হায়দরাবাদ, 21 ডিসেম্বর: রাজনীতিবিদরাও কিন্তু সিনেমা দেখতে ভীষণ ভালোবাসেন ৷ সিনে দুনিয়ার হাল হকিকতের খোঁজ রাখেন তাঁরাও ৷ উদাহরণ স্বরূপ বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ৷ তাহলে কি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সিনেমার পোকা বলা যায় ? সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেলের পোস্ট যেন তেমন বার্তাই দিচ্ছে ৷
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ বছর শেষে বিনোদনের রসদ জোগালো কোন কোন সিনেমা, পছন্দের তালিকা নিয়ে সকলেই কথা বলছেন ৷ তালিকা থেকে বাদ গেলেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ সোশাল মিডিয়ায় জানালেন, চলতি বছর তাঁর কোন কোন সিনেমা ভালো লেগেছে ৷ তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় সিনেমা পায়েল কাপাডিয়া পরিচালিত 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ৷
Here are a few movies I’d recommend checking out this year. pic.twitter.com/UtdKmsNUE8
— Barack Obama (@BarackObama) December 20, 2024
কান ফিল্ম ফেস্টিভ্যালে হইচই ফেলে দিয়েছে পায়েলের 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ৷ চলতি বছর মে মাসে ছবির মুকুচে ওঠে গ্র্যান্ড প্রিক্স-এর মতো ঐতিহাসিক পুরস্কার ৷ কানি কুসরতি, দিব্যা প্রভা ও ছায়া কদম অভিনীত এই ছবি কেরালা 29তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (IFFK) সম্প্রতি প্রদর্শিত হয়েছে ৷ সেখানেও এই ছবি জিতে নিয়েছে স্পিরিট অফ সিনেমা অ্যাওয়ার্ড ৷
এক্স হ্যান্ডেলে (টুইটার) বারাক ওবামা তাঁর এই বছরের সেরা সিনেমা, সেরা বই ও সেরা মিউজিকের তালিকা প্রকাশ করেছেন ৷ সেই তালিকায় যেমন পায়েল কাপাডিয়ার ছবি রয়েছে তেমনই রয়েছে স্বনামধন্য পরিচালক ডেনিস ভিলেনিউভ, সন বেকারের নাম ৷ প্রাক্তন প্রেসিডেন্ট কাপাডিয়ার ছবির প্রশংসা করে জানিয়েছেন, তাঁর দেখা সেরা সিনেমারগুলির মধ্যে অন্যতম এটি ৷ তালিকায় রেখেছেন 'ডুন 2', 'অ্যানোরা', 'দ্য পিয়ানো লিসন'-এর মতো ছবিও ৷
সোশাল মিডিয়ায় কাপাডিয়ার ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট লেখেন, "এখানে কিছু সিনেমার তালিকা রয়েছে যা এই বছর আমি দেখেছি ৷ দেখার জন্য রেকোমেন্ড করছি ৷" কাপাডিয়ার সিনেমার পাশাপাশি উল্লেখ রয়েছে 'দ্য প্রমিস ল্যান্ড', 'সুগারকেন', 'দিদি', 'দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ' ও 'দ্য কমপ্লিট আননোন' ৷
আসলে অল উই ইমাজিন অ্যাজ লাইট-এর মুকুটে ভারতীয় সিনেমা হিসাবে এটাও একটা বড় পালক ৷ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের মুখে প্রশংসা পেয়েছে এই ছবি ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালে 30 বছর পর কোনও ভারতীয় সিনেমা প্রতিযোগিতায় পুরস্কৃত হয়ে ইতিহাস তৈরি করেছে ৷ এর আগে 1994 সালে এই প্রতিযোগিতায় জেতা শেষ ছবি ছিল শাজি এন করুণের স্বহম ৷ অন্যদিকে, অল উই ইমাজিন অ্যাজ লাইট 82 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্য দুটি বিভাগে নমিনেশন পেয়েছে ৷ যার ফলাফল জানা যাবে 2025 সালের 5 জানুয়ারি ৷