কলকাতা, 2 জানুয়ারি: হারের সরণিতে বাঁধ দেওয়া গিয়েছে। এবার জয়ের আলোয় ফেরার চেষ্টা। পাহাড়ে তারই খোঁজে মহমেডান স্পোর্টিং। শুক্রবার সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। যাঁরা চলতি আইএসএলে দুর্ধর্ষ ফর্মে ৷ গত ম্যাচে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন মুম্বই সিটি এফসি'কে তাঁদের ঘরের মাঠে পেদ্রো বেনালির দল হারিয়েছে 3-0 গোলে ৷
তবে ডুরান্ড কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে নামার আগে সাদা-কালো শিবির অনেক বেশি আত্মবিশ্বাসী। কারণ, মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ড্র আন্দ্রে চের্নিশভের ছেলেদের মানসিকতায় বদল ঘটিয়েছে। কোচের কথায়, "নর্থ-ইস্ট শক্তিশালী প্রতিপক্ষ। আমরা ওদের সমীহ করছি ৷ বছর দুই-তিন আগেও ওরা এত ভয়ঙ্কর হয়ে খেলত না ৷ কিন্তু ওদের কোচ পরিবর্তন হওয়ার পর এবং অনেক নতুন প্লেয়ার আসার পর ওরা ভয়ঙ্কর খেলছে। তবে আমরাও শেষ মিনিট পর্যন্ত লড়াই করব। দেখা যাক তিন পয়েন্ট আসে কি না ৷"
.@MohammedanSC head coach #AndreyChernyshov and player #AdisonSingh were present at the pre-match press conference ahead of #NEUMSC ⚔️
— Indian Super League (@IndSuperLeague) January 2, 2025
Follow this 🧵 for all the updates ⬇️#ISL #LetsFootball #MohammedanSC pic.twitter.com/MeXBRotctT
চের্নিশভের কথায়, "ওরা গত ম্যাচে মুম্বই সিটি এফসি'কে 3-0 হারিয়েছে। ওদের খেলার ধরন আলাদা। ওরা ভারতের লিভারপুল। ওরা প্রথমে আক্রমণ করে গোল তুলে নেওয়ার চেষ্টা করে অথবা কোনও প্রতি আক্রমণ থেকে ব্যবধান বাড়ায়। দুই উইংয়েও ওরা সমান কার্যকরী। তাই আমাদের যথেষ্ট সতর্কভাবে পা ফেলতে হবে।" কার্ড সমস্যায় মহামেডান এই ম্যাচে পাওয়া যাবে না রালতে এবং কাশিমভকে। যা মহমেডান স্পোর্টিংয়ের কাছে বড় ধাক্কা। তবে ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রাঙ্কা ফিট। চের্নিশভ বলছেন, "ফ্রাঙ্কার সঙ্গে আমার কথা হয়েছে । ও এখন অনেকটা সুস্থ হয়েছে ৷ দেখা যাক কী হয় ৷ আমরা শেষ পর্যন্ত ওকে দেখার পরে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব।"
নর্থ-ইস্ট ইউনাইটেডের আক্রমণভাগ আলেইদিন আজারাই'য়ের নেতৃত্বে দুরন্ত ছন্দে। প্রতিপক্ষ রক্ষণের ছোট ভুল কাজে লাগিয়ে জয় তুলে নিতে দক্ষ। মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে দলের বড় জয়ে নেতৃত্ব দিয়েছেন মরোক্কান স্ট্রাইকার। ফলে সাদা-কালো রক্ষণভাগ কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। তার উপর নর্থ-ইস্ট ইউনাইটেডের সমর্থকরা তো রয়েছেন। ঘরের মাঠে প্রিয় দলের সমর্থনে গলা ফাটিয়ে প্রতিপক্ষের কাজ কঠিন করে তোলে। বিষয়টি নিয়ে সতর্ক চের্নিশভ। তিনি বলছেন, "নর্থ-ইস্টের একটা বড় শক্তি ওদের সমর্থকরা, কালকেও ওদের সমর্থকরা মাঠে আসবে আমাদের সেই সমর্থকদের চাপ সামলে নিজেদের ভালো খেলতে হবে।"
নতুন বছরে ঘুরে দাঁড়াতে চাইছে মহমেডান। নতুন ফুটবলার নেওয়ার পরিকল্পনা চলছে। দেশি-বিদেশি বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথাও বলছেন সাদা-কালো রিক্রুটাররা। পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে কোচিং ব্রিগেডে যোগ করা হয়েছে মেহরাজউদ্দিন ওয়াডুকে। যার কোচিংয়ে গত মরশুমে কলকাতা লিগ জিতেছিল মহমেডান। নতুন সহকারীর যোগদানে সত্যিই দলের উপকার হল কি না, তা ভবিষ্যত বলবে। তবে চের্নিশভ বলছেন, "মেহরাজউদ্দিন আসায় মহামেডান অনেক সমৃদ্ধ হয়েছে। ওর আগেও দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। আমার সঙ্গে ওর একপ্রস্থ দল নিয়ে আলোচনা হয়েছে। আশা করি দু'জন মিলে মহামেডানকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারব।"