গোসাবা, 5 ফেব্রুয়ারি: চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে কিশোরীর মৃত্যুর ঘটনায় জামিন পেলেন নাগরদোলার মালিক অমল মণ্ডল ৷ তাকে গ্রেফতার করে বুধবার আদালতে পেশ করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ । তবে আদালত ধৃতকে জামিনের নির্দেশ দিয়েছে ৷
ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় । মৃত কিশোরীর নাম সায়ন্তনী মণ্ডল (17)। তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের সঙ্গে পাঁচদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয় । সেই উপলক্ষেই রাতে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয় ।
সেই সময়ই মেলায় বৈদ্যুতিক নাগরদোলা চড়তে উঠেছিল কুমিরমারির বাসিন্দা সায়ন্তনী মণ্ডল ৷ তার সঙ্গে ছিল আরও দু'জন - মানসী মণ্ডল ও টুম্পা মণ্ডল । নাগরদোলা যখন তীব্র গতিতে ঘুরছে তখন হঠাৎই তা থেকে ছিটকে পড়ে যায় এই তিনজন । গুরুতর আহত হয় সায়ন্তনী । ঘাড়, মাথা-সহ তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে ।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিরমারি থেকে স্পিড বোটে চাপিয়ে ধামাখালি নিয়ে যাওয়া হয় । কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় হাসপাতালে না-রেখে অ্যাম্বুল্যান্সে করে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি নার্সিংহোমে । তবে শেষ রক্ষা হয়নি ৷ মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয় । ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় শোকস্তব্ধ হয়ে পড়েছে ৷
এই বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও রাম কুমার মণ্ডল জানান, "কুমিরমারি গ্রামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেই উপলক্ষে মেলা বসেছিল । দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । এসেছিল নাগরদোলাও । মঙ্গলবার কয়েকজন বন্ধুর সঙ্গে নাগরদোলায় চড়ে একাদশ শ্রেণির ছাত্রী সায়ন্তনী মণ্ডল । কিন্তু নাগরদোলা ঘোরার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে । নাগরদোলা থেকে ছিটকে পড়ে যায় সায়ন্তনী । থেমে যায় নাগারদোলা ।"
উল্লেখ্য, কয়েকদিন আগেই বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত হয় তিনজন । তবে সেবার প্রাণে বেঁচে যান আহত ব্যক্তিরা । এবার নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । শুরু হয়েছে তদন্ত । কীভাবে এই দুর্ঘটনা হল তা স্পষ্ট নয় । ঘুরন্ত নাগরদোলায় কোনও বিপত্তি ঘটেছিল, নাকি ওই ছাত্রীরা ছবি তোলার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে, তা এখনও জানা যায়নি ।