ETV Bharat / bharat

কুম্ভের পথে 300 কিমি লম্বা যানজট ! স্টেশন চত্বরেও তিল ধারনের জায়গার অভাব - MAHA KUMBH 2025

পরিস্থিতির জেরে রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে ৷ যার ফলে যাত্রীরা দীর্ঘ সময় ধরে মহাসড়কেই আটকে রয়েছেন।

MAHA KUMBH 2025
কুম্ভে 300 কিলোমিটার লম্বা যানজট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2025, 1:09 PM IST

প্রয়াগরাজ, 10 ফেব্রুয়ারি: মহাকুম্ভের যাওয়ার পথে যানজট ৷ তবে এই যানজট সাধারণ নয়, কুম্ভের পাশাপাশি এবার প্রয়াগরাজ সাক্ষী থাকল প্রায় 300 কিলোমিটার পর্যন্ত যানজটের ৷ যা বিশ্বের দীর্ঘতম যানজট বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, প্রয়াগরাজ-সহ অন্যান্য স্টেশনেও ভিড় উপচে পড়েছে ৷

লখনউ থেকে মহাকুম্ভের জন্য ট্রেনগুলির আসা এবং যাওয়ার সময় প্ল্যাটফর্মগুলিতে জিআরপি এবং আরপিএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ নিরাপত্তা কর্মীরা প্ল্যাটফর্মের উপর নজর রাখছে ৷ প্রতিটি কোচও পরিদর্শন করেন ৷ স্টেশনের সিসিটিভির মাধ্যমেও পর্যবেক্ষণ করা হবে। রবিবার, উত্তর রেলওয়ে লখনউ ডিভিশন প্রশাসনের পক্ষ থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে। আরপিএফ এবং জিআরপি অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, জওয়ানদের স্টেশনগুলিতে সতর্ক থাকতে হবে যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে এবং ট্রেনগুলি সুষ্ঠুভাবে চলতে পারে।

মহাকুম্ভ মেলার দিকে যাওয়ার রাস্তাগুলিতে দীর্ঘ যানজটের ছবি ধরা পড়েছে ৷ রবিবার থেকে এই বিশাল যানজটের ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সোমবার সেই যানজট আরও দীর্ঘ হয়েছে বলে খবর ৷ সেখানেই কয়েক লক্ষ ভক্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন ৷ বিশাল যানজটের জেরে অনেকে সময় মতো কুম্ভে পৌঁছতেও পারেননি। যানজটের কারণে অনেকেই নিজেদের যানবাহনে আটকে থাকতে বাধ্য হয়েছেন ৷ শনিবার থেকেই প্রয়াগরাজের দিকে আসা যানবাহনের ভিড় আটকাতে সচেষ্ট হয়েছিল পুলিশ প্রশাসন ৷ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় কয়েকশো গাড়ি থামিয়ে দেওয়া হয় ৷ যার জেরেই যানজট আরও বেড়েছে বলে দাবি ৷ অন্যদিকে একে 'বিশ্বের বৃহত্তম যানজট' বলেও সোশাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন ৷

পরিস্থিতির জেরে রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে ৷ যার ফলে যাত্রীরা দীর্ঘ সময় ধরে মহাসড়কেই আটকে থাকেন। উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রশাসনের এই অনুষ্ঠান পরিচালনার তীব্র সমালোচনা করেন ৷ আটকে পড়া ভক্তদের দুর্দশার সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "যানজটে আটকে থাকা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, দুর্দশাগ্রস্ত এবং ক্লান্ত তীর্থযাত্রীদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। সাধারণ ভক্তরা কি মানুষ নন ?" প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, মহাকুম্ভের সময় উত্তরপ্রদেশে যানবাহন টোলমুক্ত করা উচিত ৷ যাতে যানজট কমানো যায় এবং ভক্তদের যাত্রা নিশ্চিত করা যায়।

এক্স হ্যান্ডেলে অখিলেশ যাদব লিখেছেন, "মহাকুম্ভ উপলক্ষে, উত্তরপ্রদেশে যানবাহন টোলমুক্ত করা উচিত। এতে সাধারণ সমস্যা এবং যানজটের সমস্যাও কমবে। যখন চলচ্চিত্র বিনোদনকে করমুক্ত করা যেতে পারে, তাহলে কেন এই ধর্মীয় অনুষ্ঠানের জন্য যানবাহনগুলিকে টোল থেকে অব্যাহতি দেওয়া হবে না ?" তিনি আরও জানান, লখনউ থেকে প্রয়াগরাজ রাস্তায় 30 কিলোমিটার আগে নবাবগঞ্জে বড় জ্যাম, রেওয়া রোডের 16 কিলোমিটার এবং বারাণসীর দিকে 15 কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে ৷

তিনি ট্রেনে অতিরিক্ত ভিড়ের খবরও উল্লেখ করেন, এমনকি যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য ইঞ্জিনে চাপ দেওয়ার অভিযোগও উল্লেখ করেন। "স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে," তিনি আরও বলেন। ইতিমধ্যে, মধ্যপ্রদেশের কর্তৃপক্ষ একাধিক জেলায় যানবাহন চলাচল বন্ধ করে প্রতিক্রিয়া জানিয়েছে। কাটনিতে, পুলিশ লাউডস্পিকারের মাধ্যমে ঘোষণা করেছে যে সোমবার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি ভিডি শর্মা দলীয় কর্মীদের তাদের নিজেদের এলাকায় আটকে পড়া তীর্থযাত্রীদের সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "সকল বিজেপি কর্মীদের অনুরোধ করা হচ্ছে যেন তারা মহাকুম্ভে যাওয়া ভক্তদের সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করেন। প্রয়োজনে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন। নিশ্চিত করুন যে কোনও ভক্ত যাতে অসুবিধার সম্মুখীন না হন। আসুন আমরা এই মহাযজ্ঞে আমাদের ভূমিকা পালন করি ৷"

