙ্গেই থাকতে পছন্দ করেন ৷

স্বাধীনতা দিয়ে থাকেন যে পুরুষ: চাণক্য মতে, মহিলারা এমন পুরুষ পছন্দ করেন যাঁরা সঙ্গীকে স্বাধীনতা দেন ও কখনওই সন্দেহ করেন না ৷ চণক্য মতে, এই ধরনের পুরুষই মহিলারা চান ৷

মহিলাদের সন্মান দেওয়া: চাণক্য বলে গিয়েছেন, যে পুরুষরা মহিলাদের সম্মান দেন ও মহিলাদের যত্ন নিতে পছন্দ করেন সেইসব ছেলেদের প্রতিই মেয়েরা বেশি আকৃষ্ট হয় ৷ এই ধরনের জীবনসঙ্গী পেলে তাঁরা নিজেদের ভাগ্যবতী মনে করেন ৷ এছাড়াও কাজে সাহায্য় করা ও শরীর খারাপে যত্ন নেওয়া পুরুষদের সঙ্গেই মহিলারা থাকতে চান ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য প্রচলিত ও চাণক্যের দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.