ETV Bharat / bharat

মহারাষ্ট্রে গ্রেফতার 19 বাংলাদেশি; একমাসে সংখ্যাটা 46 - BANGLADESHI WOMEN ARRESTED

পুলিশি অভিযানে তারা ভারতে প্রবেশের এবং এখানে থাকার জন্য কোনও বৈধ নথি দেখাতে পারেনি ৷ তারপরেই তাদের গ্রেফতার করা হয় ৷

3 Bangladeshi women arrested for illegal stay
মহারাষ্ট্রে গ্রেফতার 3 বাংলাদেশি মহিলা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jan 2, 2025, 11:52 AM IST

Updated : Jan 2, 2025, 12:13 PM IST

থানে, 2 জানুয়ারি: দিনকয়েক আগেই কলকাতা থেকে গ্রেফতার হয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী ৷ মহম্মদ আব্দুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ ৷ এবার মহারাষ্ট্রের থানে’তে অবৈধভাবে বাস করার জন্য তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গতকাল 16 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল ৷ ফলে গত দু’দিনে অনুপ্রবেশের জন্য গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যাটা 19 ৷ শেষ মাস ধরলে গ্রেফতারির সংখ্যা 46 ৷

বৃহস্পতিবার নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার পুলিশ বর্তক নগরের একটি এলাকায় অভিযান চালায় ৷ তাতে একটি ঘরে থাকা ওই তিন মহিলাকে খুঁজে পায় পুলিশ । জানা গিয়েছে, প্রত্যেকের বয়স 22 থেকে 45 বছরের মধ্যে ৷ ওই তিন মহিলা হোটেলে ওয়েটার হিসাবে কাজ করত ৷ পুলিশি অভিযানে তারা ভারতে প্রবেশের এবং এখানে থাকার জন্য কোনও নথি দেখাতে পারেনি ৷ তারপরেই পুলিশ তাদের গ্রেফতার করে ৷ তিনজনের বিরুদ্ধেই পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন এবং বিদেশি আইনের (The Foreigners Act, 1946) অধীনে মামলা দায়ের হয়েছে ৷

অন্যদিকে বুধবার মুম্বই, থানে ও মহারাষ্ট্রের অন্য তিন জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের 16 জন নাগরিককে ৷ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড ৷

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অশান্ত বাংলাদেশ ৷ এই পরিস্থিতিতে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এই রাজ্যে তাদের কোণঠাসা হয়ে পড়া স্লিপার সেলগুলিকে সজাগ করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ । সম্প্রতি পার্ক স্ট্রিট থেকে বাংলাদেশের প্রাক্তন এক বিএনপি নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে নকল পরিচয় পত্র দিয়ে আত্মগোপন করেছিল । এর আগে মে মাসে আগরতলা থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের জন্য গ্রেফতার করা হয়েছিল ৷ এবার ফের ভিনরাজ্য থেকে পড়শি দেশের নাগরিক গ্রেফতারে ফের চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে ৷

আরও পড়ুন

থানে, 2 জানুয়ারি: দিনকয়েক আগেই কলকাতা থেকে গ্রেফতার হয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী ৷ মহম্মদ আব্দুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ ৷ এবার মহারাষ্ট্রের থানে’তে অবৈধভাবে বাস করার জন্য তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গতকাল 16 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল ৷ ফলে গত দু’দিনে অনুপ্রবেশের জন্য গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যাটা 19 ৷ শেষ মাস ধরলে গ্রেফতারির সংখ্যা 46 ৷

বৃহস্পতিবার নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার পুলিশ বর্তক নগরের একটি এলাকায় অভিযান চালায় ৷ তাতে একটি ঘরে থাকা ওই তিন মহিলাকে খুঁজে পায় পুলিশ । জানা গিয়েছে, প্রত্যেকের বয়স 22 থেকে 45 বছরের মধ্যে ৷ ওই তিন মহিলা হোটেলে ওয়েটার হিসাবে কাজ করত ৷ পুলিশি অভিযানে তারা ভারতে প্রবেশের এবং এখানে থাকার জন্য কোনও নথি দেখাতে পারেনি ৷ তারপরেই পুলিশ তাদের গ্রেফতার করে ৷ তিনজনের বিরুদ্ধেই পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন এবং বিদেশি আইনের (The Foreigners Act, 1946) অধীনে মামলা দায়ের হয়েছে ৷

অন্যদিকে বুধবার মুম্বই, থানে ও মহারাষ্ট্রের অন্য তিন জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের 16 জন নাগরিককে ৷ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড ৷

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অশান্ত বাংলাদেশ ৷ এই পরিস্থিতিতে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এই রাজ্যে তাদের কোণঠাসা হয়ে পড়া স্লিপার সেলগুলিকে সজাগ করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ । সম্প্রতি পার্ক স্ট্রিট থেকে বাংলাদেশের প্রাক্তন এক বিএনপি নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে নকল পরিচয় পত্র দিয়ে আত্মগোপন করেছিল । এর আগে মে মাসে আগরতলা থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের জন্য গ্রেফতার করা হয়েছিল ৷ এবার ফের ভিনরাজ্য থেকে পড়শি দেশের নাগরিক গ্রেফতারে ফের চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে ৷

আরও পড়ুন

Last Updated : Jan 2, 2025, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.