ETV Bharat / bharat

জেলের জমিতে পেট্রোল পাম্প খুলবে কারা কর্তৃপক্ষ, চালাবে বন্দিরাই - ODISHA TO OPEN PETROL PUMPS

ওড়িশায় কারাগার দফতর বন্দিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য অভিনব উদ্যোগ নিতে চলেছে।

ODISHA TO OPEN PETROL PUMPS
বন্দিরাই চালাবে পাম্প (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 6:51 AM IST

কটক, 29 ডিসেম্বর: যুগান্তকারী উদ্যোগ ওড়িশায় কারাগার ও সংশোধনাগাড় দফতরের ৷ বন্দিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এই প্রকল্পের লক্ষ্য হাইওয়ে সংলগ্ন জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্প স্থাপন করা ৷ এই পাম্পগুলি পরিচালনা করার জন্য বন্দিদের প্রশিক্ষণ দেওয়াও হবে ৷ এই উদ্যোগ তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে সহায়তা করবে ৷ রবিবার এমনটাই জানিয়েছেন ডিজি (কারা) অরুণ কুমার রায়।

বন্দিদের দ্বারা পরিচালিত পেট্রোল পাম্প তৈরির জন্য সরকারি ক্ষেত্রে উদ্যোগের সঙ্গে অংশীদারিত্বের জন্য রাজ্য সরকারের পরিকল্পনার রূপরেখা তুলে ধরে, ডিজি (কারা) জানান, এই উদ্যোগটি প্রথম পর্যায়ে রাজ্যের 15টি বিভিন্ন স্থানে শুরু করা হবে ৷ কৌশলগত প্রশিক্ষণ দেওয়ার জন্য, যোগ্যতার নিরিখে বন্দিদের বেছে নেওয়া হবে ৷ জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্পের জন্য নির্বাচিত স্থানগুলির মধ্যে রয়েছে সম্বলপুর, কোরাপুট এবং আঙ্গুলের সার্কেল জেল; বোলাঙ্গির এবং জগৎসিংহপুর জেলা কারাগার এবং বেশ কয়েকটি উপ-সংশোধনাগার।

এই প্রয়াস শুধু অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বন্দিদের দক্ষতা উন্নয়নের দিকেও দৃষ্টি দেবে। যাদের ভালো আচরণের রেকর্ড রয়েছে তাদের সংশোধনাগার কর্তৃপক্ষের তদারকিতে এই পেট্রোল পাম্পগুলি চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ডিজি (কারা) বলেন, "তাদের কর্মক্ষমতা মূল্যায়ন করে, এই প্রকল্পটি রাজ্যের অন্যান্য স্থানেও চালু করা হবে ৷"

এই পেট্রোল পাম্পগুলির পরিচালন পরিকল্পনার মধ্যে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ভিডিয়ো নজরদারি ব্যবস্থা, যার মাধ্যমে সবকিছু কঠোরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এই সতর্ক তদারকির লক্ষ্য বন্দিদের বাস্তব-বিশ্ব কাজের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি কাজের নিরাপদ পরিবেশ বজায় রাখা।

কটক, 29 ডিসেম্বর: যুগান্তকারী উদ্যোগ ওড়িশায় কারাগার ও সংশোধনাগাড় দফতরের ৷ বন্দিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এই প্রকল্পের লক্ষ্য হাইওয়ে সংলগ্ন জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্প স্থাপন করা ৷ এই পাম্পগুলি পরিচালনা করার জন্য বন্দিদের প্রশিক্ষণ দেওয়াও হবে ৷ এই উদ্যোগ তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে সহায়তা করবে ৷ রবিবার এমনটাই জানিয়েছেন ডিজি (কারা) অরুণ কুমার রায়।

বন্দিদের দ্বারা পরিচালিত পেট্রোল পাম্প তৈরির জন্য সরকারি ক্ষেত্রে উদ্যোগের সঙ্গে অংশীদারিত্বের জন্য রাজ্য সরকারের পরিকল্পনার রূপরেখা তুলে ধরে, ডিজি (কারা) জানান, এই উদ্যোগটি প্রথম পর্যায়ে রাজ্যের 15টি বিভিন্ন স্থানে শুরু করা হবে ৷ কৌশলগত প্রশিক্ষণ দেওয়ার জন্য, যোগ্যতার নিরিখে বন্দিদের বেছে নেওয়া হবে ৷ জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্পের জন্য নির্বাচিত স্থানগুলির মধ্যে রয়েছে সম্বলপুর, কোরাপুট এবং আঙ্গুলের সার্কেল জেল; বোলাঙ্গির এবং জগৎসিংহপুর জেলা কারাগার এবং বেশ কয়েকটি উপ-সংশোধনাগার।

এই প্রয়াস শুধু অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বন্দিদের দক্ষতা উন্নয়নের দিকেও দৃষ্টি দেবে। যাদের ভালো আচরণের রেকর্ড রয়েছে তাদের সংশোধনাগার কর্তৃপক্ষের তদারকিতে এই পেট্রোল পাম্পগুলি চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ডিজি (কারা) বলেন, "তাদের কর্মক্ষমতা মূল্যায়ন করে, এই প্রকল্পটি রাজ্যের অন্যান্য স্থানেও চালু করা হবে ৷"

এই পেট্রোল পাম্পগুলির পরিচালন পরিকল্পনার মধ্যে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ভিডিয়ো নজরদারি ব্যবস্থা, যার মাধ্যমে সবকিছু কঠোরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এই সতর্ক তদারকির লক্ষ্য বন্দিদের বাস্তব-বিশ্ব কাজের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি কাজের নিরাপদ পরিবেশ বজায় রাখা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.