কুলতলি, 10 ফেব্রুয়ারি: বাঘ ধরতে গিয়ে সেই বাঘেরই মুখে পড়লেন বনকর্মী ৷ তাঁর ঘাড় কামড়ে ধরে জঙ্গলে টেনে নিয়ে যেতে উদ্যত রয়্যাল বেঙ্গল টাইগার ৷ অন্যান্য বনকর্মীরা তখন লাঠি হাতে সেই বাঘকে আটকানোর চেষ্টা চালাচ্ছেন ৷ বাঘে-মানুষে চলে দীর্ঘক্ষণ লড়াই ৷ এমনই হাড়হিম ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ 24 পরগনার কুলতলির মৈপীঠ ৷ গুরুতর জখম হন বন দফতরের এক কর্মী ।
এই ঘটনা চাক্ষুস করে ভয়ে কাঁপছেন গ্রামবাসীরা ৷ স্থানীয় বাসিন্দা ভগীরথ মণ্ডল বলেন, "বাঘ দেখলাম ৷ বন দফতরের কর্মীরা তাড়া করায় ঝাঁপ দিয়ে একজনের উপর এসে পড়ল ৷ কামড়ে ধরেছিল ৷ বাঘের সঙ্গে তখন লড়াই চলছিল ৷"
কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের বাঘের আতঙ্ক ছড়ায় ৷ জায়গায় জায়গায় দেখা যায় বাঘের পায়ের ছাপ ৷ এরপর সোমবার সকালে বন দফতরের কর্মীরা বাঘের খোঁজ শুরু করেন ৷ তবে তাঁরা বুঝে উঠতে পারেননি, সেই সময়ই তাঁদের তাক করছে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ আচমকা জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের উপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই বাঘ ৷ হঠাৎ এই ঘটনা ঘটায় হতভম্ভ হয়ে পড়েন বনকর্মীরা ৷ তাঁরা তাঁদের সহকর্মীকে বাঘের কবল থেকে বাঁচাতে লাঠি দিয়ে মারতে শুরু করেন সেই বাঘকে ৷
রবিবার রাত থেকেই দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল । খবর পেয়ে সেখানে যান বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের কর্মীরা । জানানো হয়েছিল মৈপীঠ উপকূল থানাকেও ।
বাঘটি যাতে কোনওভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতে নগেনাবাদ 9 নম্বর মুলার জেটি ঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল । এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশপাশেই রয়েছে বাঘ । সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয় । স্থানীয় টাইগার টিমের সদস্যেরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন । স্থানীয় সূত্রে খবর, সেই সময়েই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের উপর বাঘটি হামলা চালায় । কামড়ে ধরে তাঁর ঘাড় । বাঘটিকে আঘাত করে কোনও ক্রমে তাঁকে রক্ষা করেন অন্যান্য বনকর্মীরা ৷ শিকার ফেলে জঙ্গলে ঢুকে পড়ে দক্ষিণরায় ৷
এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগের আধিকারিক নিশা গোস্বামী বলেন, "গতকাল বন দফতরের কাছে খবর আসে কুলতলি এলাকায় লোকালয়ে বাঘ ঢুকেছে । খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং বাঘটিকে তাড়ানোর ব্যবস্থা করে ৷ সেই সময় অতর্কিতভাবে এক বনকর্মীর উপর বাঘটি হামলা করে ৷ আহত বনকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"
আরেক গ্রামবাসী মধুসূদন নন্দী বলেন, "পরপর এলাকায় বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটছে ৷ গত কয়েকদিনে 10-12 বার হয়ে গেল ৷ কাল রাতেও একটা বাঘ ঢুকেছে ৷ আর বোধহয় বেরোতে পারেনি ৷ আজ হামলা চালিয়েছে ৷ আমরা খুবই আতঙ্কে আছি ৷ আমরা চাই জাল দিয়ে পুরো এলাকা এমনভাবে ঘিরে দেওয়া হোক, যাতে বাঘ আসতে না পারে ৷"