নভি মুম্বই, 20 ডিসেম্বর: মহিলাদের আন্তর্জাতিক টি-20'তে ভারতের রেকর্ড রান তোলার দিনে অনন্য কীর্তি গড়লেন রিচা ঘোষ ৷ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে দ্রুততম অর্ধশতরানের নজির হাঁকালেন শিলিগুড়ির মেয়ে ৷ তবে কিউয়ি ব্য়াটার সোফি ডিভাইন এবং অজি ব্য়াটার ফোয়েব লিচফিল্ডের সঙ্গে নজির ভাগ করে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরানের মালকিন হলেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পথে প্রথমে ব্য়াট করে বৃহস্পতিবার ব্যক্তিগত সর্বাধিক (217/4) রান তোলে ভারতীয় দল ৷ এরর মধ্যে 21 বলে 54 রানের ঝোড়ো ইনিংস খেলেন বাংলার মেয়ে রিচা ৷
রিচা এদিন অর্ধশতরান পূর্ণ করেন 18 বলে ৷ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতীয় স্টাম্পার-ব্য়াটারের বিধ্বংসী ইনিংস সাজানো ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৷ এর আগে ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান ছিল স্মৃতি মন্ধনার ঝুলিতে ৷ 2019 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 24 বলে হাফসেঞ্চুরি করেছিলেন বাঁ-হাতি ওপেনার ৷ এদিন সতীর্থের নজির ভেঙে দিলেন বঙ্গতনয়া ৷
তবে দলকে রানের শিখরে পৌঁছে দিতে বৃহস্পতিবার মন্ধনারও জুড়ি মেলা ছিল ভার ৷ ইনিংসের গোড়াপত্তন করতে নেমে এক ওপেনার উমা ছেত্রী শূন্য রানে ফিরলেও 47 বলে ঝোড়ো 77 রান আসে অধিনায়িকার ব্যাটে ৷ দলের বড় রানের ভিত গড়ে ওঠে তাঁর ব্যাটেই ৷ বাঁ-হাতি ওপেনারের ইনিংস এদিন সাজানো ছিল 13টি চার ও একটি ছয়ে ৷ এছাড়া জেমিমা রড্রিগেজের 28 বলে 39 এবং রাঘবি বিস্তের 22 বলে 31 রানও ভারতের নজির গড়ার পথে সহায়ক হয় ৷ পাঁচে নেমে নজির গড়েন রিচা ৷
For smashing the joint-fastest T20I Fifty in women's cricket, Richa Ghosh receives the Player of the Match award 👏👏
— BCCI Women (@BCCIWomen) December 19, 2024
Scorecard ▶️ https://t.co/Fuqs85UJ9W#TeamIndia | #INDvWI | @IDFCFirstbank | @13richaghosh pic.twitter.com/iyOB4sNCTp
শেষ পর্যন্ত চার উইকেট 217 রান তোলে ভারত ৷ জবাবে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 157 রানের বেশি তুলতে পারেনি ক্যারিবিয়ানরা ৷ ভারতের হয়ে সর্বাধিক চার উইকেট রাধা যাদবের ৷ 60 রানে ম্য়াচ এবং সেইসঙ্গে সিরিজও জিতে নেয় মন্ধনা ব্রিগেড ৷ খরা কাটিয়ে ঘরের মাঠে পাঁচ বছর পর টি-20 সিরিজ জিতল ভারত ৷