প্রয়াগরাজ, 10 ফেব্রুয়ারি: মহাকুম্ভের যাওয়ার পথে যানজট ৷ তবে এই যানজট সাধারণ নয়, কুম্ভের পাশাপাশি এবার প্রয়াগরাজ সাক্ষী থাকল প্রায় 300 কিলোমিটার পর্যন্ত যানজটের ৷ যা বিশ্বের দীর্ঘতম যানজট বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, প্রয়াগরাজ-সহ অন্যান্য স্টেশনেও ভিড় উপচে পড়েছে ৷

লখনউ থেকে মহাকুম্ভের জন্য ট্রেনগুলির আসা এবং যাওয়ার সময় প্ল্যাটফর্মগুলিতে জিআরপি এবং আরপিএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ নিরাপত্তা কর্মীরা প্ল্যাটফর্মের উপর নজর রাখছে ৷ প্রতিটি কোচও পরিদর্শন করেন ৷ স্টেশনের সিসিটিভির মাধ্যমেও পর্যবেক্ষণ করা হবে। রবিবার, উত্তর রেলওয়ে লখনউ ডিভিশন প্রশাসনের পক্ষ থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে। আরপিএফ এবং জিআরপি অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, জওয়ানদের স্টেশনগুলিতে সতর্ক থাকতে হবে যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে এবং ট্রেনগুলি সুষ্ঠুভাবে চলতে পারে।

মহাকুম্ভ মেলার দিকে যাওয়ার রাস্তাগুলিতে দীর্ঘ যানজটের ছবি ধরা পড়েছে ৷ রবিবার থেকে এই বিশাল যানজটের ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সোমবার সেই যানজট আরও দীর্ঘ হয়েছে বলে খবর ৷ সেখানেই কয়েক লক্ষ ভক্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন ৷ বিশাল যানজটের জেরে অনেকে সময় মতো কুম্ভে পৌঁছতেও পারেননি। যানজটের কারণে অনেকেই নিজেদের যানবাহনে আটকে থাকতে বাধ্য হয়েছেন ৷ শনিবার থেকেই প্রয়াগরাজের দিকে আসা যানবাহনের ভিড় আটকাতে সচেষ্ট হয়েছিল পুলিশ প্রশাসন ৷ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় কয়েকশো গাড়ি থামিয়ে দেওয়া হয় ৷ যার জেরেই যানজট আরও বেড়েছে বলে দাবি ৷ অন্যদিকে একে 'বিশ্বের বৃহত্তম যানজট' বলেও সোশাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন ৷

পরিস্থিতির জেরে রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে ৷ যার ফলে যাত্রীরা দীর্ঘ সময় ধরে মহাসড়কেই আটকে থাকেন। উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রশাসনের এই অনুষ্ঠান পরিচালনার তীব্র সমালোচনা করেন ৷ আটকে পড়া ভক্তদের দুর্দশার সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "যানজটে আটকে থাকা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, দুর্দশাগ্রস্ত এবং ক্লান্ত তীর্থযাত্রীদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। সাধারণ ভক্তরা কি মানুষ নন ?" প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, মহাকুম্ভের সময় উত্তরপ্রদেশে যানবাহন টোলমুক্ত করা উচিত ৷ যাতে যানজট কমানো যায় এবং ভক্তদের যাত্রা নিশ্চিত করা যায়।

এক্স হ্যান্ডেলে অখিলেশ যাদব লিখেছেন, "মহাকুম্ভ উপলক্ষে, উত্তরপ্রদেশে যানবাহন টোলমুক্ত করা উচিত। এতে সাধারণ সমস্যা এবং যানজটের সমস্যাও কমবে। যখন চলচ্চিত্র বিনোদনকে করমুক্ত করা যেতে পারে, তাহলে কেন এই ধর্মীয় অনুষ্ঠানের জন্য যানবাহনগুলিকে টোল থেকে অব্যাহতি দেওয়া হবে না ?" তিনি আরও জানান, লখনউ থেকে প্রয়াগরাজ রাস্তায় 30 কিলোমিটার আগে নবাবগঞ্জে বড় জ্যাম, রেওয়া রোডের 16 কিলোমিটার এবং বারাণসীর দিকে 15 কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে ৷

তিনি ট্রেনে অতিরিক্ত ভিড়ের খবরও উল্লেখ করেন, এমনকি যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য ইঞ্জিনে চাপ দেওয়ার অভিযোগও উল্লেখ করেন। "স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে," তিনি আরও বলেন। ইতিমধ্যে, মধ্যপ্রদেশের কর্তৃপক্ষ একাধিক জেলায় যানবাহন চলাচল বন্ধ করে প্রতিক্রিয়া জানিয়েছে। কাটনিতে, পুলিশ লাউডস্পিকারের মাধ্যমে ঘোষণা করেছে যে সোমবার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি ভিডি শর্মা দলীয় কর্মীদের তাদের নিজেদের এলাকায় আটকে পড়া তীর্থযাত্রীদের সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "সকল বিজেপি কর্মীদের অনুরোধ করা হচ্ছে যেন তারা মহাকুম্ভে যাওয়া ভক্তদের সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করেন। প্রয়োজনে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন। নিশ্চিত করুন যে কোনও ভক্ত যাতে অসুবিধার সম্মুখীন না হন। আসুন আমরা এই মহাযজ্ঞে আমাদের ভূমিকা পালন করি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.