ETV Bharat / state

কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ, ধরপাকড় শুরু হতেই খুন করে দেহ ভাসানো হল খালে - BUSINESSMAN ABDUCTED AND MURDERED

কলকাতার ব্যবসায়ীকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠল ৷ খাল থেকে দেহ উদ্ধার হয়েছে ৷ গ্রেফতার হয়েছে চারজন ৷ তাদের মধ্যে একজন নাবালক ৷

ETV BHARAT
ব্যবসায়ীকে অপহরণ করে খুন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 12:51 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: শহরের বুকে ব্যবসায়ীকে অপহরণ । পরে পুলিশি ধরপাকড় শুরু হতে ভয় পেয়ে এবং প্রতিশোধ স্বরূপ অপহৃতকে হত্যা করে, তাঁর দেহ খালের জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ । ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায় । মৃত ব্যবসায়ীর নাম শানু রাম (28)।

এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরীশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনার তদন্তে নেমে আমরা এক নাবালক-সহ মোট চারজনকে গ্রেফতার করেছি । থানার পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷"

এই ঘটনায় ধৃত একজনের নাম অনুপ মণ্ডল ওরফে রাজেশ মণ্ডল । তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে । এছাড়াও ধৃত দু'জন খোকন বৈদ্য ও প্রদীপ নয়াবাদের বাসিন্দা । নাবালক-সহ চারজনই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, গত জানুয়ারি মাসের 31 তারিখ শানু রাম নামে 28 বছরের এক যুবকের স্ত্রী কসবা থানায় এসে স্বামীর অপহরণের অভিযোগ দায়ের করেন ।

অপহরণের অভিযোগ পেয়ে স্থানীয় থানার তদন্তকারীরা বিভিন্ন ফোন লোকেশন ট্র্যাক করতে শুরু করে । এরপরেই দেখা যায়, শানু রামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা অন্য একটি ব্যাংকে স্থানান্তরিত হয়েছে । শানু রামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল, সেই অ্যাকাউন্ট হোল্ডারকে প্রথমে আটক করে পুলিশ । তারপরেই গোটা বিষয়টি জানা যায় ।

এরপর বিভিন্ন ফোন নম্বর লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, দক্ষিণ 24 পরগনার সোনারপুরের একটি বাড়িতে অভিযুক্তরা লুকিয়ে আছে । গতকাল পুলিশ পৌঁছনোর আগেই যাবতীয় কাজ সেরে ফেলে আততায়ীরা । ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই অপহৃত শানু রামকে অপহরণকারীরা খুন করে বলে অভিযোগ । পরে তাঁর দেহ একটি প্লাস্টিকে মুড়ে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত একটি খালে ভাসিয়ে দেওয়া হয় । অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ । বারুইপুরে সংশ্লিষ্ট খালে ডুবুরি নামিয়ে দেহটি উদ্ধার করা হয় ।

ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে অপহরণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু কেন অপহৃতকে খুন করতে গেল অপহরণকারীরা ? এর স্পষ্ট উত্তর এখনও জানা সম্ভব হয়নি । খুনের মোটিভ বা কারণ খুঁজে বের করার জন্য অভিযুক্ত তিনজনকে আজ আদালতে পেশ করা হবে । পাশাপাশি এই ঘটনায় ধৃত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হবে । তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে শুধুমাত্র চারজন যুক্ত নয় । বরং আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে । তাঁদের খোঁজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি: শহরের বুকে ব্যবসায়ীকে অপহরণ । পরে পুলিশি ধরপাকড় শুরু হতে ভয় পেয়ে এবং প্রতিশোধ স্বরূপ অপহৃতকে হত্যা করে, তাঁর দেহ খালের জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ । ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায় । মৃত ব্যবসায়ীর নাম শানু রাম (28)।

এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরীশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনার তদন্তে নেমে আমরা এক নাবালক-সহ মোট চারজনকে গ্রেফতার করেছি । থানার পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷"

এই ঘটনায় ধৃত একজনের নাম অনুপ মণ্ডল ওরফে রাজেশ মণ্ডল । তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে । এছাড়াও ধৃত দু'জন খোকন বৈদ্য ও প্রদীপ নয়াবাদের বাসিন্দা । নাবালক-সহ চারজনই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, গত জানুয়ারি মাসের 31 তারিখ শানু রাম নামে 28 বছরের এক যুবকের স্ত্রী কসবা থানায় এসে স্বামীর অপহরণের অভিযোগ দায়ের করেন ।

অপহরণের অভিযোগ পেয়ে স্থানীয় থানার তদন্তকারীরা বিভিন্ন ফোন লোকেশন ট্র্যাক করতে শুরু করে । এরপরেই দেখা যায়, শানু রামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা অন্য একটি ব্যাংকে স্থানান্তরিত হয়েছে । শানু রামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল, সেই অ্যাকাউন্ট হোল্ডারকে প্রথমে আটক করে পুলিশ । তারপরেই গোটা বিষয়টি জানা যায় ।

এরপর বিভিন্ন ফোন নম্বর লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, দক্ষিণ 24 পরগনার সোনারপুরের একটি বাড়িতে অভিযুক্তরা লুকিয়ে আছে । গতকাল পুলিশ পৌঁছনোর আগেই যাবতীয় কাজ সেরে ফেলে আততায়ীরা । ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই অপহৃত শানু রামকে অপহরণকারীরা খুন করে বলে অভিযোগ । পরে তাঁর দেহ একটি প্লাস্টিকে মুড়ে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত একটি খালে ভাসিয়ে দেওয়া হয় । অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ । বারুইপুরে সংশ্লিষ্ট খালে ডুবুরি নামিয়ে দেহটি উদ্ধার করা হয় ।

ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে অপহরণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু কেন অপহৃতকে খুন করতে গেল অপহরণকারীরা ? এর স্পষ্ট উত্তর এখনও জানা সম্ভব হয়নি । খুনের মোটিভ বা কারণ খুঁজে বের করার জন্য অভিযুক্ত তিনজনকে আজ আদালতে পেশ করা হবে । পাশাপাশি এই ঘটনায় ধৃত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হবে । তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে শুধুমাত্র চারজন যুক্ত নয় । বরং আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে । তাঁদের খোঁজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.