ETV Bharat / sports

সামনে জামশেদপুর, গাঁট পেরিয়ে উপরে ওঠার লক্ষ্যে লাল-হলুদ - ISL 2024 25

প্রথম লেগে কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণে হেরেছিল ইস্টবেঙ্গল ৷ ভুল শুধরে শনিবার ফিরতি লেগে জামশেদপুরের বিরুদ্ধে লাল-হলুদকে জয় এনে দিতে মরিয়া অস্কার ব্রুজোঁ ৷

EBFC VS JFC
অনুশীলনে লাল হলুদ ফুটবলাররা (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 20, 2024, 10:41 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: 'পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মত ভয়ঙ্কর' ৷ ময়দানের এই প্রাচীন প্রবাদ যে ফিকে হয়নি, গত পঞ্জাব ম্যাচে তা দেখিয়ে দিয়েছে অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷ নয়া কোচের হাতে পড়ে বদলে যাওয়া ইস্টবেঙ্গল এবার সামনে তাকাতে চায়। শনিবার আইএসএলের দ্বাদশ ম্যাচ খেলতে নামার আগে লাল-হলুদ ব্রিগেড এখন এগারো নম্বরে। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলকে দশে তুলে আনবে।

দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, আনোয়ার আলি, পিভি বিষ্ণুরা বড়দিনের ঠিক আগে সমর্থকদের জয় উপহার দিতে চান। সেই লক্ষ্যে এবং আইএসএলের পয়েন্ট টেবিলের প্রেক্ষাপটে ইস্টবেঙ্গল ফুটবলাররা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েই নামছেন খালিদ জামিলের দলের বিরুদ্ধে। এদিকে গত ম্যাচের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইছেন অস্কার ব্রুজোঁ। চোটের ধাক্কায় মাদিহ তালাল ছিটকে গিয়েছেন বাকি মরশুম থেকে। বৃহস্পতিবারই অফিসিয়াল ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফে ৷ ফ্রেঞ্চম্যানের ছিটকে যাওয়া বড় ধাক্কা দলের কাছে। বদলি হিসেবে কাকে নেওয়া হবে সেই সম্বন্ধে অবশ্য মুখ খুলতে চাননি স্প্যানিশ কোচ। তবে খোঁজ যে শুরু হয়েছে, তার ইঙ্গিত দিয়েছেন।

এদিকে শক্ত গাঁট জামশেদপুর ম্য়াচের আগে আশার আলো দিয়ামান্তাকোস এবং নাওরেম মহেশের চোট সারিয়ে অনুশীলনে ফেরা। 28 ডিসেম্বর স্পেন থেকে ফিরছেন সাউল ক্রেসপোও। ফলে তালালকে নিয়ে আক্ষেপের মাঝে ধীরে হলেও ইস্টবেঙ্গলে চোট-আঘাত সমস্যা একটু করে মিটছে। কোচের পাশে বসে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে নিশু কুমার জানিয়েছেন, দীর্ঘদিন বাদে চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরা চ্যালেঞ্জিং ৷ তবে কোচ এবং দল যেভাবে চাইবে সেইভাবেই খেলতে তৈরি তিনি।

অন্যদিকে ফুটবলারদের লড়াকু মানসিকতাতেই আশার আলো দেখছেন অস্কার ব্রুজোঁ। ম্যাচের আগে প্রতিপক্ষ জামশেদপুর এফসি এবং তাঁদের কোচের প্রশংসা লাল-হলুদ হেডস্যরের গলায়। প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গলের কাছে সবসময়ই শক্ত গাঁট ইস্পাতনগরীর দলটি। বিষয়টি মেনে নিয়ে অস্কার জানালেন, জামশেদপুর এফসি'র সঙ্গে শেষ ম্যাচটি তিনি দেখেছিলেন। সেইসময় দলের ভুলভ্রান্তিগুলো চোখে পড়েছে তাঁর। এবার ঘরের মাঠে খালিদ জামিলের ছেলেদের সামলাবে ইস্টবেঙ্গল। সিভেরিও তোরো, জাভি হার্নান্দেজ, স্টিফেন এজেদের কোন অঙ্কে সামলান ব্রুজোঁ, সেটাই আগামিকাল দেখার।

