ঢাকা, 21 ডিসেম্বর: অশান্ত বাংলাদেশে হিন্দু মন্দিরে ফের হামলা ! ময়মনসিংহ ও দিনাজপুরের 3টি হিন্দু মন্দির ও 8টি মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে খবর ৷ স্থানীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্য়েই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷
গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুই মন্দিরে হামলার অভিযোগ ওঠে ৷ হালুয়াঘাট থানার অফিসার-ইন-চার্জ আবুল খায়ের জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে বন্দেরপাড়া মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ৷ ভেঙে ফেলা হয় দুটি মূর্তি ৷ যদিও সেই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি ৷
বৃহস্পতিবার হালুয়াঘাট এলাকার পলাশকাণ্ড কালী মন্দিরেও হামলা চালানো হয় বলে জানান পুলিশ আধিকারিক ৷ সেই ঘটনায় আলাল উদ্দিন নামক 27 বছরের এক স্থানীয় যুবককে গ্রেফতার করা হয় ৷ পুলিশি জেরায়, হিন্দু মন্দিরে হামলার ঘটনা স্বীকার করে নেন বলেও জানিয়েছেন হালুয়াঘাট থানার অফিসার-ইন-চার্জ ৷ শুক্রবার বিকেলে তাঁকে ময়মনসিংহের আদালতে পেশ করা হয় ৷ তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
অন্যদিকে, মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝরবারি শ্মশান কালি মন্দিরে 5টি মূর্তি ভেঙে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার প্রকাশ্য়ে আসে সেই ঘটনা ৷ যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷ ঘটনায় আতঙ্কিত মন্দির কমিটির সভাপতি জনার্দন রায় বলেন, "এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি ৷" বীরগঞ্জ থানার ইন-চার্জ আব্দুল গফুর জানান, ঘটনার তদন্ত চলছে ৷
বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এই প্রথম নয় ৷ অগস্ট মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশে হিন্দুদের উপর হামলার একাধিক অভিযোগ সামনে এসেছে ৷ হিন্দু মন্দিরে হামলা, ভাঙচুরের ঘটনাও ঘটেছে ৷ গত সপ্তাহে উত্তর বাংলাদেশের সুনামগঞ্জের মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগে 4 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তারপর নতুন করে মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর সামনে এল ৷