চেন্নাই, 29 জুন:দিনকয়েক আগে ওয়ান-ডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিলেন হরমনপ্রীত অ্যান্ড কোং। এবার টেস্ট ম্যাচেও প্রোটিয়াদের নিয়ে ছেলেখেলা করল 'উইমেন ইন ব্লু' ৷ টেস্টে মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস গড়ে বিশ্বরেকর্ড গড়ল ভারতের প্রমিলাবাহিনী ৷
শুক্রবার চিপকে টেস্টের প্রথম দিন থেকে প্রোটিয়া বোলারদের উপর বুলডোজার চালান ভারতীয় ব্যাটাররা ৷ ব্যাট হাতে তাণ্ডব দেখান শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা ৷ মহিলাদের টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন শেফালি বর্মা ৷ সেঞ্চুরি করেন মন্ধানাও ৷ দলগতভাবেও ভারতের নাম জ্বলজ্বল করে ওঠে ক্রিকেটের রেকর্ডবুকে ৷ শনিবার টেস্টের দ্বিতীয় দিন শনিবার মাঠে নেমে ফের একবার নজির গড়লেন টিম ইন্ডিয়া ৷
এর আগে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অজিদের দখলে ৷ চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংসে অস্ট্রেলিয়ার 575 রান ছিল বিশ্বরেকর্ড ৷ এদিন 575 রানের গণ্ডি টপকে নয়া বিশ্বরেকর্ড গড়ল ভারতের প্রমিলা বাহিনী ৷ গতকাল টসে জিতে ব্যাট করতে নেমে 197 বলে 205 রানের ঝকঝকে ইনিংস খেলেন ভারতীয় দলের ওপেনার শেফালি বর্মা।
দ্বিশতরান করে নিজের ইনিংস আরও বাড়াচ্ছিলেন শেফালি, কিন্তু এরইমধ্যে রান-আউট হয়ে যান তিনি ৷ 23টি চার ও 8টি ছক্কা হাঁকান তিনি ৷ স্মৃ্তি মন্ধানা 161 বলে 149 রান করেন ৷ 27টি বাউন্ডারি ও 1টি ওভার বাউন্ডারি হাঁকান 'কুইন' মন্ধানা ৷ 15 রানে আউট হন শুভা সতীশ ৷ জেমিমাও অর্ধশতরান করেন ৷ 94 বলে 55 রান করেন তিনি ৷ 69 রানে আউট হন ভারতের মহিলা ক্রিকেট অধিনায়ক ৷ বঙ্গতনয়া রিচা ঘোষের ব্যাট থেকে আসে 86 রান ৷ 16টি চার মারেন তিনি ৷ দীপ্তি শর্মা 2 রান ক্রিজে নেমে 2 রান নিতেই ছ'শো রানে গণ্ডি টপকায় ভারত ৷
6 উইকেটে 603 রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত ৷ অন্যদিকে, প্রোটিয়া বাহিনীর হয়ে হাত ঘুরিয়ে একটি করে উইকেট নেন, নাদিন ডে'ক্লার্ক, তুমি শেখুখুনে, ননকুলুলেকু ম্লাবা ৷ 2টি উইকেট নেন ডেলমি টুকের ৷