আরও পড়ুন:

কলকাতা, 20 ডিসেম্বর: 'পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মত ভয়ঙ্কর' ৷ ময়দানের এই প্রাচীন প্রবাদ যে ফিকে হয়নি, গত পঞ্জাব ম্যাচে তা দেখিয়ে দিয়েছে অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷ নয়া কোচের হাতে পড়ে বদলে যাওয়া ইস্টবেঙ্গল এবার সামনে তাকাতে চায়। শনিবার আইএসএলের দ্বাদশ ম্যাচ খেলতে নামার আগে লাল-হলুদ ব্রিগেড এখন এগারো নম্বরে। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলকে দশে তুলে আনবে।

দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, আনোয়ার আলি, পিভি বিষ্ণুরা বড়দিনের ঠিক আগে সমর্থকদের জয় উপহার দিতে চান। সেই লক্ষ্যে এবং আইএসএলের পয়েন্ট টেবিলের প্রেক্ষাপটে ইস্টবেঙ্গল ফুটবলাররা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েই নামছেন খালিদ জামিলের দলের বিরুদ্ধে। এদিকে গত ম্যাচের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইছেন অস্কার ব্রুজোঁ। চোটের ধাক্কায় মাদিহ তালাল ছিটকে গিয়েছেন বাকি মরশুম থেকে। বৃহস্পতিবারই অফিসিয়াল ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফে ৷ ফ্রেঞ্চম্যানের ছিটকে যাওয়া বড় ধাক্কা দলের কাছে। বদলি হিসেবে কাকে নেওয়া হবে সেই সম্বন্ধে অবশ্য মুখ খুলতে চাননি স্প্যানিশ কোচ। তবে খোঁজ যে শুরু হয়েছে, তার ইঙ্গিত দিয়েছেন।

এদিকে শক্ত গাঁট জামশেদপুর ম্য়াচের আগে আশার আলো দিয়ামান্তাকোস এবং নাওরেম মহেশের চোট সারিয়ে অনুশীলনে ফেরা। 28 ডিসেম্বর স্পেন থেকে ফিরছেন সাউল ক্রেসপোও। ফলে তালালকে নিয়ে আক্ষেপের মাঝে ধীরে হলেও ইস্টবেঙ্গলে চোট-আঘাত সমস্যা একটু করে মিটছে। কোচের পাশে বসে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে নিশু কুমার জানিয়েছেন, দীর্ঘদিন বাদে চোট-আঘাত কাটিয়ে মাঠে ফেরা চ্যালেঞ্জিং ৷ তবে কোচ এবং দল যেভাবে চাইবে সেইভাবেই খেলতে তৈরি তিনি।

অন্যদিকে ফুটবলারদের লড়াকু মানসিকতাতেই আশার আলো দেখছেন অস্কার ব্রুজোঁ। ম্যাচের আগে প্রতিপক্ষ জামশেদপুর এফসি এবং তাঁদের কোচের প্রশংসা লাল-হলুদ হেডস্যরের গলায়। প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গলের কাছে সবসময়ই শক্ত গাঁট ইস্পাতনগরীর দলটি। বিষয়টি মেনে নিয়ে অস্কার জানালেন, জামশেদপুর এফসি'র সঙ্গে শেষ ম্যাচটি তিনি দেখেছিলেন। সেইসময় দলের ভুলভ্রান্তিগুলো চোখে পড়েছে তাঁর। এবার ঘরের মাঠে খালিদ জামিলের ছেলেদের সামলাবে ইস্টবেঙ্গল। সিভেরিও তোরো, জাভি হার্নান্দেজ, স্টিফেন এজেদের কোন অঙ্কে সামলান ব্রুজোঁ, সেটাই আগামিকাল দেখার।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.